ETV Bharat / bharat

মা, মেয়ের বিয়ে একদিনে, গোরখপুরে অভিনব গণবিবাহ - মা, মেয়ের বিয়ে একদিনে

মা-র বয়স 53, মেয়ের বয়স 27 । গোরখপুরে মুখ্যমন্ত্রী গণবিবাহ যোজনা অনুষ্ঠানে একসঙ্গে সাত পাকে বাঁধা পড়ল দুই প্রজন্ম ।

Mother, daughter married in same day
Mother, daughter married in same day
author img

By

Published : Dec 13, 2020, 11:16 PM IST

গোরখপুর (উত্তরপ্রদেশ), 13 ডিসেম্বর: মা ও মেয়ে বিয়ে করল একদিনে, এক লগ্নে । বিরল ঘটনা বটেই, আশ্চর্য হচ্ছেন নিশ্চয়ই । তবে এক্ষেত্রে জেনে রাখা ভালো, মা-র বয়স 53 আর মেয়ের বয়স 27 । উত্তরপ্রদেশের একটি গণবিবাহ অনুষ্ঠান এই বিরল ঘটনার সাক্ষী থাকল । গোরখপুরের মুখ্যমন্ত্রী গণবিবাহ যোজনা অনুষ্ঠানে একসঙ্গে সাত পাকে বাঁধা পড়ল দুই প্রজন্ম ।

53 বছরের বেলা দেবীর স্বামী মারা গিয়েছেন 25 আগে । বছর 55-র অবিবাহিত দেওর জগদীশকে বিয়ে করলেন তিনি । অন্যদিকে বেলা দেবীর ছোটো মেয়ে ইন্দু সপ্তাহ খানেক আগের একই গণবিবাহ অনুষ্ঠানে বিয়েটা সেরে ফেলল । ইন্দু বিয়ে করল 29 বছরের রাহুলকে ।

বেলা দেবীর কথায়, "আমার দুই ছেলে ও দুই মেয়ে আগেই বিয়ে করেছে । তাই এবার ছোটো মেয়ের বিয়ে দিলাম । আমি ঠিক করি ওই দিনেই আমিও বিয়ে করব দেওরকে । আমার সন্তানরা খুশি হয়েছে ।"

ইন্দু জানায়, "আমার মা আর কাকা আমাদের খেয়াল রাখবেন । আমি খুশি যে ওঁরা এবার একে অপরের দেখভাল করতে পারবেন ।"

গোরখপুর (উত্তরপ্রদেশ), 13 ডিসেম্বর: মা ও মেয়ে বিয়ে করল একদিনে, এক লগ্নে । বিরল ঘটনা বটেই, আশ্চর্য হচ্ছেন নিশ্চয়ই । তবে এক্ষেত্রে জেনে রাখা ভালো, মা-র বয়স 53 আর মেয়ের বয়স 27 । উত্তরপ্রদেশের একটি গণবিবাহ অনুষ্ঠান এই বিরল ঘটনার সাক্ষী থাকল । গোরখপুরের মুখ্যমন্ত্রী গণবিবাহ যোজনা অনুষ্ঠানে একসঙ্গে সাত পাকে বাঁধা পড়ল দুই প্রজন্ম ।

53 বছরের বেলা দেবীর স্বামী মারা গিয়েছেন 25 আগে । বছর 55-র অবিবাহিত দেওর জগদীশকে বিয়ে করলেন তিনি । অন্যদিকে বেলা দেবীর ছোটো মেয়ে ইন্দু সপ্তাহ খানেক আগের একই গণবিবাহ অনুষ্ঠানে বিয়েটা সেরে ফেলল । ইন্দু বিয়ে করল 29 বছরের রাহুলকে ।

বেলা দেবীর কথায়, "আমার দুই ছেলে ও দুই মেয়ে আগেই বিয়ে করেছে । তাই এবার ছোটো মেয়ের বিয়ে দিলাম । আমি ঠিক করি ওই দিনেই আমিও বিয়ে করব দেওরকে । আমার সন্তানরা খুশি হয়েছে ।"

ইন্দু জানায়, "আমার মা আর কাকা আমাদের খেয়াল রাখবেন । আমি খুশি যে ওঁরা এবার একে অপরের দেখভাল করতে পারবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.