ETV Bharat / bharat

Ganesh Chaturthi 2022: মুম্বইয়ে বিসর্জনের পালা শুরু, উৎসবের দ্বিতীয় দিনে 60 হাজারেরও বেশি প্রতিমার ভাসান - গণেশ নিরঞ্জন

গণেশ চুতুর্থীর (Ganesh Chaturthi 2022) দ্বিতীয় দিনে মুম্বইয়ে 60 হাজারেরও বেশি গণেশ মূর্তির বিসর্জন (Ganesh Immersion) দেওয়া হল ৷ চোখের জলে বাপ্পাকে বিদায় মুম্বইকরদের ৷

More than 6 thousand idols immersed in Mumbai on the second day of Ganesh Chaturthi 2022
Ganesh Chaturthi 2022: মুম্বইয়ে বিসর্জনের পালা শুরু, উৎসবের দ্বিতীয় দিনে 60 হাজারেরও বেশি প্রতিমার ভাসান
author img

By

Published : Sep 2, 2022, 5:06 PM IST

মুম্বই, 2 সেপ্টেম্বর: গণেশ চুতুর্থীর (Ganesh Chaturthi 2022) মূল পুজো পর্ব মিটে যেতেই মুম্বইয়ে (Mumbai) শুরু হয়ে গেল বিসর্জনের পালা ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, উৎসবের দ্বিতীয় দিনেই বাণিজ্যনগরীতে 60 হাজারেরও বেশি গণেশ মূর্তির বিসর্জন (Ganesh Immersion) দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, মুম্বইয়ে গণেশ চতুর্থীর উৎসব চলে টানা 10 দিন ধরে ৷ এবার সেই প্রক্রিয়া শুরু হয়েছিল গত 31 অগস্ট ৷

শুক্রবার মুম্বইয়ের পৌর প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার সব মিলিয়ে মোট 60 হাজার 473টি গণেশ মূর্তির নিরঞ্জন হয়েছে ৷ এর মধ্যেই অধিকাংশ ক্ষেত্রেই আরব সাগরে (Arabian Sea) বাপ্পাকে বিদায় জানিয়েছেন তাঁর ভক্তরা ৷ এর পাশাপাশি, বিভিন্ন জায়গায় শুধুমাত্র বিসর্জনের জন্যই পুকুর খোঁড়া হয়েছিল ৷ সেখানেও রীতি মেনেই সারা হয়েছে পুরো প্রক্রিয়া ৷ এই বিষয়ে বৃহন্মুম্বই পৌরনিগম (Brihanmumbai Municipal Corporation) বা বিএমসি (BMC)-এর পক্ষ থেকে শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷

আরও পড়ুন: সুখ, সমৃদ্ধি আর সামঞ্জস্যের কামনাতেই পালিত হয় গণেশ চতুর্থী

পৌর কর্তৃক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত বিসর্জন প্রক্রিয়াকে ঘিরে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি ৷ সর্বত্রই শান্তিপূর্ণভাবে নিরঞ্জন সারা হয়েছে ৷ গণপতিকে বিসর্জন দিতে এসে যাতে মুম্বইবাসীকে দীর্ঘ অপেক্ষা না করতে হয়, তা নিশ্চিত করতেই এই বছর 152টি পুকুর ও জলাশয় খোঁড়া হয় ৷ পাশাপাশি, 73টি প্রাকৃতিক জলাশয়েও গণেশের মূর্তি ভাসান দেওয়া হয় ৷ এই উপলক্ষে মুম্বই শহরজুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয় ৷ রাস্তায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ৷ একইসঙ্গে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (National Disaster Response Force) বা এনডিআরএফ (NDRF)-এর সদস্যদেরও রাস্তায় নামানো হয় ৷ যে কোনও পরিস্থিতির জন্য তাঁদের প্রস্তুত থাকতে বলা হয় ৷

এদিকে, গণপতির বিসর্জনের পালা শুরু হতেই মন খারাপ মুম্বইকরদের ৷ বাপ্পা শুধুমাত্র তাঁদের আরাধ্য দেবতা নন ৷ তিনি তাঁদের পরিবারের সদস্যও বটে ৷ সারা বছর তাঁর আগমনের অপেক্ষা করেন মুম্বইবাসী ৷ তাঁর পুজোর জন্য প্রত্যেকেই নিজের সাধ্য মতো আয়েজন করেন ৷ কিন্তু, পুজো পর্ব মিটতে না-মিটতেই এসে যায় বিদায়ের মুহূর্ত ৷ তাই মুম্বইয়ে এখন বিষাদের সুর ৷

মুম্বই, 2 সেপ্টেম্বর: গণেশ চুতুর্থীর (Ganesh Chaturthi 2022) মূল পুজো পর্ব মিটে যেতেই মুম্বইয়ে (Mumbai) শুরু হয়ে গেল বিসর্জনের পালা ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, উৎসবের দ্বিতীয় দিনেই বাণিজ্যনগরীতে 60 হাজারেরও বেশি গণেশ মূর্তির বিসর্জন (Ganesh Immersion) দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, মুম্বইয়ে গণেশ চতুর্থীর উৎসব চলে টানা 10 দিন ধরে ৷ এবার সেই প্রক্রিয়া শুরু হয়েছিল গত 31 অগস্ট ৷

শুক্রবার মুম্বইয়ের পৌর প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার সব মিলিয়ে মোট 60 হাজার 473টি গণেশ মূর্তির নিরঞ্জন হয়েছে ৷ এর মধ্যেই অধিকাংশ ক্ষেত্রেই আরব সাগরে (Arabian Sea) বাপ্পাকে বিদায় জানিয়েছেন তাঁর ভক্তরা ৷ এর পাশাপাশি, বিভিন্ন জায়গায় শুধুমাত্র বিসর্জনের জন্যই পুকুর খোঁড়া হয়েছিল ৷ সেখানেও রীতি মেনেই সারা হয়েছে পুরো প্রক্রিয়া ৷ এই বিষয়ে বৃহন্মুম্বই পৌরনিগম (Brihanmumbai Municipal Corporation) বা বিএমসি (BMC)-এর পক্ষ থেকে শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷

আরও পড়ুন: সুখ, সমৃদ্ধি আর সামঞ্জস্যের কামনাতেই পালিত হয় গণেশ চতুর্থী

পৌর কর্তৃক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত বিসর্জন প্রক্রিয়াকে ঘিরে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি ৷ সর্বত্রই শান্তিপূর্ণভাবে নিরঞ্জন সারা হয়েছে ৷ গণপতিকে বিসর্জন দিতে এসে যাতে মুম্বইবাসীকে দীর্ঘ অপেক্ষা না করতে হয়, তা নিশ্চিত করতেই এই বছর 152টি পুকুর ও জলাশয় খোঁড়া হয় ৷ পাশাপাশি, 73টি প্রাকৃতিক জলাশয়েও গণেশের মূর্তি ভাসান দেওয়া হয় ৷ এই উপলক্ষে মুম্বই শহরজুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয় ৷ রাস্তায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ৷ একইসঙ্গে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (National Disaster Response Force) বা এনডিআরএফ (NDRF)-এর সদস্যদেরও রাস্তায় নামানো হয় ৷ যে কোনও পরিস্থিতির জন্য তাঁদের প্রস্তুত থাকতে বলা হয় ৷

এদিকে, গণপতির বিসর্জনের পালা শুরু হতেই মন খারাপ মুম্বইকরদের ৷ বাপ্পা শুধুমাত্র তাঁদের আরাধ্য দেবতা নন ৷ তিনি তাঁদের পরিবারের সদস্যও বটে ৷ সারা বছর তাঁর আগমনের অপেক্ষা করেন মুম্বইবাসী ৷ তাঁর পুজোর জন্য প্রত্যেকেই নিজের সাধ্য মতো আয়েজন করেন ৷ কিন্তু, পুজো পর্ব মিটতে না-মিটতেই এসে যায় বিদায়ের মুহূর্ত ৷ তাই মুম্বইয়ে এখন বিষাদের সুর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.