ETV Bharat / bharat

Mother Kills Son: ছেলেকে শ্বাসরোধ করে হত্যা মানসিক অবসাদগ্রস্ত মায়ের - মানসিক অবসাদ

Mother Strangled to Death Son: 14 বছরের ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করলেন মানসিক অবসাদগ্রস্ত মা ৷ ঘটনাটি রাজস্থানের ৷ ফোন করে খুনের কথা নিজেই জানান পুলিশকে ৷

Mother Kills Son
ছেলেকে শ্বাসরোধ করে হত্যা মায়ের
author img

By

Published : Jul 30, 2023, 7:24 PM IST

ছেলেকে শ্বাসরোধ করে হত্যা মানসিক অবসাদগ্রস্ত মায়ের

উদয়পুর, 30 জুলাই: 14 বছরের ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করলেন মা ৷ এরপর নিজেই ফোন করে সেকথা পুলিশকে জানালেন । মর্মান্তিক ঘটনাটি রাজস্থানের উদয়পুরে ৷ অভিযুক্ত মনীষা পারেককে গ্রেফতার করেছে পুলিশ ৷ কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ছেলেটির মা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে পুলিশ সূত্রের খবর ।

জানা গিয়েছে, কিশোরের বাবা সকালে হাঁটতে বেরিয়েছিলেন ৷ সেসময় বাড়ির উপরের তলায় একাই ছিলেন মা ও ছেলে ৷ নীচের তলায় ছিলেন কিশোরের জেঠু ও ঠাকুরদা-ঠাকুমা ৷ স্বামীর অবর্তমানে ওই সময় মহিলা ছেলের গলায় কাপড়ে বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ ৷ এরপর অভিযুক্ত নিজে অম্বামাতা থানায় ফোন করে পুলিশকে খুনের কথা জানান ৷ এরই মধ্যে মহিলার স্বামী ফিরে এসে দেখেন ঘরের গেট ভিতর থেকে বন্ধ । প্রতিবেশীদের সহায়তায় তিনি বারান্দার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন । তখন তিনি দেখেন স্ত্রীর থেকে খানিকটা দূরে বিছানায় পড়ে রয়েছে ছেলের দেহ । তারপরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও ৷

অম্বামাতা স্টেশন অফিসার হনুবন্ত সিং রাজপুরোহিত-সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি হাসপাতালের মর্গে পাঠান এবং অভিযুক্ত মহিলাকে আটক করেন । ওই পুলিশ আধিকারিক জানান, রবিবার সকালে খবর পেয়েছিলেন অম্বামাতার সহেলি নগরে 14 বছর বয়সি ছেলেকে খুন করেছেন মা মনীষা পারেক । ছেলেকে হত্যার পর ওই মহিলা কন্ট্রোল রুমে ফোন করে পুলিশ পাঠাতে বলেন । কিশোরের গলায় দাগ ছিল । দুটি দড়ির টুকরোও বিছানার কাছ থেকে উদ্ধার হয়েছে । পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে ।

আরও পড়ুন: বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ছেলেকে খুন করল মা, গ্রেফতার 4

সূত্রের খবর, ঘটনার সময় নিহতের বাবা মর্নিং ওয়াক করতে গেলে তাঁকে ফোন করেন মনীষা ৷ তাঁর স্বামীকে তিনি সবজি কিনে আনতে বলেন । পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে ।

ছেলেকে শ্বাসরোধ করে হত্যা মানসিক অবসাদগ্রস্ত মায়ের

উদয়পুর, 30 জুলাই: 14 বছরের ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করলেন মা ৷ এরপর নিজেই ফোন করে সেকথা পুলিশকে জানালেন । মর্মান্তিক ঘটনাটি রাজস্থানের উদয়পুরে ৷ অভিযুক্ত মনীষা পারেককে গ্রেফতার করেছে পুলিশ ৷ কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ছেলেটির মা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে পুলিশ সূত্রের খবর ।

জানা গিয়েছে, কিশোরের বাবা সকালে হাঁটতে বেরিয়েছিলেন ৷ সেসময় বাড়ির উপরের তলায় একাই ছিলেন মা ও ছেলে ৷ নীচের তলায় ছিলেন কিশোরের জেঠু ও ঠাকুরদা-ঠাকুমা ৷ স্বামীর অবর্তমানে ওই সময় মহিলা ছেলের গলায় কাপড়ে বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ ৷ এরপর অভিযুক্ত নিজে অম্বামাতা থানায় ফোন করে পুলিশকে খুনের কথা জানান ৷ এরই মধ্যে মহিলার স্বামী ফিরে এসে দেখেন ঘরের গেট ভিতর থেকে বন্ধ । প্রতিবেশীদের সহায়তায় তিনি বারান্দার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন । তখন তিনি দেখেন স্ত্রীর থেকে খানিকটা দূরে বিছানায় পড়ে রয়েছে ছেলের দেহ । তারপরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও ৷

অম্বামাতা স্টেশন অফিসার হনুবন্ত সিং রাজপুরোহিত-সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি হাসপাতালের মর্গে পাঠান এবং অভিযুক্ত মহিলাকে আটক করেন । ওই পুলিশ আধিকারিক জানান, রবিবার সকালে খবর পেয়েছিলেন অম্বামাতার সহেলি নগরে 14 বছর বয়সি ছেলেকে খুন করেছেন মা মনীষা পারেক । ছেলেকে হত্যার পর ওই মহিলা কন্ট্রোল রুমে ফোন করে পুলিশ পাঠাতে বলেন । কিশোরের গলায় দাগ ছিল । দুটি দড়ির টুকরোও বিছানার কাছ থেকে উদ্ধার হয়েছে । পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে ।

আরও পড়ুন: বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ছেলেকে খুন করল মা, গ্রেফতার 4

সূত্রের খবর, ঘটনার সময় নিহতের বাবা মর্নিং ওয়াক করতে গেলে তাঁকে ফোন করেন মনীষা ৷ তাঁর স্বামীকে তিনি সবজি কিনে আনতে বলেন । পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.