নয়াদিল্লি, 25 জানুয়ারি: "সারা বিশ্বেই প্রভাব ফেলেছিল করোনা সংক্রমণ, ভারতও তার ব্যতিক্রম নয় । দেশের অর্থনীতির খুব কম ক্ষেত্রই ছিল, তা করোনাকালে ক্ষতির মুখে পড়েনি । যদিও ইতিমধ্যেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশ । এরই মধ্যে গত বছর ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে । যার সমস্ত কৃতিত্ব আমাদের নেতৃত্ব, বিজ্ঞানী, চিকিৎসক, প্রশাসক এবং করোনা যোদ্ধাদের প্রাপ্য ।" সাধারণতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় জনসাধারণের উদ্দেশ্যে ভাষণে এমনই জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Prez Droupadi Murmu) ।
তিনি বলেন, "এটি অতিমারির চতুর্থ বছর । বিশ্বের বেশিরভাগ অংশে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করেছে । প্রাথমিক পর্যায়ে, করোনা ভারতের অর্থনীতিকেও আঘাত করেছিল । অর্থনীতির বেশিরভাগ খাত করোনার প্রভাব থেকে ঝেড়ে ফেলেছে ।"
নরেন্দ্র মোদি সরকারের প্রশংসাও শোনা গিয়েছে তাঁর মুখে । রাষ্ট্রপতি বলেন, "সরকারের সময়োপযোগী এবং সক্রিয় হস্তক্ষেপের দ্বারা এটি সম্ভব হয়েছে । 'আত্মনির্ভর ভারত' উদ্যোগ, বিশেষত, ব্যাপকভাবে মানুষের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছে । এছাড়াও সেক্টর নির্দিষ্ট প্রণোদনা প্রকল্প রয়েছে । প্রান্তিক ব্যক্তিদেরও স্কিম ও কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের সমস্যা সমাধানে সহায়তা করা হয়েছে । 2020 সালের মার্চ মাসে ঘোষিত 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্না যোজনা' বাস্তবায়নের মাধ্যমে, সরকার এমন এক সময়ে দরিদ্র পরিবারগুলির জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে যখন দেশটি করোনার প্রাদুর্ভাবের প্রেক্ষিতে অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল। 2023 সালের বর্ধিত প্রকল্পের অধীনে 81 কোটি নাগরিক তাদের মাসিক রেশন বিনামূল্যে পান ।"
আরও পড়ুন: বড় স্বপ্ন দেখো, নয়া ও উন্নত ভারতের স্বপ্ন দেখো; বার্তা রাষ্ট্রপতির