ETV Bharat / bharat

মহিলার মৃতদেহের সঙ্গে বাড়িতেই সপ্তাহখানেক বসবাস মা-ভাইয়ের ! - মৃতদেহ

Mother and Brother living with Woman Dead Body: বিছানার মৃত অবস্থায় পরে দিদি ৷ জানেন না ভাই ৷ সপ্তাহখানেক ধরে এভাবেই একই বাড়িতে মাকে নিয়ে থাকছিলেন তিনি ৷ ঘটনাটি সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য ৷

living with woman dead body
মৃতদেহের সঙ্গে বসবাস
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 12:34 PM IST

Updated : Dec 21, 2023, 2:36 PM IST

হায়দরাবাদ, 21 ডিসেম্বর: এবার ঘটনাস্থল হায়দরাবাদ ৷ বাড়িতেই মৃত্যু হয়েছে অসুস্থ মহিলার ৷ সপ্তাহখানেক ধরে বিছানার উপরে পরে পচাগলা দেহ ৷ সেই মৃতদেহের সঙ্গেই একই বাড়িতে দিনের পর দিন বসবাস করে চলেছেন মানসিকভাবে অসুস্থ মা ও ভাই ৷ পরে প্রতিবেশীর মাধ্যমে বিষয়টি সামনে আসে ৷ এই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের জেডিমেতলা থানার অন্তর্গত চিন্তালে ৷ দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ ৷

স্থানীয় থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতের নাম নুক্কা রাধাকুমারী (45) ৷ তাঁর মা বিজয়লক্ষ্মী এবং ভাই পবন খাম্মাম জেলার সত্থুপল্লী মন্ডলের ভেঙ্কটাপুরম গ্রামের বাসিন্দা ৷ পাঁচ বছর আগে হায়দরাবাদ শহরে এসেছিলেন এবং চিন্থালে একটি ভাড়া বাড়িতে থাকছিলেন তাঁরা ৷ রাধাকুমারীর বিবাহ বিচ্ছেদ হয়েছে 20 বছর আগে । এরপর থেকে তিনি ভাই পবন ও মায়ের কাছেই থাকতেন । রাধাকুমারী বেশ কয়েক বছর ধরে অসুস্থ ৷

তবে অনেক হাসপাতালে চিকিৎসা করালেও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি । এরপর বিগত দু'বছর ধরে তাঁর বাড়িতে চিকিৎসা চলছিল । রাধাকুমারীর ভাই একটি ফার্মা কোম্পানিতে চাকরি করতেন । মায়ের মানসিক অবস্থা ভালো না থাকায় দু'জনের দেখাশোনা করতেন পবনই । তবে ধীরে ধীরে পবনেরও মানসিক অবস্থা খারাপ হতে থাকে এবং দু'মাস আগে সংস্থা তাঁকে কাজ থেকে বরখাস্ত করে দেয় ৷ এরপর থেকেই পবন সম্পূর্ণভাবে বাড়িতে বসে যান ।

পুলিশ জানিয়েছে, এই পরিস্থিতিতে এক সপ্তাহ আগে বিছানায় প্রাণ হারান রাজকুমারী । তবে এই ঘটনার কয়েকদিন পরও পবন বুঝতে পারেননি যে তাঁর দিদির মৃত্যু হয়েছে । এভাবেই একই বাড়িতে মাকে নিয়ে থাকতেন তিনি ৷ বিষয়টি সামনে আসে যখন পাশের বাড়ির যুবক পবনের বাইক নিতে আসে । ওই যুবক প্রায়শই তাঁর বাইক নিয়ে আসতেন ৷

মঙ্গলবার রাতে বাইক নিতে বাড়ির দরজায় ধাক্কা দেন যুবক । পবন দরজা খুলতেই ঘর থেকে তীব্র দুর্গন্ধ বেরিয়ে আসে । যুবক ভেতরে ঢুকে দেখেন রাধাকুমারী বিছানায় পচাগলা অবস্থায় পড়ে রয়েছেন । তিনি যখন পবনকে বলেন, তোমার দিদির মৃত্যু হয়েছে ৷ পবন অদ্ভুত আচরণ করেন ৷ যেন তিনি কিছুই জানেন না ৷ তারপরেই ওই যুবক ভয় পেয়ে পুলিশকে খবর দেন । এমনটাই ওই যুবক দাবি করেছেন ৷ স্থানীয়দের সহায়তায় এরপর পুলিশ দেহটি উদ্ধার করে গান্ধি হাসপাতালে নিয়ে যায় । ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে ৷

হায়দরাবাদ, 21 ডিসেম্বর: এবার ঘটনাস্থল হায়দরাবাদ ৷ বাড়িতেই মৃত্যু হয়েছে অসুস্থ মহিলার ৷ সপ্তাহখানেক ধরে বিছানার উপরে পরে পচাগলা দেহ ৷ সেই মৃতদেহের সঙ্গেই একই বাড়িতে দিনের পর দিন বসবাস করে চলেছেন মানসিকভাবে অসুস্থ মা ও ভাই ৷ পরে প্রতিবেশীর মাধ্যমে বিষয়টি সামনে আসে ৷ এই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের জেডিমেতলা থানার অন্তর্গত চিন্তালে ৷ দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ ৷

স্থানীয় থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতের নাম নুক্কা রাধাকুমারী (45) ৷ তাঁর মা বিজয়লক্ষ্মী এবং ভাই পবন খাম্মাম জেলার সত্থুপল্লী মন্ডলের ভেঙ্কটাপুরম গ্রামের বাসিন্দা ৷ পাঁচ বছর আগে হায়দরাবাদ শহরে এসেছিলেন এবং চিন্থালে একটি ভাড়া বাড়িতে থাকছিলেন তাঁরা ৷ রাধাকুমারীর বিবাহ বিচ্ছেদ হয়েছে 20 বছর আগে । এরপর থেকে তিনি ভাই পবন ও মায়ের কাছেই থাকতেন । রাধাকুমারী বেশ কয়েক বছর ধরে অসুস্থ ৷

তবে অনেক হাসপাতালে চিকিৎসা করালেও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি । এরপর বিগত দু'বছর ধরে তাঁর বাড়িতে চিকিৎসা চলছিল । রাধাকুমারীর ভাই একটি ফার্মা কোম্পানিতে চাকরি করতেন । মায়ের মানসিক অবস্থা ভালো না থাকায় দু'জনের দেখাশোনা করতেন পবনই । তবে ধীরে ধীরে পবনেরও মানসিক অবস্থা খারাপ হতে থাকে এবং দু'মাস আগে সংস্থা তাঁকে কাজ থেকে বরখাস্ত করে দেয় ৷ এরপর থেকেই পবন সম্পূর্ণভাবে বাড়িতে বসে যান ।

পুলিশ জানিয়েছে, এই পরিস্থিতিতে এক সপ্তাহ আগে বিছানায় প্রাণ হারান রাজকুমারী । তবে এই ঘটনার কয়েকদিন পরও পবন বুঝতে পারেননি যে তাঁর দিদির মৃত্যু হয়েছে । এভাবেই একই বাড়িতে মাকে নিয়ে থাকতেন তিনি ৷ বিষয়টি সামনে আসে যখন পাশের বাড়ির যুবক পবনের বাইক নিতে আসে । ওই যুবক প্রায়শই তাঁর বাইক নিয়ে আসতেন ৷

মঙ্গলবার রাতে বাইক নিতে বাড়ির দরজায় ধাক্কা দেন যুবক । পবন দরজা খুলতেই ঘর থেকে তীব্র দুর্গন্ধ বেরিয়ে আসে । যুবক ভেতরে ঢুকে দেখেন রাধাকুমারী বিছানায় পচাগলা অবস্থায় পড়ে রয়েছেন । তিনি যখন পবনকে বলেন, তোমার দিদির মৃত্যু হয়েছে ৷ পবন অদ্ভুত আচরণ করেন ৷ যেন তিনি কিছুই জানেন না ৷ তারপরেই ওই যুবক ভয় পেয়ে পুলিশকে খবর দেন । এমনটাই ওই যুবক দাবি করেছেন ৷ স্থানীয়দের সহায়তায় এরপর পুলিশ দেহটি উদ্ধার করে গান্ধি হাসপাতালে নিয়ে যায় । ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে ৷

আরও পড়ুন:

রবিনসন স্ট্রিটের স্মৃতি ফিরিয়ে বাবার মৃতদেহের সঙ্গে তিনমাস কাটালেন ছেলে

এক বছর ধরে দেহ আগলে! খবর পেয়ে 2 বোনকে সরিয়ে মায়ের কঙ্কাল উদ্ধার পুলিশের

মেয়ের মৃতদেহের সঙ্গে চারদিন কাটালেন মধ্যপ্রদেশের মহিলা

Last Updated : Dec 21, 2023, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.