ETV Bharat / bharat

Morinda Blasphemy Case: ধর্মবিশ্বাসে আঘাত হানায় অভিযুক্ত জসবীর সিং-এর দিকে আদালতে বন্দুক তাক করলেন আইনজীবী - জসবীর সিং

মোরিন্দার ধর্মবিশ্বাসে আঘাত হানায় অভিযুক্ত জসবীর সিং-কে লক্ষ্য করে আদালতে গুলি চালানোর চেষ্টা করলেন আইনজীবী সাহিব সিং ৷ তাঁকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ ৷ জসবীরের বিরুদ্ধে কয়েকদিন আগে মোরিন্দা গুরুদ্বারে দুই শিখ ধর্মযাজককে মারধর এবং গুরু গ্রন্থ সাহিবকে অপমান করার অভিযোগ আনা হয়েছিল ।

Morinda Blasphemy Case ETV Bharat
জসবীর সিং
author img

By

Published : Apr 28, 2023, 1:35 PM IST

মোরিন্দা (পঞ্জাব), 28 এপ্রিল: তীব্র চাঞ্চল্য ছড়াল পঞ্জাবের রূপনগর আদালতে ৷ আচমকা হাতে রিভলভার নিয়ে হামলা চালালেন এক আইনজীবী ৷ তাঁর নিশানায় ছিলেন মোরিন্দা ব্লাসফেমির অর্থাৎ ধর্মীয় অবমাননায় অভিযুক্ত জসবীর সিং ৷ বৃহস্পতিবার বিকেলের এই ঘটনা শোরগোল সৃষ্টি করে রূপনগর আদালতে ৷

মোরিন্দার গুরুদ্বার শ্রী কোতোয়ালি সাহেবে ধর্মবিশ্বাসে আঘাত হানার মামলায় অভিযুক্ত জসবীর সিংকে বৃহস্পতিবার রূপনগর আদালতে পেশ করা হয় ৷ ডিএসপি তালবিন্দর সিংয়ের নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তাঁকে আদালতে পেশ করে ৷

তবে সেখানে যাবতীয় নিরাপত্তার ব্যবস্থাকে স্তম্ভিত করে দিয়েছে ওই ঘটনা ৷ স্থানীয় আইনজীবীরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন, তবে তাঁদের দাবি অভিযুক্ত আইনজীবী জসবীর সিংকে শুধু মারধর করার চেষ্টা করেছিলেন । আসামিকে আদালতে আনার সময় তাঁর উপর রিভারভার নিয়ে হামলা চালান জনৈক আইনজীবী । ফার্সট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাডাম পারুল এই মামলার শুনানি করে আসামিকে আরও দুই দিনের জন্য রিমান্ডে পাঠিয়েছেন । কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্তকে এসডিএম (সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট) অফিসের দিকে নিয়ে যাওয়া হয় ।

জসবীর সিংকে রূপনগর আদালতে পেশ করার সময় তাঁর উপর হামলা চালানোর চেষ্টা করেন সাহেব সিং নামে এক আইনজীবী ৷ তিনি জসবীরের দিকে পিস্তল তাক করেন । তবে পুলিশ সঙ্গে সঙ্গে সেই আইনজীবীকে ধরে ফেলে এবং তাঁর হাত থেকে রিভলভারটি ছিনিয়ে নেয় ।

ধর্ম অবমাননায় অভিযুক্ত জসবীর সিংয়ের নিরাপত্তায় ত্রুটি রয়েছে বলে মনে করা হচ্ছে । জানা গিয়েছে, আইনজীবী সাহেব সিং আগে থেকেই আদালতে উপস্থিত ছিলেন । তিনি যখন দেখেন যে, জসবীর সিংকে পুলিশ হাজির করার জন্য আদালতে নিয়ে এসেছে, তখন তিনি তাঁর উপর হামলা চালান । আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি কীভাবে আদালতে এলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

সাহেব সিং পুলিশের হাতে ধরা পড়েছেন এবং তাঁর ব্যবহৃত রিভলবার বাজেয়াপ্ত করা হয়েছে । কার নামে সেই রিভলভারের লাইসেন্স রয়েছে, নাকি লাইসেন্স ছাড়াই সেই রিভলবার, তা খতিয়ে দেখছে পুলিশ । অভিযুক্ত আইনজীবীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সমস্ত নিয়োগ মামলা থেকে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট

মোরিন্দা (পঞ্জাব), 28 এপ্রিল: তীব্র চাঞ্চল্য ছড়াল পঞ্জাবের রূপনগর আদালতে ৷ আচমকা হাতে রিভলভার নিয়ে হামলা চালালেন এক আইনজীবী ৷ তাঁর নিশানায় ছিলেন মোরিন্দা ব্লাসফেমির অর্থাৎ ধর্মীয় অবমাননায় অভিযুক্ত জসবীর সিং ৷ বৃহস্পতিবার বিকেলের এই ঘটনা শোরগোল সৃষ্টি করে রূপনগর আদালতে ৷

মোরিন্দার গুরুদ্বার শ্রী কোতোয়ালি সাহেবে ধর্মবিশ্বাসে আঘাত হানার মামলায় অভিযুক্ত জসবীর সিংকে বৃহস্পতিবার রূপনগর আদালতে পেশ করা হয় ৷ ডিএসপি তালবিন্দর সিংয়ের নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তাঁকে আদালতে পেশ করে ৷

তবে সেখানে যাবতীয় নিরাপত্তার ব্যবস্থাকে স্তম্ভিত করে দিয়েছে ওই ঘটনা ৷ স্থানীয় আইনজীবীরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন, তবে তাঁদের দাবি অভিযুক্ত আইনজীবী জসবীর সিংকে শুধু মারধর করার চেষ্টা করেছিলেন । আসামিকে আদালতে আনার সময় তাঁর উপর রিভারভার নিয়ে হামলা চালান জনৈক আইনজীবী । ফার্সট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাডাম পারুল এই মামলার শুনানি করে আসামিকে আরও দুই দিনের জন্য রিমান্ডে পাঠিয়েছেন । কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্তকে এসডিএম (সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট) অফিসের দিকে নিয়ে যাওয়া হয় ।

জসবীর সিংকে রূপনগর আদালতে পেশ করার সময় তাঁর উপর হামলা চালানোর চেষ্টা করেন সাহেব সিং নামে এক আইনজীবী ৷ তিনি জসবীরের দিকে পিস্তল তাক করেন । তবে পুলিশ সঙ্গে সঙ্গে সেই আইনজীবীকে ধরে ফেলে এবং তাঁর হাত থেকে রিভলভারটি ছিনিয়ে নেয় ।

ধর্ম অবমাননায় অভিযুক্ত জসবীর সিংয়ের নিরাপত্তায় ত্রুটি রয়েছে বলে মনে করা হচ্ছে । জানা গিয়েছে, আইনজীবী সাহেব সিং আগে থেকেই আদালতে উপস্থিত ছিলেন । তিনি যখন দেখেন যে, জসবীর সিংকে পুলিশ হাজির করার জন্য আদালতে নিয়ে এসেছে, তখন তিনি তাঁর উপর হামলা চালান । আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি কীভাবে আদালতে এলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

সাহেব সিং পুলিশের হাতে ধরা পড়েছেন এবং তাঁর ব্যবহৃত রিভলবার বাজেয়াপ্ত করা হয়েছে । কার নামে সেই রিভলভারের লাইসেন্স রয়েছে, নাকি লাইসেন্স ছাড়াই সেই রিভলবার, তা খতিয়ে দেখছে পুলিশ । অভিযুক্ত আইনজীবীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সমস্ত নিয়োগ মামলা থেকে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.