ETV Bharat / bharat

UN Report Poorest Wealth Quintile: ভারতে 40 শতাংশেরও বেশি প্রবীণের আর্থিক অবস্থা ভয়াবহ, রিপোর্ট রাষ্ট্রসঙ্ঘের

পেনশন এবং আয়ের অবস্থা বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে, 18.7 শতাংশ বয়স্কদের কোনও রকম আয়ের সূত্রই নেই ৷ এমনকী এই অনুপাত 17টি রাজ্যে জাতীয় স্তরেরও উপরে রয়েছ ৷ যেমন উত্তরাখণ্ডে 19.3 শতাংশ এবং লাক্ষাদ্বীপে 42.4 শতাংশ বয়স্ক মানুষের কোনও আয়ই নেই ৷ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বয়স্ক মহিলাদের মধ্যে বেশি আয়ু, বিভিন্ন দেশের প্যাটার্নের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 10:13 AM IST

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর: ভারতে 40 শতাংশেরও বেশি প্রবীণের আর্থিক পরিস্থিতি মোটেই ভালো নয় ৷ তাঁদের মধ্যে প্রায় 18.7 শতাংশ কোনও রকম আয় ছাড়াই জীবনযাপন করছেন ৷ প্রকাশ্যে এসেছে রাষ্ট্রসংঘের এমনই এক নতুন তথ্য ৷ ইউএনএফপিএ-এর 'ইন্ডিয়া এজিং রিপোর্ট 2023' অনুসারে, বয়স্কদের মধ্যে দারিদ্র্যের এই স্তর তাদের জীবনযাত্রার মান এবং স্বাস্থ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। রিপোর্টে বলা হয়েছে, "সামগ্রিকভাবে, ভারতে প্রবীণদের দুই-পঞ্চমাংশেরও বেশি দরিদ্রতম সম্পদের কুইন্টাইলের মধ্যে রয়েছে ৷ এর মধ্যে জম্মু ও কাশ্মীরে 4.2 শতাংশ এবং পঞ্জাবের 5 শতাংশ থেকে লাক্ষাদ্বীপে 40.2 শতাংশ এবং ছত্তিশগড়ে 47 শতাংশ মানুষ।

তাদের কাজ, পেনশন এবং আয়ের অবস্থা বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে, 18.7 শতাংশ বয়স্কদের কোনও রকম আয়ের সূত্রই নেই ৷ এমনকী এই অনুপাত 17টি রাজ্যে জাতীয় স্তরেরও উপরে রয়েছ ৷ যেমন উত্তরাখণ্ডে 19.3 শতাংশ এবং লাক্ষাদ্বীপে 42.4 শতাংশ বয়স্ক মানুষের কোনও আয়ই নেই ৷ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বয়স্ক মহিলাদের মধ্যে বেশি আয়ু, বিভিন্ন দেশের প্যাটার্নের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ। রিপোর্টে বলা হয়েছে, "60 বছর বয়সে, ভারতে একজন ব্যক্তি আরও 18.3 বছর বাঁচার আশা করতে পারেন ৷ যা পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে বেশি ৷ পুরুষদের ক্ষেত্রে 17 বছর হলে মহিলাদের ক্ষেত্রে তা 19 বছর হতে পারে ৷"

এক্ষেত্রে বলা যায়, হিমাচল প্রদেশ এবং কেরালায় 60 বছর বয়সী মহিলাদের যথাক্রমে 23 এবং 22 বছর আয়ু থাকে ৷ যা এই রাজ্যগুলিতে 60 বছরে পুরুষদের থেকে চার বছর বেশি ৷ যেখানে জাতীয় গড় পার্থক্য মাত্র 1.5 বছর ৷ রাজস্থান, হরিয়ানা, গুজরাত, উত্তরাখণ্ড, কেরল, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের মতো রাজ্যগুলিতে 60 বছরে মহিলাদের আয়ু 20 বছরের বেশি ৷ যা তাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উদ্বেগের কারণ ৷

বয়স্ক মহিলাদের বিধবা হওয়ার সম্ভাবনা বেশি থাকে ৷ একা থাকা, কোনও আয় না থাকা, তাদের নিজস্ব সম্পদ কম থাকা এবং পরিবারের উপর সম্পূর্ণ নির্ভরশীল হতে হয় এদের ৷ বয়স্ক মহিলাদের মধ্যে বৈধব্যের ঘটনা এবং উচ্চ আয়ু ভারতের প্রধান জনসংখ্যাগত বৈশিষ্ট্য। বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, "বয়স্ক বিধবা মহিলারা প্রায়শই সামান্য সহায়তার সঙ্গে একা থাকেন ৷ তাদের মধ্যে অসুস্থ হওয়ার ঘটনাও ব্যাপক হারে বাড়তে থাকে ৷" প্রতিবেদনে আরও বলা হয়েছে, 1991 সাল থেকে বয়স্কদের মধ্যে লিঙ্গ অনুপাত ক্রমাগতভাবে বেড়ে চলেছে, যখন সাধারণ জনগণের লিঙ্গ অনুপাত একই রয়ে গেছে।

লিঙ্গ অনুপাত এক হাজার-এর বেশি পুরুষদের তুলনায় অনেক বেশি বয়স্ক মহিলাদের বোঝায় ৷ 2011 থেকে 2021 সালের মধ্যে, কেন্দ্রশাসিত অঞ্চল এবং পশ্চিম ভারত ব্যতীত সমগ্র ভারতে এবং সমস্ত অঞ্চলে অনুপাত বৃদ্ধি পেয়েছে। উত্তর-পূর্ব এবং পূর্বে, অনুপাত বৃদ্ধি পেলেও, উভয় বছরে এটি এক হাজার-এর নীচে ছিল, যা নির্দেশ করে যে পুরুষরা এখনও 60-এর বেশি বছর বয়সেও এই অঞ্চলে মহিলাদের চেয়ে বেশি।

আরও পড়ুন: বেকারত্ব বেড়ে যাওয়ার কারণেই কুলির পেশা বেছে নিচ্ছে অনেকে, ভিডিয়ো শেয়ার করে দাবি রাহুলের

রিপোর্টে বলা হয়েছে, "ঘটনা হল মধ্য ভারতে যেখানে লিঙ্গ অনুপাত 2011 সালে 973 থেকে 2021 সালে এক হাজার 53-এ গিয়ে দাঁড়িয়েছে, যা বোঝায় যে মহিলারা 60 বছর ধরে বেঁচে থাকার ক্ষেত্রে পুরুষদের তুলনায় অনেক এগিয়ে গিয়েছে ৷" প্রতিবেদনে 2014 থেকে 2021 সাল পর্যন্ত কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগের অধীনে বয়স্কদের জন্য 1259.6 বিলিয়ন অর্থ ব্যয় করা হয়েছে, যা সাত বছরে 182 শতাংশ বৃদ্ধি পেয়েছে। (খবর সূত্র: পিটিআই)

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর: ভারতে 40 শতাংশেরও বেশি প্রবীণের আর্থিক পরিস্থিতি মোটেই ভালো নয় ৷ তাঁদের মধ্যে প্রায় 18.7 শতাংশ কোনও রকম আয় ছাড়াই জীবনযাপন করছেন ৷ প্রকাশ্যে এসেছে রাষ্ট্রসংঘের এমনই এক নতুন তথ্য ৷ ইউএনএফপিএ-এর 'ইন্ডিয়া এজিং রিপোর্ট 2023' অনুসারে, বয়স্কদের মধ্যে দারিদ্র্যের এই স্তর তাদের জীবনযাত্রার মান এবং স্বাস্থ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। রিপোর্টে বলা হয়েছে, "সামগ্রিকভাবে, ভারতে প্রবীণদের দুই-পঞ্চমাংশেরও বেশি দরিদ্রতম সম্পদের কুইন্টাইলের মধ্যে রয়েছে ৷ এর মধ্যে জম্মু ও কাশ্মীরে 4.2 শতাংশ এবং পঞ্জাবের 5 শতাংশ থেকে লাক্ষাদ্বীপে 40.2 শতাংশ এবং ছত্তিশগড়ে 47 শতাংশ মানুষ।

তাদের কাজ, পেনশন এবং আয়ের অবস্থা বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে, 18.7 শতাংশ বয়স্কদের কোনও রকম আয়ের সূত্রই নেই ৷ এমনকী এই অনুপাত 17টি রাজ্যে জাতীয় স্তরেরও উপরে রয়েছ ৷ যেমন উত্তরাখণ্ডে 19.3 শতাংশ এবং লাক্ষাদ্বীপে 42.4 শতাংশ বয়স্ক মানুষের কোনও আয়ই নেই ৷ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বয়স্ক মহিলাদের মধ্যে বেশি আয়ু, বিভিন্ন দেশের প্যাটার্নের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ। রিপোর্টে বলা হয়েছে, "60 বছর বয়সে, ভারতে একজন ব্যক্তি আরও 18.3 বছর বাঁচার আশা করতে পারেন ৷ যা পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে বেশি ৷ পুরুষদের ক্ষেত্রে 17 বছর হলে মহিলাদের ক্ষেত্রে তা 19 বছর হতে পারে ৷"

এক্ষেত্রে বলা যায়, হিমাচল প্রদেশ এবং কেরালায় 60 বছর বয়সী মহিলাদের যথাক্রমে 23 এবং 22 বছর আয়ু থাকে ৷ যা এই রাজ্যগুলিতে 60 বছরে পুরুষদের থেকে চার বছর বেশি ৷ যেখানে জাতীয় গড় পার্থক্য মাত্র 1.5 বছর ৷ রাজস্থান, হরিয়ানা, গুজরাত, উত্তরাখণ্ড, কেরল, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের মতো রাজ্যগুলিতে 60 বছরে মহিলাদের আয়ু 20 বছরের বেশি ৷ যা তাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উদ্বেগের কারণ ৷

বয়স্ক মহিলাদের বিধবা হওয়ার সম্ভাবনা বেশি থাকে ৷ একা থাকা, কোনও আয় না থাকা, তাদের নিজস্ব সম্পদ কম থাকা এবং পরিবারের উপর সম্পূর্ণ নির্ভরশীল হতে হয় এদের ৷ বয়স্ক মহিলাদের মধ্যে বৈধব্যের ঘটনা এবং উচ্চ আয়ু ভারতের প্রধান জনসংখ্যাগত বৈশিষ্ট্য। বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, "বয়স্ক বিধবা মহিলারা প্রায়শই সামান্য সহায়তার সঙ্গে একা থাকেন ৷ তাদের মধ্যে অসুস্থ হওয়ার ঘটনাও ব্যাপক হারে বাড়তে থাকে ৷" প্রতিবেদনে আরও বলা হয়েছে, 1991 সাল থেকে বয়স্কদের মধ্যে লিঙ্গ অনুপাত ক্রমাগতভাবে বেড়ে চলেছে, যখন সাধারণ জনগণের লিঙ্গ অনুপাত একই রয়ে গেছে।

লিঙ্গ অনুপাত এক হাজার-এর বেশি পুরুষদের তুলনায় অনেক বেশি বয়স্ক মহিলাদের বোঝায় ৷ 2011 থেকে 2021 সালের মধ্যে, কেন্দ্রশাসিত অঞ্চল এবং পশ্চিম ভারত ব্যতীত সমগ্র ভারতে এবং সমস্ত অঞ্চলে অনুপাত বৃদ্ধি পেয়েছে। উত্তর-পূর্ব এবং পূর্বে, অনুপাত বৃদ্ধি পেলেও, উভয় বছরে এটি এক হাজার-এর নীচে ছিল, যা নির্দেশ করে যে পুরুষরা এখনও 60-এর বেশি বছর বয়সেও এই অঞ্চলে মহিলাদের চেয়ে বেশি।

আরও পড়ুন: বেকারত্ব বেড়ে যাওয়ার কারণেই কুলির পেশা বেছে নিচ্ছে অনেকে, ভিডিয়ো শেয়ার করে দাবি রাহুলের

রিপোর্টে বলা হয়েছে, "ঘটনা হল মধ্য ভারতে যেখানে লিঙ্গ অনুপাত 2011 সালে 973 থেকে 2021 সালে এক হাজার 53-এ গিয়ে দাঁড়িয়েছে, যা বোঝায় যে মহিলারা 60 বছর ধরে বেঁচে থাকার ক্ষেত্রে পুরুষদের তুলনায় অনেক এগিয়ে গিয়েছে ৷" প্রতিবেদনে 2014 থেকে 2021 সাল পর্যন্ত কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগের অধীনে বয়স্কদের জন্য 1259.6 বিলিয়ন অর্থ ব্যয় করা হয়েছে, যা সাত বছরে 182 শতাংশ বৃদ্ধি পেয়েছে। (খবর সূত্র: পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.