ETV Bharat / bharat

বিবাহ-বহির্ভূত সম্পর্কে ঝগড়া, প্রেমিকের গোপনাঙ্গ কেটে দিলেন মহিলা - cut the private parts

Women cuts Private Part of her Lover: চার সন্তানের মায়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক এক যুবকের ৷ বাদানুবাদের কারণে প্রেমিকের গোপনাঙ্গ কেটে দেন অভিযুক্ত মহিলা ৷ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত যুবক ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 6:04 PM IST

Updated : Dec 16, 2023, 7:10 PM IST

কুশীনগর (উত্তরপ্রদেশ), 16 ডিসেম্বর: প্রেমের বড় মাশুল দিতে হল উত্তরপ্রদেশের কুশীনগরের এক যুবককে ৷ খাড্ডা পুলিশ স্টেশন এলাকার বাসিন্দা এক যুবক প্রেমে পাগল ছিলেন চার সন্তানের মায়ের প্রেমে ৷ সেই প্রেমে ঘটে ছন্দপতন ৷ বৃহস্পতিবার রাতে ওই মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যুবক ৷ সে সময় দু'জনের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় বলে অভিযোগ ৷ কথা কাটাকাটির মাঝেই মহিলা যুবকের গোপনাঙ্গ কেটে দেয় বলে অভিযোগ ৷ ওই যুবককে তুরকাহা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ স্বাস্ব্যের অবনতি হতেই ওই যুবককে স্থানান্তরিত করা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷

খাড্ডা পুলিশ স্টেশনের এসএইচও নীরজ রাই বলেন, "আমরা ঘটনার কথা শুনেছি ৷ খোঁজ নিয়ে জানা গিয়েছে, প্রেমঘটিত বিষয় ৷ কিন্তু কোনওরকম লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের হয়নি ৷ অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু হবে ৷ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷" পরিবার সূত্রে খবর, আহত যুবকের চিৎকার শুনে পরিবারের লোকজন জড়ো হয়ে যান ৷ যুবককে খাড্ডা এলাকার তুরকাহা সিএইচসিতে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা যুবককে জেলা হাসপাতালে রেফার করেন। সেখান থেকে তাঁকে আবার পাঠানো হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷

জানা গিয়েছে, ওই যুবক এবং অভিযুক্ত মহিলা একই গ্রামে থাকতেন ৷ মহিলার স্বামী বিদেশে থাকেন ৷ সেখানেই জীবিকা নির্বাহের জন্য কাজ করেন তিনি ৷ ওই মহিলা চার সন্তানও রয়েছে ৷ সেখানেই গ্রামেরই যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে মহিলার ৷ প্রায় সময়ই ওই যুবক মহিলার বাড়িতে আসতেন বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবারও তিনি রাতে ওই মহিলার ডাকে দেখা করতে আসেন ৷ তবে সেই সময় বেশ কিছু বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয় বলে অভিযোগ ৷ এরপরেই ওই মহিলা ছুড়ি দিয়ে যুবকের গোপনাঙ্গ কেটে দেয় বলে অভিযোগ ৷ এরপর কোনও রকমে প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বেরিয়ে আসেন ওই যুবক ৷

আরও পড়ুন

1. নেশাগ্রস্ত অবস্থায় 11 বছরের মেয়েকে ধর্ষণ, দু'বার যাবজ্জীবন কারাদণ্ড বাবার

2. 29 বছর আগে পৃথক উত্তরাখণ্ড রাজ্যের দাবিতে দুই তরুণ হামলা চালিয়েছিল লোকসভায়

3. বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 6

কুশীনগর (উত্তরপ্রদেশ), 16 ডিসেম্বর: প্রেমের বড় মাশুল দিতে হল উত্তরপ্রদেশের কুশীনগরের এক যুবককে ৷ খাড্ডা পুলিশ স্টেশন এলাকার বাসিন্দা এক যুবক প্রেমে পাগল ছিলেন চার সন্তানের মায়ের প্রেমে ৷ সেই প্রেমে ঘটে ছন্দপতন ৷ বৃহস্পতিবার রাতে ওই মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যুবক ৷ সে সময় দু'জনের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় বলে অভিযোগ ৷ কথা কাটাকাটির মাঝেই মহিলা যুবকের গোপনাঙ্গ কেটে দেয় বলে অভিযোগ ৷ ওই যুবককে তুরকাহা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ স্বাস্ব্যের অবনতি হতেই ওই যুবককে স্থানান্তরিত করা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷

খাড্ডা পুলিশ স্টেশনের এসএইচও নীরজ রাই বলেন, "আমরা ঘটনার কথা শুনেছি ৷ খোঁজ নিয়ে জানা গিয়েছে, প্রেমঘটিত বিষয় ৷ কিন্তু কোনওরকম লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের হয়নি ৷ অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু হবে ৷ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷" পরিবার সূত্রে খবর, আহত যুবকের চিৎকার শুনে পরিবারের লোকজন জড়ো হয়ে যান ৷ যুবককে খাড্ডা এলাকার তুরকাহা সিএইচসিতে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা যুবককে জেলা হাসপাতালে রেফার করেন। সেখান থেকে তাঁকে আবার পাঠানো হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷

জানা গিয়েছে, ওই যুবক এবং অভিযুক্ত মহিলা একই গ্রামে থাকতেন ৷ মহিলার স্বামী বিদেশে থাকেন ৷ সেখানেই জীবিকা নির্বাহের জন্য কাজ করেন তিনি ৷ ওই মহিলা চার সন্তানও রয়েছে ৷ সেখানেই গ্রামেরই যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে মহিলার ৷ প্রায় সময়ই ওই যুবক মহিলার বাড়িতে আসতেন বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবারও তিনি রাতে ওই মহিলার ডাকে দেখা করতে আসেন ৷ তবে সেই সময় বেশ কিছু বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয় বলে অভিযোগ ৷ এরপরেই ওই মহিলা ছুড়ি দিয়ে যুবকের গোপনাঙ্গ কেটে দেয় বলে অভিযোগ ৷ এরপর কোনও রকমে প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বেরিয়ে আসেন ওই যুবক ৷

আরও পড়ুন

1. নেশাগ্রস্ত অবস্থায় 11 বছরের মেয়েকে ধর্ষণ, দু'বার যাবজ্জীবন কারাদণ্ড বাবার

2. 29 বছর আগে পৃথক উত্তরাখণ্ড রাজ্যের দাবিতে দুই তরুণ হামলা চালিয়েছিল লোকসভায়

3. বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 6

Last Updated : Dec 16, 2023, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.