ETV Bharat / bharat

Karnataka Exit Polls 2023: কর্ণাটকে বুথ ফেরত সমীক্ষায় বেকায়দায় বিজেপি, এগিয়ে কংগ্রেস - hung assembly in karnataka

বুধবার ছিল কর্ণাটকের বিধানসভা নির্বাচন ৷ ভোটের পর অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে এবার ত্রিশঙ্কু হতে চলেছে এই রাজ্যের ফল ৷ তবে রাজ্যে এতদিন ক্ষমতায় থাকা বিজেপিকে পিছনে ফেলে কংগ্রেসের অনেকটা এগিয়া থাকার আভাস দেওয়া হয়েছে এক্সিট পোলগুলিতে ৷ আসল ফল জানা যাবে 13 মে ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : May 10, 2023, 10:11 PM IST

হায়দরাবাদ, 10 মে: গত 38 বছর অর্থাৎ প্রায় চার দশকের ধারা বজায় রেখেই এবারও কর্ণাটক বিধানসভায় ক্ষমতাসীন দল বদলের ইঙ্গিত ৷ বুধবার ছিল কর্ণাটক বিধানসভার 224 আসনের ভোটগ্রহণ ৷ এদিন ভোটদান পর্ব মিটতেই সামনে এসেছে একাধিক সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থার এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফলাফল ৷ আর এই পূর্বাভাসগুলির সিংহভাগই ইঙ্গিত দিচ্ছে এবার কর্ণাটক বিধানসভা ত্রিশঙ্কু হতে চলেছে ৷ অর্থাৎ কোনও দলই এবার এই রাজ্যে ম্যাজিক ফিগার পাচ্ছে না ৷ তবে প্রায় সবকটি সমীক্ষাতেই এগিয়ে রাখা হয়েছে কংগ্রেসকে ৷ পিছনে পড়েছে রাজ্যের বর্তমান শাসকদল বিজেপি ৷

রাজনৈতিক মহলের মতে, যদি এই সমীক্ষার পূর্বাভাস মিলে যায় সেক্ষেত্রে কংগ্রেস বা বিজেপি কোনও পক্ষই এবার কর্ণাটকে একার জোরে সরকার গড়তে পারবে না ৷ সেক্ষেত্রে বড় ভূমিকা নেবে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার দল জেডি(এস) ৷ অতীতেও এরাজ্যে কংগ্রেস-জেডি(এস) জোট সরকার ছিল ৷ তবে 2018 সালের সেই জোট সরকার বেশিদিন স্থায়ী হয়নি, তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় বিজেপি ৷ উল্লেখ্য, 224 আসনের কর্ণাটক বিধানসভায় ম্যাজিক ফিগার 113 ৷ অর্থাৎ সরকার গড়তে যেকোনও দল বা জোটের পক্ষে নূন্যতম 113 জন বিধায়কের সমর্থন থাকা প্রয়োজন ৷

একনজরে দেখে নেওয়া যাক কয়েকটি বুথ ফেরত সমীক্ষার ফল

টাইমস নাও-ইটিজি : বিজেপিকে 85টি আসন দেওয়া হয়েছে টাইমস নাও-ইটিজি এর সমীক্ষায় ৷ কংগ্রেসকে দেওয়া হয়েছে 113টি আসন ৷ জেডি(এস) 23 ও অন্যান্যরা 3টি আসন পেতে পারে ৷

এবিপি নিউজ-সি ভোটার: এই সমীক্ষা বলছে বিজেপির ঝুলিতে যেতে পারে 83-95টি আসন, কংগ্রেস পেতে পারে 100-112টি আসন ৷ জেডি(এস) 21-29টি ও অন্যান্যরা 2-6টি আসন পেতে পারে ৷

ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়া: এই বুথ ফেরত সমীক্ষা বলছে কর্ণাটকে এবার 62-80টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হবে গেরুয়া শিবিরকে ৷ হাত শিবির পেতে পারে 122-140টি আসন ৷ জেডি(এস) পেতে পারে 20-25টি আসন ৷

ইন্ডিয়া টিভি-সিএনএক্স: এই সমীক্ষা বলছে কর্ণাটকে বিজেপি এবার পাবে 80-90টি আসন ৷ কংগ্রেস পেতে পারে 110-120টি আসন ৷ 20-24 আসনে জয়ী হবেন জেডি(এস) প্রার্থীরা ৷

জি নিউজ-ম্যাট্রিজ: বিজেপিকে 79-94টি আসন দেওয়া হয়েছে এই এক্সিট পোলে ৷ কংগ্রেসকে দেওয়া হয়েছে 103-118টি এসন ৷ দেবগৌড়ার দল পেতে পারে 25-33টি আসন ৷

রিপাবলিক টিভি-পি মার্ক: এই এই সমীক্ষা অনুযায়ী বিজেপি জিততে পারে 85-100টি আসনে ৷ 94-108টি আসন যাবে কংগ্রেসের ঝুলিতে ৷ 24-32টি আসন পেতে পারে জেডি(এস) ৷

ETV Bharat
বিভিন্ন এক্সিট পোলের ফল

উল্লেখ্য, 2018 বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি জিতেছিল 104 আসনে ৷ কংগ্রেস 80টি ও জেডি(এস) 37টি আসন পায় ৷ এরপর জোট বেঁধে সেবার কর্ণাটকে সরকার গড়ে কংগ্রেস ও জেডি(এস) ৷ সেই সরকারের মুখ্যমন্ত্রী হন জেডিএস এর এইচডি কুমারস্বামী ৷ কিন্তু মাত্র 14 মাসেই সেই সরকার পড়ে যায় ৷ সরকার গড়ে বিজেপি ৷ কংগ্রেস ও জেডিএস থেকে বহু বিধায়ক গেরুয়া শিবিরে নাম লেখান ৷ ফলে বিধানসভায় কর্ণাটকে বিজেপির পক্ষে বিধায়ক সংখ্যা ছিল 116, কংগ্রেসের 69 ও জেডি(এস) এর 29 জন ৷

বুথ ফেরত সমীক্ষার ফল সব সময় যে মেলে তা নয় ৷ কিন্তু এই সমীক্ষার মাধ্যমে বাস্তব ফলাফলের আগাম কিছুটা ইঙ্গিত মেলে ৷ অতীতে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে এক্সিট পোলের পূর্বাভাস বাস্তবেও মিলে গিয়েছে ৷ কর্ণাটকের গত 38 বছরের বিধানসভা নির্বাচনের ইতিহাস বলছে ক্ষমতায় থাকা কোনও দলই এই রাজ্যে টানা দ্বিতীয়বার সরকার গড়তে পারেনি ৷ অর্থাৎ ক্ষমতার পালাবদলই এই রাজ্যের ট্রেন্ড ৷

আরও পড়ুন: কর্ণাটকে ভোট পড়ল 66.30 শতাংশ, বুথ ফেরৎ সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত

এবার বুথ ফেরত সমীক্ষাও বিজেপির ফের ক্ষমতায় আসার আভাস দিচ্ছে না ৷ এবারের নির্বাচনে বিজেপির বিপক্ষে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বয়েছে দক্ষিণের এইরাজ্যে ৷ দুর্নীতি ও কমিশনের সরকার বলে গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল কংগ্রেস ৷ পালটা বজরং দল ইস্যুতে মেরুকরণের হাওয়া তুলেছিল বিজেপিও ৷ শেষ বেলায় টানা কয়েকদিন এই রাজ্যে কার্যত ঘাঁটি গেড়ে প্রচার চালান নরেন্দ্র মোদি, অমিত শাহরা ৷ পালটা কংগ্রেসের হয়ে আসরে নেমেছিলেন সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি ৷ 13 তারিখ ভোটের ফল ৷ তারপরেই জানা যাবে বর্তমান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের রাজ্যে ক্ষমতার অলিন্দ থেকে পদ্ম তুলে ফেলতে হাত শিবির সমর্থ হয় কি না ৷

হায়দরাবাদ, 10 মে: গত 38 বছর অর্থাৎ প্রায় চার দশকের ধারা বজায় রেখেই এবারও কর্ণাটক বিধানসভায় ক্ষমতাসীন দল বদলের ইঙ্গিত ৷ বুধবার ছিল কর্ণাটক বিধানসভার 224 আসনের ভোটগ্রহণ ৷ এদিন ভোটদান পর্ব মিটতেই সামনে এসেছে একাধিক সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থার এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফলাফল ৷ আর এই পূর্বাভাসগুলির সিংহভাগই ইঙ্গিত দিচ্ছে এবার কর্ণাটক বিধানসভা ত্রিশঙ্কু হতে চলেছে ৷ অর্থাৎ কোনও দলই এবার এই রাজ্যে ম্যাজিক ফিগার পাচ্ছে না ৷ তবে প্রায় সবকটি সমীক্ষাতেই এগিয়ে রাখা হয়েছে কংগ্রেসকে ৷ পিছনে পড়েছে রাজ্যের বর্তমান শাসকদল বিজেপি ৷

রাজনৈতিক মহলের মতে, যদি এই সমীক্ষার পূর্বাভাস মিলে যায় সেক্ষেত্রে কংগ্রেস বা বিজেপি কোনও পক্ষই এবার কর্ণাটকে একার জোরে সরকার গড়তে পারবে না ৷ সেক্ষেত্রে বড় ভূমিকা নেবে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার দল জেডি(এস) ৷ অতীতেও এরাজ্যে কংগ্রেস-জেডি(এস) জোট সরকার ছিল ৷ তবে 2018 সালের সেই জোট সরকার বেশিদিন স্থায়ী হয়নি, তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় বিজেপি ৷ উল্লেখ্য, 224 আসনের কর্ণাটক বিধানসভায় ম্যাজিক ফিগার 113 ৷ অর্থাৎ সরকার গড়তে যেকোনও দল বা জোটের পক্ষে নূন্যতম 113 জন বিধায়কের সমর্থন থাকা প্রয়োজন ৷

একনজরে দেখে নেওয়া যাক কয়েকটি বুথ ফেরত সমীক্ষার ফল

টাইমস নাও-ইটিজি : বিজেপিকে 85টি আসন দেওয়া হয়েছে টাইমস নাও-ইটিজি এর সমীক্ষায় ৷ কংগ্রেসকে দেওয়া হয়েছে 113টি আসন ৷ জেডি(এস) 23 ও অন্যান্যরা 3টি আসন পেতে পারে ৷

এবিপি নিউজ-সি ভোটার: এই সমীক্ষা বলছে বিজেপির ঝুলিতে যেতে পারে 83-95টি আসন, কংগ্রেস পেতে পারে 100-112টি আসন ৷ জেডি(এস) 21-29টি ও অন্যান্যরা 2-6টি আসন পেতে পারে ৷

ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়া: এই বুথ ফেরত সমীক্ষা বলছে কর্ণাটকে এবার 62-80টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হবে গেরুয়া শিবিরকে ৷ হাত শিবির পেতে পারে 122-140টি আসন ৷ জেডি(এস) পেতে পারে 20-25টি আসন ৷

ইন্ডিয়া টিভি-সিএনএক্স: এই সমীক্ষা বলছে কর্ণাটকে বিজেপি এবার পাবে 80-90টি আসন ৷ কংগ্রেস পেতে পারে 110-120টি আসন ৷ 20-24 আসনে জয়ী হবেন জেডি(এস) প্রার্থীরা ৷

জি নিউজ-ম্যাট্রিজ: বিজেপিকে 79-94টি আসন দেওয়া হয়েছে এই এক্সিট পোলে ৷ কংগ্রেসকে দেওয়া হয়েছে 103-118টি এসন ৷ দেবগৌড়ার দল পেতে পারে 25-33টি আসন ৷

রিপাবলিক টিভি-পি মার্ক: এই এই সমীক্ষা অনুযায়ী বিজেপি জিততে পারে 85-100টি আসনে ৷ 94-108টি আসন যাবে কংগ্রেসের ঝুলিতে ৷ 24-32টি আসন পেতে পারে জেডি(এস) ৷

ETV Bharat
বিভিন্ন এক্সিট পোলের ফল

উল্লেখ্য, 2018 বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি জিতেছিল 104 আসনে ৷ কংগ্রেস 80টি ও জেডি(এস) 37টি আসন পায় ৷ এরপর জোট বেঁধে সেবার কর্ণাটকে সরকার গড়ে কংগ্রেস ও জেডি(এস) ৷ সেই সরকারের মুখ্যমন্ত্রী হন জেডিএস এর এইচডি কুমারস্বামী ৷ কিন্তু মাত্র 14 মাসেই সেই সরকার পড়ে যায় ৷ সরকার গড়ে বিজেপি ৷ কংগ্রেস ও জেডিএস থেকে বহু বিধায়ক গেরুয়া শিবিরে নাম লেখান ৷ ফলে বিধানসভায় কর্ণাটকে বিজেপির পক্ষে বিধায়ক সংখ্যা ছিল 116, কংগ্রেসের 69 ও জেডি(এস) এর 29 জন ৷

বুথ ফেরত সমীক্ষার ফল সব সময় যে মেলে তা নয় ৷ কিন্তু এই সমীক্ষার মাধ্যমে বাস্তব ফলাফলের আগাম কিছুটা ইঙ্গিত মেলে ৷ অতীতে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে এক্সিট পোলের পূর্বাভাস বাস্তবেও মিলে গিয়েছে ৷ কর্ণাটকের গত 38 বছরের বিধানসভা নির্বাচনের ইতিহাস বলছে ক্ষমতায় থাকা কোনও দলই এই রাজ্যে টানা দ্বিতীয়বার সরকার গড়তে পারেনি ৷ অর্থাৎ ক্ষমতার পালাবদলই এই রাজ্যের ট্রেন্ড ৷

আরও পড়ুন: কর্ণাটকে ভোট পড়ল 66.30 শতাংশ, বুথ ফেরৎ সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত

এবার বুথ ফেরত সমীক্ষাও বিজেপির ফের ক্ষমতায় আসার আভাস দিচ্ছে না ৷ এবারের নির্বাচনে বিজেপির বিপক্ষে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বয়েছে দক্ষিণের এইরাজ্যে ৷ দুর্নীতি ও কমিশনের সরকার বলে গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল কংগ্রেস ৷ পালটা বজরং দল ইস্যুতে মেরুকরণের হাওয়া তুলেছিল বিজেপিও ৷ শেষ বেলায় টানা কয়েকদিন এই রাজ্যে কার্যত ঘাঁটি গেড়ে প্রচার চালান নরেন্দ্র মোদি, অমিত শাহরা ৷ পালটা কংগ্রেসের হয়ে আসরে নেমেছিলেন সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি ৷ 13 তারিখ ভোটের ফল ৷ তারপরেই জানা যাবে বর্তমান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের রাজ্যে ক্ষমতার অলিন্দ থেকে পদ্ম তুলে ফেলতে হাত শিবির সমর্থ হয় কি না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.