পানাজি, 21 জানুয়ারি: মাঝ আকাশ থেকে গন্তব্যস্থলে না-গিয়ে বিমানের গতিমুখ পালটে দিলেন বিমানচালক ৷ বিমানে নাকি বোমা রাখা আছে ! এমন একটি ই-মেল এসেছে গোয়ার ডাবোলিম বিমানবন্দরের ডিরেক্টরের কাছে ৷ আর তারপরেই মস্কো থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া একটি বিমান শনিবার ভোরে উজবেকিস্তানের দিকে উড়ে যায় ৷ বিমানে 240 জন যাত্রী ছিলেন ৷ এ নিয়ে দু'সপ্তাহেরও কম সময়ের মধ্যে একই এয়ারলাইন্সের মস্কো-গোয়া রুটের বিমানে এই ঘটনা ঘটল (Goa bound Chartered Flight from Moscow got bomb threat) ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাশিয়ান এয়ারলাইন্স-এর বিমান আজুর এয়ার-এর (Azur Air) দক্ষিণ গোয়ার ডাবোলিম বিমানবন্দরে ভোর 4.15 মিনিট নাগাদ অবতরণের কথা ছিল ৷ তিনি বলেন, "বিমানটির (AZV2463) গতিপথ উজবেকিস্তানের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ ডাবোলিম বিমানবন্দরের ডিরেক্টরের কাছে রাত 12.30 মিনিট নাগাদ একটি ই-মেল আসে ৷ সেখানে লেখা ছিল বিমানে বোমা রাখা আছে ৷ ভারতের আকাশপথে ঢোকার আগেই বিমানটির গতিপথ ঘুরিয়ে দেওয়া হয় ৷ ভোর 4.30 মিনিট নাগাদ বিমানটি উজবেকিস্তানের বিমানবন্দরে অবতরণ করে ৷"
আরও পড়ুন: বন্ধুদের প্রেমের সুযোগ করে দিতে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে ধৃত যুবক
তিনি আরও জানিয়েছেন, বিমানে যাত্রী ছাড়াও 7 জন বিমান কর্মী ছিলেন ৷ এর আগে 9 জানুয়ারি এমনই ঘটনা ঘটেছিল ৷ মস্কো থেকে আসা গোয়াগামী বিমানটিকে জরুরিভিত্তিতে গুজরাতের জামনগর বিমানবন্দরে অবতরণ করে ৷ সেই বিমানটিও আজুর এয়ারের ছিল ৷ সেবার বিমানে বোমা রাখা আছে জানিয়ে একটি মেল এসেছিল রাশিয়ার বিমান সংস্থা আজুর এয়ার-এর কাছে ৷ ডিএসপি সালিম শেখ জানান, এই হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে গোয়া পুলিশ, কুইক রেসপন্স টিম (Quick Response Team, QRT), অ্যান্টি টেররিজম স্কোয়াড (Anti Terrorism Aquad, ATS) এবং ডগ স্কোয়াড মোতায়েন করা হয় বিমানবন্দরে ৷ তিনি বলেন, "অতিরিক্ত পুলিশ বাহিনীও মোয়াতেন করা হয়েছিল বিমানবন্দরে" ৷ এবার অবশ্য বোমা রাখার হুমকি মেলটি আসে গোয়ার ডাবোলিম বিমানবন্দরের ডিরেক্টরের কাছে ৷ বিমানবন্দরের উচ্চাধিকারিক জানিয়েছেন, এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হবে ৷