ETV Bharat / bharat

Mother Kills Son: বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ছেলেকে খুন করল মা, গ্রেফতার 4 - extramarital affairs

বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য 21 বছরের ছেলেকে খুন করল মা । কর্ণাটকের বেলাগাভি জেলার রায়ভাগা এলাকার ঘটনা। অভিযুক্ত মা-সহ আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে ।

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 23, 2023, 10:42 PM IST

বেলাগাভি (কর্ণাটক), 23 জুন: 21 বছরের ছেলেকে খুন করল মা। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভি জেলার রায়ভাগা শহরে । মৃত যুবকের নাম হরিপ্রসাদ ভোঁসলে । ঘটনায় অভিযুক্ত মা সুধা ভোঁসলে-সহ আরও তিনজন বৈশালী সুলিন মানে, গৌতম সুলিন মানে এবং এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার এসপি সঞ্জীব পাতিল জানিয়েছেন, ঘটনায় মূল অভিযুক্ত মৃত যুবকের মা এবং তাঁকে সাহায্য করেছিল বাকি তিনজন ।

শুক্রবার এসপি সাংবাদিক সম্মেলন করে ঘটনার কথা সামনে আনেন । তিনি বলেন, "গত মাসের 28 তারিখ যুবক হরিপ্রসাদ ঘুমন্ত অবস্থায় মারা যান । প্রথমদিকে এই ঘটনাকে স্বাভাবিক মৃত্যু হিসাবেই ধরা হয়েছিল। কিন্তু যুবকের আত্মীয় এই মৃত্যুতে সন্দেহ প্রকাশ করে । এরপর তাঁরা রায়ভাগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তদন্ত শুরু হলে জানা যায়, মা সুধা ভোঁসলেই তাঁর ছেলেকে খুন করেছে । আর তাতে সাহায্য করেছে সুধার আত্মীয় বৈশালী সুলিন মানে, গৌতম সুলিন মানে এবং এক কিশোর।"

তিনি আরও বলেন, "নিহত যুবকের মা সুধার সঙ্গে বাবা সন্তোষ ভোঁসলের রোজই ঝগড়া হত । সেই কারণে তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নেন । সুধা আলাদা বাড়ি তৈরি করে থাকতে শুরু করে । ছেলে হরিপ্রসাদও থাকত মা সুধার সঙ্গেই । কিন্তু কানাঘুষো জানা যায়, মায়ের অন্য কোনও পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে । যা নিয়ে ছেলে-মায়ের রোজ ঝামেলা হত । মায়ের প্রত্যেক ঘটনা ছেলে হরিপ্রসাদ তাঁর বাবা ও পরিবারকে জানাত । সেই বিষয়ে সুধা নাকি ছেলেকে বারবার সাবধানও করেছিল । কিন্তু মে মাসের 28 তারিখ আচমকাই হরিপ্রসাদ মারা যান । এরপর সুধা তাঁর স্বামী ও তাঁদের পরিবারে ডেকে জানায় ঘুমের মধ্যে হার্ট-অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে ছেলের।"

আরও পড়ুন: মহিলা যাত্রীকে গোপনাঙ্গ দেখানোর অভিযোগ চালকের বিরুদ্ধে

এসপি সঞ্জীব বলেন, "কিন্তু সন্দেহ হয় ছেলের বাবার । তাঁরা পুলিশে অভিযোগ জানায় । তদন্ত করতে গিয়ে দেখা যায়, হরিপ্রসাদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে । এরপরেই জিজ্ঞাসাবাদ করা হয় মা সুধাকে । সেখানেই তিনি স্বীকার করে নেন খুনের কথা। শ্বাসরোধ করে ছেলেকে খুনের কথা জানান মা সুধা । ঘটনায় সন্দেহভাজন সাত জনকে আটক করা হলেও পরবর্তী সময়ে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।"

বেলাগাভি (কর্ণাটক), 23 জুন: 21 বছরের ছেলেকে খুন করল মা। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভি জেলার রায়ভাগা শহরে । মৃত যুবকের নাম হরিপ্রসাদ ভোঁসলে । ঘটনায় অভিযুক্ত মা সুধা ভোঁসলে-সহ আরও তিনজন বৈশালী সুলিন মানে, গৌতম সুলিন মানে এবং এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার এসপি সঞ্জীব পাতিল জানিয়েছেন, ঘটনায় মূল অভিযুক্ত মৃত যুবকের মা এবং তাঁকে সাহায্য করেছিল বাকি তিনজন ।

শুক্রবার এসপি সাংবাদিক সম্মেলন করে ঘটনার কথা সামনে আনেন । তিনি বলেন, "গত মাসের 28 তারিখ যুবক হরিপ্রসাদ ঘুমন্ত অবস্থায় মারা যান । প্রথমদিকে এই ঘটনাকে স্বাভাবিক মৃত্যু হিসাবেই ধরা হয়েছিল। কিন্তু যুবকের আত্মীয় এই মৃত্যুতে সন্দেহ প্রকাশ করে । এরপর তাঁরা রায়ভাগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তদন্ত শুরু হলে জানা যায়, মা সুধা ভোঁসলেই তাঁর ছেলেকে খুন করেছে । আর তাতে সাহায্য করেছে সুধার আত্মীয় বৈশালী সুলিন মানে, গৌতম সুলিন মানে এবং এক কিশোর।"

তিনি আরও বলেন, "নিহত যুবকের মা সুধার সঙ্গে বাবা সন্তোষ ভোঁসলের রোজই ঝগড়া হত । সেই কারণে তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নেন । সুধা আলাদা বাড়ি তৈরি করে থাকতে শুরু করে । ছেলে হরিপ্রসাদও থাকত মা সুধার সঙ্গেই । কিন্তু কানাঘুষো জানা যায়, মায়ের অন্য কোনও পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে । যা নিয়ে ছেলে-মায়ের রোজ ঝামেলা হত । মায়ের প্রত্যেক ঘটনা ছেলে হরিপ্রসাদ তাঁর বাবা ও পরিবারকে জানাত । সেই বিষয়ে সুধা নাকি ছেলেকে বারবার সাবধানও করেছিল । কিন্তু মে মাসের 28 তারিখ আচমকাই হরিপ্রসাদ মারা যান । এরপর সুধা তাঁর স্বামী ও তাঁদের পরিবারে ডেকে জানায় ঘুমের মধ্যে হার্ট-অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে ছেলের।"

আরও পড়ুন: মহিলা যাত্রীকে গোপনাঙ্গ দেখানোর অভিযোগ চালকের বিরুদ্ধে

এসপি সঞ্জীব বলেন, "কিন্তু সন্দেহ হয় ছেলের বাবার । তাঁরা পুলিশে অভিযোগ জানায় । তদন্ত করতে গিয়ে দেখা যায়, হরিপ্রসাদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে । এরপরেই জিজ্ঞাসাবাদ করা হয় মা সুধাকে । সেখানেই তিনি স্বীকার করে নেন খুনের কথা। শ্বাসরোধ করে ছেলেকে খুনের কথা জানান মা সুধা । ঘটনায় সন্দেহভাজন সাত জনকে আটক করা হলেও পরবর্তী সময়ে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.