ETV Bharat / bharat

International Women's Day 2023: নারী দিবসের প্রাক্কালে ফিরে দেখা দেশের সেরা রাজনৈতিক চরিত্রদের - জয়া বচ্চন

আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day) উদযাপনের প্রস্তুতি চলছে ৷ আমাদের দেশের রাজনীতিতে বিশেষ কারণে এই 10 নারীকে স্মরণ করা হয় । জেনে নিন তাঁদের সম্পর্কে ৷

আন্তর্জাতিক নারী দিবস
Successful women of Indian Politics
author img

By

Published : Mar 4, 2023, 1:38 PM IST

কলকাতা, 4 মার্চ: মাও সে তুং একবার বলেছিলেন, 'নারী তুমি অর্ধেক আকাশ' । দেশে দেশে কালে কালে ইতিহাস রচনা করেছেন মহিলারা। রাজনীতি থেকে বাণিজ্য, শিল্প থেকে সংস্কৃতি- প্রতিটি ক্ষেত্রে নিজেদের সেরার আসনে প্রতিষ্ঠা করেছন বার বার । কখনও কখনও তাদের কৃতিত্বে ম্লান হয়েছে অনেক কিছুই । সময়ের সঙ্গে সঙ্গে সাফল্যের নতুন নতুন স্তর স্পর্শ করে চলেছেন তাঁরা ।

প্রতি বছর 8 মার্চ দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে (International Women's Day) পালিত হয় সারা বিশ্বে ৷ নারী দিবসে দেশ ও সমাজের প্রতি নারীদের অবদানকে স্মরণ করা হয় এবং নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয় (Most Successful women of the Indian Politics) । এই সময়ে বিশ্ব জুড়ে এমন মহিলাদের স্মরণ করা হয় যারা নিজেদের চিরাচরিত গণ্ডির মধ্যে আটকে রাখেননি ৷ বরং তার বাইরে বেরিয়ে দেশের ও দশের জন্য অবদান রেখেছেন । নিজের মেধা ও কাজের জোরে বিশ্বে নিজের পরিচয় তৈরি করেছে ।

এই দিনটি উপলক্ষ্যে চলুন ভারতীয় রাজনীতিতে সফল মহিলাদের সম্পর্কে কিছু তথ্য দিই ৷ যারা তাদের কাজের ধরন এবং দক্ষতার জোরে দেশে একটি অবস্থান অর্জন করেছিলেন ৷ আজও সকলে তাদের কাজের জন্য তাদের স্মরণ করে । তাঁদের মধ্যে এমন অনেক মহিলাও রয়েছে যারা আজ আমাদের মধ্যে নেই ৷ তবে তাঁদের কাজের কারণে তাঁরা চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন । আন্তর্জাতিক নারী দিবসে আমাদের দেশের রাজনীতিতে সর্বোচ্চ স্থান অর্জনকারী নারীদের কথা বলব ৷ যারা দেশের সংসদ বা বিধানসভায় তাদের আওয়াজ তুলেছেন ৷ জেনে নিই সেরকমই কয়েকজনের সম্পর্কে ৷

Droupadi Murmu
দ্রৌপদী মুর্মু

1. দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu): দ্রৌপদী মুর্মু দেশের আদিবাসী মহিলা রাষ্ট্রপতি ৷ বিজেপির হাত ধরে তিনি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছেন । বিধায়ক হিসেবে দ্রৌপদী মুর্মুর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল 2000 সালে। 2002 সালে নবীন পট্টনায়কের সরকারে তাঁকে মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছিল । কিছুদিন পর তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন । এরপর তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি 18 মে 2015 থেকে 12 জুলাই 2021 পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন । তারপর 25 জুলাই 2022 সালে তিনি দেশের 15তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন ৷ তিনি দেশের প্রথম আদিবাসী মহিলা যিনি সর্বোচ্চ পদে পৌঁছেছেন।

Indira Gandhi
ইন্দিরা গান্ধি

2. ইন্দিরা গান্ধি (Indira Gandhi): জাতীয় রাজনীতিতে সফলতম নারী চরিত্রদের মধ্যে সবচেয়ে বড় নাম ইন্দিরা গান্ধি ৷ দেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী আয়রন লেডি হিসাবে পরিচিত ৷ দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী হিসাবে কাজ করেছিলেন ৷ তাঁর শক্তিশালী ইচ্ছাশক্তি এবং কাজের ধরণে তিনি দেশের প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন । ইন্দিরা গান্ধির দৌলতে তাঁর দল কংগ্রেস বিশেষ পরিচিতি তৈরি করেছে । দেশের রাজনীতিতে ইন্দিরা গান্ধি এমন অনেক কাজ করেছিলেন যা দেশ আজও মনে রেখেছে।

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

3. মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee): মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী মহিলাদের মধ্যে গণ্য করা হয় । কংগ্রেস থেকে তাঁর রাজনৈতিক জীবনের শুরু ৷ এরপর তৃণমূল কংগ্রেস গঠন করেন ৷ দেশের রাজনৈতিতে নিজস্ব পরিচয় তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী ছিলেন ৷ বর্তমানে তিনি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ৷ 20 মে 2011 সাল থেকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ৷ এই সময়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন তৃণমূল সুপ্রিমো । মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে 34 বছরের বাম সরকারকে উৎখাত করেছিলেন এবং তারপর থেকে আজ অবধি তিনি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসাবে রয়েছেন । ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও এখন অবধি মমতা পশ্চিমবঙ্গে তাঁদের রাজনৈতিক দখল বজায় রাখতে সফল হয়েছেন ।

Sushma Swaraj
সুষমা স্বরাজ

4. সুষমা স্বরাজ(Sushma Swaraj): সুষমা স্বরাজ ছিলেন ভারতীয় জনতা পার্টির অন্যতম শক্তিশালী নেত্রী ৷ দলের সূচনা থেকেই এটিকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন । অটল বিহারী বাজপেয়ী, এলকে আডবানী, মুরলি মনোহর জোশীর মতো নেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের রাজনীতিতে বিজেপিকে শক্তিশালীভাবে গড়ে তোলার ক্ষেত্রে সুষমা স্বরাজের বিশেষ ভূমিকা ছিল । দলের নেত্রীদের মধ্যে তিনি ছিলেন শীর্ষস্থানীয় । তিনি ভারতীয় জনতা পার্টির গঠিত প্রতিটি সরকারে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলেছেন । সুষমা স্বরাজ বিরোধী দলের নেত্রীর ভূমিকাও পালন করেন এবং কিছু সময়ের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন । বিদেশ মন্ত্রক, তথ্য সম্প্রচার মন্ত্রক-সহ সমস্ত মন্ত্রকগুলিতে সুষমা স্বরাজের কাজ এখনও মানুষ মনে রেখেছে । 6 অগস্ট 2019 সালে তিনি সকলকে ছেড়ে চিরঘুমের দেশে চলে গিয়েছেন ৷

Nirmala Sitharaman
নির্মলা সীতারমন

5. নির্মলা সীতারমন (Nirmala Sitharaman): নির্মলা সীতারমনকে দেশের প্রথম সর্বক্ষণের মহিলা অর্থমন্ত্রী। তিনি 2006 সালে বিজেপির হাত ধরে রাজনৈতিক যাত্রা শুরু করেন । প্রথম মোদি সরকারে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পালন করেন ৷ তারপর অর্থমন্ত্রী হয়ে দক্ষতার সঙ্গে কাজ করছেন । ফোর্বসের বার্ষিক তালিকায় বিশ্বের 100 জন ক্ষমতাশালী নারীর মধ্যে নির্মলা সীতারামন স্থান পেয়েছেন ।

Sonia Gandhi
সোনিয়া গান্ধি

6. সোনিয়া গান্ধি (Sonia Gandhi): ইন্দিরার মতো সোনিয়া গান্ধিও ভারতীয় রাজনীতির অন্যতম বড় নাম । রাজীব গান্ধির স্ত্রী হিসেবে নেহরু-গান্ধির পরিবারে তাঁর আসা ৷ রাজীবের মৃত্যুর পর সোনিয়া শুধুমাত্র দলের লোকদের অনুরোধে কংগ্রেসের হাল ধরেন ৷ তিনি কংগ্রেস দলের সবচেয়ে দীর্ঘ মেয়াদি মহিলা সভাপতিও ছিলেন । কেন্দ্রে কংগ্রেসের শাসনকালে তিনি ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ)-এর চেয়ারপার্সন হিসেবেও দায়িত্ব পালন করেন । তবে তাঁর আমলেই ক্ষমতাচ্যুত হয় কংগ্রেস।

Meira Kumar
মীরা কুমার

7. মীরা কুমার (Meira Kumar): মীরা কুমারকে কংগ্রেসের দলিত মুখ হিসেবে বিবেচনা করা হয় । তিনি কংগ্রেস দলের অন্যতম প্রধান নেতা । মীরা কুমার 15তম লোকসভায় বিহারের সাসারাম লোকসভা আসন থেকে সংসদের সদস্য হয়ে লোকসভায় প্রবেশ করেছিলেন । তিনি লোকসভার প্রথম মহিলা স্পিকার ৷ 2009 থেকে 2014 পর্যন্ত দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব সামলেছেন বাবু জগজীবন রামের এই মেয়ে । এরপর 2017 সালের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ইউপিএ প্রার্থী হিসাবে রামনাথ কোবিন্দের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ তবে সেখানে তিনি মাত্র 34 শতাংশ ভোট পেয়েছিলেন ।

Jayaram Jayalalithaa
জয়ললিতা

8. জয়ললিতা (Jayaram Jayalalithaa): জয়ললিতাকে দক্ষিণ ভারত থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে একটি বড় নাম হিসাবে বিবেচনা করা হয় ৷ অভিনেত্রী হিসাবে জীবন শুরু করেছিলেন ৷ পরে আসেন রাজনীতিতে । তিনি 14 বছরেরও বেশি সময় ধরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন ৷ রাজনৈতিক ও সামাজিক উন্নতির জন্য অনেক বড় বড় প্রকল্পের সূচনা করেন ।

Mayawati
মায়াবতী

9. মায়াবতী (Mayawati): মায়াবতীকে দেশের রাজনীতিতে দলিতদের নেত্রী হিসেবে বিবেচনা করা হয় । কাশি রামের চিন্তাভাবনা এগিয়ে নিয়ে গিয়ে মায়াবতী বহুজন সমাজ পার্টির প্রধান হিসেবে উত্তরপ্রদেশে চারবার মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন । মায়াবতী দলিতদের উন্নতির জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছিলেন । এর পাশাপাশি তাঁর সময়ে দলিত সমাজের মহাপুরুষদের নামে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান ও স্থাপনা । দলিত সমাজের অনেক মহাপুরুষের নামেও বহু মূর্তি স্থাপন করা হয়েছে বিভিন্ন স্থানে । যদিও এর কারণে তিনি রাজনৈতিক সমালোচনাও কুড়িয়েছেন ৷ কিন্তু তিনি তা পাত্তা না দিয়ে সমাজের মানুষের জন্য অনেক কাজ করেছেন ।

Jaya Bachchan
জয়া বচ্চন

10. জয়া বচ্চন (Jaya Bachchan): যদিও সকলে জয়া বচ্চনকে একজন অভিনেত্রী হিসাবে চেনে ৷ তবে জয়া একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবেও দীর্ঘ সময় কাটিয়েছেন । জয়া ভাদুড়ি বচ্চনকে টানা তিন মেয়াদে সমাজবাদী পার্টির তরফে রাজ্যসভায় পাঠানো হয়েছে । 2004 সালে সমাজবাদী পার্টির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন এই বাঙালি তারকা । তারপর থেকে তিনি একটানা রাজ্যসভার সাংসদ রয়েছেন । সমাজবাদী পার্টির অমর সিংয়ের সঙ্গে তাঁর মত পার্থক্যের পরও দল ছাড়েননি জয়া ।

আরও পড়ুন: নারী দিবস উদযাপনে রামোজি ফিল্ম সিটি, থাকছে মহিলাদের জন্য বিশেষ অফার

কলকাতা, 4 মার্চ: মাও সে তুং একবার বলেছিলেন, 'নারী তুমি অর্ধেক আকাশ' । দেশে দেশে কালে কালে ইতিহাস রচনা করেছেন মহিলারা। রাজনীতি থেকে বাণিজ্য, শিল্প থেকে সংস্কৃতি- প্রতিটি ক্ষেত্রে নিজেদের সেরার আসনে প্রতিষ্ঠা করেছন বার বার । কখনও কখনও তাদের কৃতিত্বে ম্লান হয়েছে অনেক কিছুই । সময়ের সঙ্গে সঙ্গে সাফল্যের নতুন নতুন স্তর স্পর্শ করে চলেছেন তাঁরা ।

প্রতি বছর 8 মার্চ দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে (International Women's Day) পালিত হয় সারা বিশ্বে ৷ নারী দিবসে দেশ ও সমাজের প্রতি নারীদের অবদানকে স্মরণ করা হয় এবং নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয় (Most Successful women of the Indian Politics) । এই সময়ে বিশ্ব জুড়ে এমন মহিলাদের স্মরণ করা হয় যারা নিজেদের চিরাচরিত গণ্ডির মধ্যে আটকে রাখেননি ৷ বরং তার বাইরে বেরিয়ে দেশের ও দশের জন্য অবদান রেখেছেন । নিজের মেধা ও কাজের জোরে বিশ্বে নিজের পরিচয় তৈরি করেছে ।

এই দিনটি উপলক্ষ্যে চলুন ভারতীয় রাজনীতিতে সফল মহিলাদের সম্পর্কে কিছু তথ্য দিই ৷ যারা তাদের কাজের ধরন এবং দক্ষতার জোরে দেশে একটি অবস্থান অর্জন করেছিলেন ৷ আজও সকলে তাদের কাজের জন্য তাদের স্মরণ করে । তাঁদের মধ্যে এমন অনেক মহিলাও রয়েছে যারা আজ আমাদের মধ্যে নেই ৷ তবে তাঁদের কাজের কারণে তাঁরা চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন । আন্তর্জাতিক নারী দিবসে আমাদের দেশের রাজনীতিতে সর্বোচ্চ স্থান অর্জনকারী নারীদের কথা বলব ৷ যারা দেশের সংসদ বা বিধানসভায় তাদের আওয়াজ তুলেছেন ৷ জেনে নিই সেরকমই কয়েকজনের সম্পর্কে ৷

Droupadi Murmu
দ্রৌপদী মুর্মু

1. দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu): দ্রৌপদী মুর্মু দেশের আদিবাসী মহিলা রাষ্ট্রপতি ৷ বিজেপির হাত ধরে তিনি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছেন । বিধায়ক হিসেবে দ্রৌপদী মুর্মুর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল 2000 সালে। 2002 সালে নবীন পট্টনায়কের সরকারে তাঁকে মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছিল । কিছুদিন পর তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন । এরপর তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি 18 মে 2015 থেকে 12 জুলাই 2021 পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন । তারপর 25 জুলাই 2022 সালে তিনি দেশের 15তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন ৷ তিনি দেশের প্রথম আদিবাসী মহিলা যিনি সর্বোচ্চ পদে পৌঁছেছেন।

Indira Gandhi
ইন্দিরা গান্ধি

2. ইন্দিরা গান্ধি (Indira Gandhi): জাতীয় রাজনীতিতে সফলতম নারী চরিত্রদের মধ্যে সবচেয়ে বড় নাম ইন্দিরা গান্ধি ৷ দেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী আয়রন লেডি হিসাবে পরিচিত ৷ দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী হিসাবে কাজ করেছিলেন ৷ তাঁর শক্তিশালী ইচ্ছাশক্তি এবং কাজের ধরণে তিনি দেশের প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন । ইন্দিরা গান্ধির দৌলতে তাঁর দল কংগ্রেস বিশেষ পরিচিতি তৈরি করেছে । দেশের রাজনীতিতে ইন্দিরা গান্ধি এমন অনেক কাজ করেছিলেন যা দেশ আজও মনে রেখেছে।

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

3. মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee): মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী মহিলাদের মধ্যে গণ্য করা হয় । কংগ্রেস থেকে তাঁর রাজনৈতিক জীবনের শুরু ৷ এরপর তৃণমূল কংগ্রেস গঠন করেন ৷ দেশের রাজনৈতিতে নিজস্ব পরিচয় তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী ছিলেন ৷ বর্তমানে তিনি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ৷ 20 মে 2011 সাল থেকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ৷ এই সময়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন তৃণমূল সুপ্রিমো । মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে 34 বছরের বাম সরকারকে উৎখাত করেছিলেন এবং তারপর থেকে আজ অবধি তিনি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসাবে রয়েছেন । ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও এখন অবধি মমতা পশ্চিমবঙ্গে তাঁদের রাজনৈতিক দখল বজায় রাখতে সফল হয়েছেন ।

Sushma Swaraj
সুষমা স্বরাজ

4. সুষমা স্বরাজ(Sushma Swaraj): সুষমা স্বরাজ ছিলেন ভারতীয় জনতা পার্টির অন্যতম শক্তিশালী নেত্রী ৷ দলের সূচনা থেকেই এটিকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন । অটল বিহারী বাজপেয়ী, এলকে আডবানী, মুরলি মনোহর জোশীর মতো নেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের রাজনীতিতে বিজেপিকে শক্তিশালীভাবে গড়ে তোলার ক্ষেত্রে সুষমা স্বরাজের বিশেষ ভূমিকা ছিল । দলের নেত্রীদের মধ্যে তিনি ছিলেন শীর্ষস্থানীয় । তিনি ভারতীয় জনতা পার্টির গঠিত প্রতিটি সরকারে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলেছেন । সুষমা স্বরাজ বিরোধী দলের নেত্রীর ভূমিকাও পালন করেন এবং কিছু সময়ের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন । বিদেশ মন্ত্রক, তথ্য সম্প্রচার মন্ত্রক-সহ সমস্ত মন্ত্রকগুলিতে সুষমা স্বরাজের কাজ এখনও মানুষ মনে রেখেছে । 6 অগস্ট 2019 সালে তিনি সকলকে ছেড়ে চিরঘুমের দেশে চলে গিয়েছেন ৷

Nirmala Sitharaman
নির্মলা সীতারমন

5. নির্মলা সীতারমন (Nirmala Sitharaman): নির্মলা সীতারমনকে দেশের প্রথম সর্বক্ষণের মহিলা অর্থমন্ত্রী। তিনি 2006 সালে বিজেপির হাত ধরে রাজনৈতিক যাত্রা শুরু করেন । প্রথম মোদি সরকারে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পালন করেন ৷ তারপর অর্থমন্ত্রী হয়ে দক্ষতার সঙ্গে কাজ করছেন । ফোর্বসের বার্ষিক তালিকায় বিশ্বের 100 জন ক্ষমতাশালী নারীর মধ্যে নির্মলা সীতারামন স্থান পেয়েছেন ।

Sonia Gandhi
সোনিয়া গান্ধি

6. সোনিয়া গান্ধি (Sonia Gandhi): ইন্দিরার মতো সোনিয়া গান্ধিও ভারতীয় রাজনীতির অন্যতম বড় নাম । রাজীব গান্ধির স্ত্রী হিসেবে নেহরু-গান্ধির পরিবারে তাঁর আসা ৷ রাজীবের মৃত্যুর পর সোনিয়া শুধুমাত্র দলের লোকদের অনুরোধে কংগ্রেসের হাল ধরেন ৷ তিনি কংগ্রেস দলের সবচেয়ে দীর্ঘ মেয়াদি মহিলা সভাপতিও ছিলেন । কেন্দ্রে কংগ্রেসের শাসনকালে তিনি ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ)-এর চেয়ারপার্সন হিসেবেও দায়িত্ব পালন করেন । তবে তাঁর আমলেই ক্ষমতাচ্যুত হয় কংগ্রেস।

Meira Kumar
মীরা কুমার

7. মীরা কুমার (Meira Kumar): মীরা কুমারকে কংগ্রেসের দলিত মুখ হিসেবে বিবেচনা করা হয় । তিনি কংগ্রেস দলের অন্যতম প্রধান নেতা । মীরা কুমার 15তম লোকসভায় বিহারের সাসারাম লোকসভা আসন থেকে সংসদের সদস্য হয়ে লোকসভায় প্রবেশ করেছিলেন । তিনি লোকসভার প্রথম মহিলা স্পিকার ৷ 2009 থেকে 2014 পর্যন্ত দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব সামলেছেন বাবু জগজীবন রামের এই মেয়ে । এরপর 2017 সালের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ইউপিএ প্রার্থী হিসাবে রামনাথ কোবিন্দের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ তবে সেখানে তিনি মাত্র 34 শতাংশ ভোট পেয়েছিলেন ।

Jayaram Jayalalithaa
জয়ললিতা

8. জয়ললিতা (Jayaram Jayalalithaa): জয়ললিতাকে দক্ষিণ ভারত থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে একটি বড় নাম হিসাবে বিবেচনা করা হয় ৷ অভিনেত্রী হিসাবে জীবন শুরু করেছিলেন ৷ পরে আসেন রাজনীতিতে । তিনি 14 বছরেরও বেশি সময় ধরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন ৷ রাজনৈতিক ও সামাজিক উন্নতির জন্য অনেক বড় বড় প্রকল্পের সূচনা করেন ।

Mayawati
মায়াবতী

9. মায়াবতী (Mayawati): মায়াবতীকে দেশের রাজনীতিতে দলিতদের নেত্রী হিসেবে বিবেচনা করা হয় । কাশি রামের চিন্তাভাবনা এগিয়ে নিয়ে গিয়ে মায়াবতী বহুজন সমাজ পার্টির প্রধান হিসেবে উত্তরপ্রদেশে চারবার মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন । মায়াবতী দলিতদের উন্নতির জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছিলেন । এর পাশাপাশি তাঁর সময়ে দলিত সমাজের মহাপুরুষদের নামে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান ও স্থাপনা । দলিত সমাজের অনেক মহাপুরুষের নামেও বহু মূর্তি স্থাপন করা হয়েছে বিভিন্ন স্থানে । যদিও এর কারণে তিনি রাজনৈতিক সমালোচনাও কুড়িয়েছেন ৷ কিন্তু তিনি তা পাত্তা না দিয়ে সমাজের মানুষের জন্য অনেক কাজ করেছেন ।

Jaya Bachchan
জয়া বচ্চন

10. জয়া বচ্চন (Jaya Bachchan): যদিও সকলে জয়া বচ্চনকে একজন অভিনেত্রী হিসাবে চেনে ৷ তবে জয়া একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবেও দীর্ঘ সময় কাটিয়েছেন । জয়া ভাদুড়ি বচ্চনকে টানা তিন মেয়াদে সমাজবাদী পার্টির তরফে রাজ্যসভায় পাঠানো হয়েছে । 2004 সালে সমাজবাদী পার্টির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন এই বাঙালি তারকা । তারপর থেকে তিনি একটানা রাজ্যসভার সাংসদ রয়েছেন । সমাজবাদী পার্টির অমর সিংয়ের সঙ্গে তাঁর মত পার্থক্যের পরও দল ছাড়েননি জয়া ।

আরও পড়ুন: নারী দিবস উদযাপনে রামোজি ফিল্ম সিটি, থাকছে মহিলাদের জন্য বিশেষ অফার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.