পুণে, 6 জুন: প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ান বাবা ৷ তাই প্রেমিক ও মায়ের সঙ্গে মিলে বাবাকে খুন মেয়ের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুণের শিকরাপুর থানা এলাকায় ৷ পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ মৃতের নাম জনসন ক্যাজিটন লোবো ৷ অভিযুক্তরা হলেন মা স্যান্ড্রা জনসন লোবো (43), মেয়ে বালিকা ও তাঁর প্রেমিক এগনেল জয় কসবে ৷
জানা গিয়েছে, এগনেলের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানতে পেরে যান বাবা জনসন ৷ মা মেনে নিলেও বালিকার বাবা কোনও মতেই তাদের সম্পর্ক মেনে নিতে রাজি হন না ৷ বারবার বাবাকে বোঝানোর চেষ্টা করেন বালিকা ৷ তা সত্বেও বাবা না মানায় তাঁর উপর বিরক্ত হয়ে খুন করার পরিকল্পনা করেন তিনি ৷ তাঁকে সঙ্গ দেন তাঁর মা ও প্রেমিক ৷
এরপরেই 30 মে রাতে ওয়েব সিরিজ দেখে অভিযুক্তরা ব্যক্তিকে খুন করেন ৷ জনসনের মাথায় ভারী বস্তু দিয়ে মেরে তাঁকে খুন করেন তাঁরা ৷ তাঁকে খুন করার পর মেয়েটি, তাঁর মা ও প্রেমিক মিলে দেহটি সেদিন বাড়িতেই রেখে দেন ৷ তারপরের দিন অর্থাৎ 31 মে এগলেন দেহটি তাঁর নিজের বাবার গাড়িতে করে নিয়ে গিয়ে হাইরোডের ধারে ফেলে আগুন ধরিয়ে দেন ৷ এমনকী তাঁরা সকলের সামনে এরপর পাঁচ দিন এমন ব্যবহার করেন যেন জনসন বেঁচে রয়েছেন ৷
আরও পড়ুন: মদ্যপ স্বামীকে খুন স্ত্রীর, মত্ত অবস্থায় বাবাকে পিটিয়ে মারল ছেলে
পুলিশ দেহটিকে পুণে আহমেদনগর হাইওয়ে রোডের একটি পেট্রেল পাম্পের কাছে পোড়া অবস্থায় পায় ৷ আশেপাশের সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ জানতে পারে গাড়ি করে এনে দেহটি সেখানে ফেলে পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ ওই গাড়িটি এগেনেলের বাবার ৷ এও জানতে পারে সেদিন গাড়িটি এগনেল নিয়ে গিয়েছিলেন ৷ তারপরেই বালিকার প্রেমিক এগনেলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পুলিশের কাছে খুনের কথা স্বীকার করেন ৷ পুরো ঘটনাটি জানান যে কীভাবে তাঁরা জনসনকে মেরে দেহ লোপাট করেন ৷ এরপরেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে ৷