ETV Bharat / bharat

Delhi Old Woman Murder: এসি বন্ধ করা নিয়ে বিবাদে মাকে পিটিয়ে খুন, দিল্লিতে ধৃত অভিযুক্ত ছেলে

Mother Beaten to Death by Son: এসি বন্ধ করা নিয়ে গোলমালের জেরে মাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটে দিল্লির উত্তর জেলায় ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

Delhi Old Woman Murder
Delhi Old Woman Murder
author img

By

Published : Jul 27, 2023, 4:48 PM IST

নয়াদিল্লি, 27 জুলাই: রাতে এসি বন্ধ করা নিয়ে মা ও ছেলের মধ্য়ে বিবাদ ৷ তার জেরেই মাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷ ঘটনাটি সোমবার রাতে ঘটেছে দিল্লির উত্তর জেলায় ৷ উত্তর জেলার ডিসিপি সাগর সিং কালসি জানিয়েছেন, অভিযুক্তের নাম দীপক (29) । মৃতার নাম ইন্দু দেবী (58) ৷

মৃতার মেয়ে পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর মা রাতে তাঁর দাদাকে এসি বন্ধ করে দিতে বলেছিলেন ৷ সেই কারণে দাদা রেগে যান ৷ মা ও দাদার মধ্যে বাকবিতণ্ডা হয় ৷ তার পর দাদা মাকে একটি লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ৷ তার জেরেই মায়ের মৃত্যু হয় ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্ত দীপককে গ্রেফতার করেছে পুলিশ ৷ শুরু হয়েছে তদন্ত ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, দিল্লির উত্তর জেলার শেরা কোঠির সবজি মান্ডি এলাকার একটি বাড়িতে মায়ের সঙ্গে থাককেন দীপক ৷ তিনি উত্তরপ্রদেশের হরিদ্বারের গুরুকুল থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন । পরে ব্যবসা শুরু করেন ৷ কিন্তু সেই ব্যবসায় অবনতি হওয়ার জন্য তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েন ।

আরও পড়ুন: যোগীরাজ্যে 5 বছরের শিশুকে ধর্ষণ ! গ্রেফতার অভিযুক্ত

দীপকের বোন পুলিশকে জানিয়েছেন, দীপক ছোটবেলা থেকেই ঝগড়া-বিবাদ করতেন এবং বাড়িতে মা, ভাই-বোনদের মারধর করতেন । আর ওদের কাঁদতে দেখে খুশি হতেন দীপক । দুই ভাইয়ের মধ্যে ঘরোয়া ঝগড়ায় ভাইয়ের মুখে চোটও লাগে ৷ কিছুদিন আগে বড় ভাই মারা গিয়েছেন । দীপক কয়েক বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন ৷ কিন্তু তাঁর অত্যাচারে বিরক্ত হয়ে তাঁর স্ত্রীও তাঁকে ছেড়ে চলে যায় ।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত দীপক তাঁর অপরাধ স্বীকার করেছেন । তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁর বিলাসবহুল জীবনের খরচ সামলাতে তাঁদের একটি জমি তাঁর মা বিক্রি করে দিয়েছিলেন ৷ কিন্তু এখন তিনি শেরা কোঠি এলাকার বাড়িটিও বিক্রি করতে চাইছিলেন ৷ এই নিয়ে মায়ের সঙ্গে বিবাদ চলছিল ৷ এই নিয়ে 22 জুলাইও মাকে মারধর করেছিলেন দীপক ৷ সেই সময় ইন্দু দেবী দোতলা থেকে লাফ দিয়েছিলেন ছেলের মারের হাত থেকে বাঁচার জন্য । একই বিবাদের জেরে সোমবার রাতে মত্ত অবস্থায় মাকে মারধর করেন তিনি ৷

পরে ইন্দু দেবী তাঁর মেয়েকে ভিডিয়ো কল করে দীপকের ‘কীর্তি’র কথা জানান ৷ তখন দীপক রেগে ঘুমোতে চলে যান ৷ রাত 1টা নাগাদ দীপককে এসি বন্ধ করে দিতে বলেন ইন্দু দেবী ৷ তখন মা-ছেলের মধ্য়ে ফের ঝামেলা হয় ৷ টিভির ভলিউম বাড়িয়ে মাকে বেধড়ক মারধর করেন দীপক ৷ তাতেই মৃত্যু হয় ইন্দু দেবীর ৷

আরও পড়ুন: 'মেয়েদের প্রেমে পড়লে পস্তাবেন', ভিডিয়োয় দাবি করে আত্মঘাতী নাবালক

পরদিন সকালে দীপকের দুই বোন বাড়িতে আসেন ৷ এসে দেখেন দীপক মায়ের রক্তে ভেজা দেহের পাশেই ঘুমোচ্ছেন ৷ বোনেদের দেখে সেখান থেকে পালিয়ে যান তিনি ৷ পরে পুলিশ এসে তাঁকে বাড়ির সিঁড়ির নিচে খাটের উপর ঘুমন্ত অবস্থায় উদ্ধার করে ৷ তখনই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।

নয়াদিল্লি, 27 জুলাই: রাতে এসি বন্ধ করা নিয়ে মা ও ছেলের মধ্য়ে বিবাদ ৷ তার জেরেই মাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷ ঘটনাটি সোমবার রাতে ঘটেছে দিল্লির উত্তর জেলায় ৷ উত্তর জেলার ডিসিপি সাগর সিং কালসি জানিয়েছেন, অভিযুক্তের নাম দীপক (29) । মৃতার নাম ইন্দু দেবী (58) ৷

মৃতার মেয়ে পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর মা রাতে তাঁর দাদাকে এসি বন্ধ করে দিতে বলেছিলেন ৷ সেই কারণে দাদা রেগে যান ৷ মা ও দাদার মধ্যে বাকবিতণ্ডা হয় ৷ তার পর দাদা মাকে একটি লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ৷ তার জেরেই মায়ের মৃত্যু হয় ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্ত দীপককে গ্রেফতার করেছে পুলিশ ৷ শুরু হয়েছে তদন্ত ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, দিল্লির উত্তর জেলার শেরা কোঠির সবজি মান্ডি এলাকার একটি বাড়িতে মায়ের সঙ্গে থাককেন দীপক ৷ তিনি উত্তরপ্রদেশের হরিদ্বারের গুরুকুল থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন । পরে ব্যবসা শুরু করেন ৷ কিন্তু সেই ব্যবসায় অবনতি হওয়ার জন্য তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েন ।

আরও পড়ুন: যোগীরাজ্যে 5 বছরের শিশুকে ধর্ষণ ! গ্রেফতার অভিযুক্ত

দীপকের বোন পুলিশকে জানিয়েছেন, দীপক ছোটবেলা থেকেই ঝগড়া-বিবাদ করতেন এবং বাড়িতে মা, ভাই-বোনদের মারধর করতেন । আর ওদের কাঁদতে দেখে খুশি হতেন দীপক । দুই ভাইয়ের মধ্যে ঘরোয়া ঝগড়ায় ভাইয়ের মুখে চোটও লাগে ৷ কিছুদিন আগে বড় ভাই মারা গিয়েছেন । দীপক কয়েক বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন ৷ কিন্তু তাঁর অত্যাচারে বিরক্ত হয়ে তাঁর স্ত্রীও তাঁকে ছেড়ে চলে যায় ।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত দীপক তাঁর অপরাধ স্বীকার করেছেন । তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁর বিলাসবহুল জীবনের খরচ সামলাতে তাঁদের একটি জমি তাঁর মা বিক্রি করে দিয়েছিলেন ৷ কিন্তু এখন তিনি শেরা কোঠি এলাকার বাড়িটিও বিক্রি করতে চাইছিলেন ৷ এই নিয়ে মায়ের সঙ্গে বিবাদ চলছিল ৷ এই নিয়ে 22 জুলাইও মাকে মারধর করেছিলেন দীপক ৷ সেই সময় ইন্দু দেবী দোতলা থেকে লাফ দিয়েছিলেন ছেলের মারের হাত থেকে বাঁচার জন্য । একই বিবাদের জেরে সোমবার রাতে মত্ত অবস্থায় মাকে মারধর করেন তিনি ৷

পরে ইন্দু দেবী তাঁর মেয়েকে ভিডিয়ো কল করে দীপকের ‘কীর্তি’র কথা জানান ৷ তখন দীপক রেগে ঘুমোতে চলে যান ৷ রাত 1টা নাগাদ দীপককে এসি বন্ধ করে দিতে বলেন ইন্দু দেবী ৷ তখন মা-ছেলের মধ্য়ে ফের ঝামেলা হয় ৷ টিভির ভলিউম বাড়িয়ে মাকে বেধড়ক মারধর করেন দীপক ৷ তাতেই মৃত্যু হয় ইন্দু দেবীর ৷

আরও পড়ুন: 'মেয়েদের প্রেমে পড়লে পস্তাবেন', ভিডিয়োয় দাবি করে আত্মঘাতী নাবালক

পরদিন সকালে দীপকের দুই বোন বাড়িতে আসেন ৷ এসে দেখেন দীপক মায়ের রক্তে ভেজা দেহের পাশেই ঘুমোচ্ছেন ৷ বোনেদের দেখে সেখান থেকে পালিয়ে যান তিনি ৷ পরে পুলিশ এসে তাঁকে বাড়ির সিঁড়ির নিচে খাটের উপর ঘুমন্ত অবস্থায় উদ্ধার করে ৷ তখনই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.