ETV Bharat / bharat

Mother killed Son: মানসিক ভারসাম্যহীন একরত্তি ছেলেকে নদীতে ছুড়ে ফেললেন 'খুনি' মা ! - রাজস্থান

4 বছরের ছেলেকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে (Mother killed Son) ৷ রাজস্থান পুলিশের দাবি, শিশুটি মানসিক ভারসাম্যহীন হওয়াতেই তাকে খুন করে তার মা !

Mother killed 4 year old mentally disabled Son by throwing him into the river
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 2, 2023, 2:08 PM IST

কোটা, 2 মার্চ: একরত্তি ছেলে মানসিক ভারসাম্যহীন ৷ তাই তাকে জলে ডুবিয়ে খুন করলেন মা (Mother killed Son) ! রাজস্থানের কোটা-দাদাবাড়ি থানা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার আরও একটি কন্য়াসন্তান রয়েছে ৷ সম্প্রতি ওই মহিলা চম্বল নদীতে তাঁর শিশুপুত্রকে ছুড়ে ফেলেন বলে অভিযোগ ৷ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত চলছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলা আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা ৷ তাঁর 4 বছরের একটি ছেলে ছিল ৷ শিশুটি মানসিকভাবে সুস্থ ছিল না ৷ সম্প্রতি ছেলেকে নিয়ে রাজস্থানে আসেন মহিলা ৷ তারপর চম্বল নদীতে ছুড়ে ফেলে দেন শিশুটিকে ! তাতেই মৃত্যু হয় ৷ কোটার পুলিশ সুপার শরদ চৌধুরী এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত 28 ফেব্রুয়ারি চম্বল নদী থেকে একটি শিশুর দেহ উদ্ধার করা হয় ৷ ঘটনার তদন্ত এগোতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ তারই ভিত্তিতে নিহত শিশুর মাকে গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন: টানা তিনবছর কিশোরী মেয়েকে যৌন নির্যাতন, শ্রীঘরে বাবা-মা

4 বছরের শিশুর দেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা ৷ ঘটনার বেশ এক প্রত্যক্ষদর্শী খুঁজে পান তাঁরা ৷ ওই বাসিন্দা পুলিশকে জানান, তিনি এক মহিলাকে দেখেছিলেন ৷ ওই মহিলা নদীতে কিছু একটা ছুড়ে ফেলেন ৷ আর তারপরই দৌড়ে পালিয়ে যান ! এরপর নিহত শিশুর পরিচয় জানতে পুলিশকে অনেক কাঠখড় পোড়াতে হয় ৷ শেষমেশ প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশ থেকে এক শিশুর নিরুদ্দেশ সংক্রান্ত একটি অভিযোগ রাজস্থান পুলিশের হাতে আসে ৷ সেখান থেকেই নিহত শিশুর পরিচয় এবং তার মায়ের হদিশ পাওয়া যায় ৷

তদন্তে পুলিশকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন শিশুটির বাবাও ৷ তাঁর সহযোগিতাতেই পর্বরতীতে শিশুটির পরিচয় জানার কাজ কিছুটা সহজ হয় ৷ তদন্তে সামনে আসে, ছেলের মানসিক অসুস্থতা নিয়ে বিরক্ত ছিলেন মা ৷ সেই কারণেই ছেলেকে খুনের সিদ্ধান্ত নেন তিনি ! রাজস্থানের বারন জেলার মাংরোল এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ওই মহিলা ৷ কোটা পর্যন্ত বাসে আসেন তিনি ৷ সঙ্গে ছিল তার 4 বছরের ছেলে এবং 6 মাসের মেয়ে ৷ কোটা বাস স্ট্য়ান্ডে নেমে দুই সন্তানকে নিয়ে চম্বল নদীর তীর পর্যন্ত আসেন মহিলা ৷ এর জন্য একটি অটো ভাড়া করেন তিনি ৷ অটো থেকে নেমে কিছুটা এগিয়েই মানসিক ভারসাম্যহীন ছোট্ট ছেলেকে নদীতে ছুড়ে ফেলেন মহিলা ৷ তারপর দৌড়ে পালিয়ে যান !

কোটা, 2 মার্চ: একরত্তি ছেলে মানসিক ভারসাম্যহীন ৷ তাই তাকে জলে ডুবিয়ে খুন করলেন মা (Mother killed Son) ! রাজস্থানের কোটা-দাদাবাড়ি থানা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার আরও একটি কন্য়াসন্তান রয়েছে ৷ সম্প্রতি ওই মহিলা চম্বল নদীতে তাঁর শিশুপুত্রকে ছুড়ে ফেলেন বলে অভিযোগ ৷ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত চলছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলা আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা ৷ তাঁর 4 বছরের একটি ছেলে ছিল ৷ শিশুটি মানসিকভাবে সুস্থ ছিল না ৷ সম্প্রতি ছেলেকে নিয়ে রাজস্থানে আসেন মহিলা ৷ তারপর চম্বল নদীতে ছুড়ে ফেলে দেন শিশুটিকে ! তাতেই মৃত্যু হয় ৷ কোটার পুলিশ সুপার শরদ চৌধুরী এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত 28 ফেব্রুয়ারি চম্বল নদী থেকে একটি শিশুর দেহ উদ্ধার করা হয় ৷ ঘটনার তদন্ত এগোতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ তারই ভিত্তিতে নিহত শিশুর মাকে গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন: টানা তিনবছর কিশোরী মেয়েকে যৌন নির্যাতন, শ্রীঘরে বাবা-মা

4 বছরের শিশুর দেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা ৷ ঘটনার বেশ এক প্রত্যক্ষদর্শী খুঁজে পান তাঁরা ৷ ওই বাসিন্দা পুলিশকে জানান, তিনি এক মহিলাকে দেখেছিলেন ৷ ওই মহিলা নদীতে কিছু একটা ছুড়ে ফেলেন ৷ আর তারপরই দৌড়ে পালিয়ে যান ! এরপর নিহত শিশুর পরিচয় জানতে পুলিশকে অনেক কাঠখড় পোড়াতে হয় ৷ শেষমেশ প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশ থেকে এক শিশুর নিরুদ্দেশ সংক্রান্ত একটি অভিযোগ রাজস্থান পুলিশের হাতে আসে ৷ সেখান থেকেই নিহত শিশুর পরিচয় এবং তার মায়ের হদিশ পাওয়া যায় ৷

তদন্তে পুলিশকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন শিশুটির বাবাও ৷ তাঁর সহযোগিতাতেই পর্বরতীতে শিশুটির পরিচয় জানার কাজ কিছুটা সহজ হয় ৷ তদন্তে সামনে আসে, ছেলের মানসিক অসুস্থতা নিয়ে বিরক্ত ছিলেন মা ৷ সেই কারণেই ছেলেকে খুনের সিদ্ধান্ত নেন তিনি ! রাজস্থানের বারন জেলার মাংরোল এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ওই মহিলা ৷ কোটা পর্যন্ত বাসে আসেন তিনি ৷ সঙ্গে ছিল তার 4 বছরের ছেলে এবং 6 মাসের মেয়ে ৷ কোটা বাস স্ট্য়ান্ডে নেমে দুই সন্তানকে নিয়ে চম্বল নদীর তীর পর্যন্ত আসেন মহিলা ৷ এর জন্য একটি অটো ভাড়া করেন তিনি ৷ অটো থেকে নেমে কিছুটা এগিয়েই মানসিক ভারসাম্যহীন ছোট্ট ছেলেকে নদীতে ছুড়ে ফেলেন মহিলা ৷ তারপর দৌড়ে পালিয়ে যান !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.