ETV Bharat / bharat

Ganesh Chaturthi 2022: উৎসব শেষ, বিসর্জনের আবহে মুম্বইজুড়ে বিষাদের সুর

10 দিনের উৎসব শেষ ৷ গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2022) পালা সাঙ্গ হতেই শুরু বিদায় বেলা ৷ মুম্বইয়ে (Mumbai) শনিবার সকাল পর্যন্ত 38 হাজারেরও বেশি গণেশ মূর্তি বিসর্জন (Ganesh Idol Immersion) দেওয়া হয়েছে ৷ জানাল বিএমসি (BMC) কর্তৃপক্ষ ৷

more than 38000 idols immersed till Saturday morning in Mumbai after completing of Ganesh Chaturthi 2022
Ganesh Chaturthi 2022: উৎসব শেষ, বিসর্জনের আবহে মুম্বইজুড়ে বিষাদের সুর
author img

By

Published : Sep 10, 2022, 2:38 PM IST

মুম্বই, 10 সেপ্টেম্বর: 10 দিন ধরে চলা গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2022) উৎসব শেষ হয়েছে শুক্রবার ৷ তথ্য বলছে, তারপর থেকে শনিবার সকাল পর্যন্ত মুম্বইয়ে (Mumbai) সব মিলিয়ে 38 হাজারেরও বেশি গণেশ মূর্তি বিসর্জন (Ganesh Idol Immersion) দেওয়া হয়েছে ৷ আরব সাগর ছাড়াও বিভিন্ন জলাশয়, পুকুর প্রভৃতিতে সারা হয়েছে নিরঞ্জনের প্রক্রিয়া ৷ এর মধ্যে দক্ষিণ মুম্বইয়ে মূলত গিরগাঁও সৈকতেই মূর্তি বিসর্জন দিয়েছেন গণেশ ভক্তরা ৷ তার মধ্য়ে লালবাউচা রাজা, গণেশ গাল্লি-সহ মুম্বইয়ের বড় এবং নামজাদা পুজোগুলির প্রতিমাও রয়েছে ৷ এছাড়াও শিবাজি পার্ক, বান্দ্রা, জুহু এবং মালাডের সমুদ্র সৈকতেও লাগাতার নিরঞ্জনের প্রক্রিয়া চলেছে ৷ শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এই জায়গাগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ সঙ্গে ছিল বিষাদের আবহ ৷

প্রসঙ্গত, করোনা আবহে 2020 এবং 2021 সালে গণেশ চতুর্থীর উৎসব পালন করতে পারেননি মুম্বইকররা ৷ তাই এবছরের পুজো নিয়ে বাড়তি উন্মাদনা ছিল ৷ মুম্বই পৌর প্রশাসনের হিসাবে অনুসারে, শনিবার সকাল 9টা পর্যন্ত মুম্বইয়ে সব মিলিয়ে 38 হাজার 214টি গণেশ মূর্তির বিসর্জন দেওয়া হয়েছে ৷ যার মধ্য়ে বাড়ির পুজোর মূর্তি সংখ্যা ছিল 31 হাজার 259টি এবং সর্বজনীন পুজোর প্রতিমা ছিল 6 হাজার 647টি ৷ এছাড়াও দেবী গৌরীর 308টি মূর্তি এই সময়ের মধ্যেই বিসর্জন দেওয়া হয় ৷

আরও পড়ুন: হরিয়ানায় গণেশ পুজোর বিসর্জনে ডুবে মৃত্যু 6 জনের

প্রতিমা নিরঞ্জনের জন্য সৈকতের ভিড় কমাতে মুম্বই শহরের বিভিন্ন জায়গায় অস্থায়ী জলাশয় ও পুকুর খোঁড়া হয়েছিল ৷ এই সমস্ত জলাশয় ও পুকুরে শনিবার সকাল পর্যন্ত মোট 9 হাজার 751টি মূর্তি বিসর্জন দেওয়া হয়েছে ৷ যার মধ্যে সর্বজনীন পুজোর মূর্তি ছিল 796টি ৷ প্রসঙ্গত, মুম্বইয়ে সবথেকে জনপ্রিয় এবং বিরাট আকারের গণেশ মূর্তিগুলির মধ্যে অন্যতম হল লালবাউগচা রাজা ৷ শনিবার সকাল 9টা 15 মিনিটে সেই পুজোর মূর্তি নিরঞ্জন করা হয় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিসর্জন উপলক্ষে উদ্যোক্তাদের তরফে বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয় ৷ তাতে অংশ নেন হাজার হাজার মানুষ ৷ বাপ্পার মূর্তির সঙ্গেই সেই শোভাযাত্রা পৌঁছয় গিরগাঁও সৈকতে ৷ তারপর শুরু হয় নিরঞ্জনের প্রক্রিয়া ৷

বিএমসি (BMC)-এর তরফ থেকে জানানো হয়েছে, গণেশ বিসর্জন উপলক্ষে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷ তবে, শনিবার দুপুর পর্যন্ত নিরঞ্জনের পাট চোকেনি ৷ পৌর কর্তৃপক্ষের হিসাব বলছে, আরও কয়েক ঘণ্টা এই প্রক্রিয়া চলবে ৷ তাদের আশা, এই শেষ কয়েক ঘণ্টাও নির্বিঘ্নেই কেটে যাবে ৷ প্রসঙ্গত, গণেশ বিসর্জন উপলক্ষে শনিবার মুম্বইয়ের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় ৷ নিরাপত্তায় মোতায়েন করা হয় 20 হাজারেরও বেশি পুলিশকর্মী ৷

মুম্বই, 10 সেপ্টেম্বর: 10 দিন ধরে চলা গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2022) উৎসব শেষ হয়েছে শুক্রবার ৷ তথ্য বলছে, তারপর থেকে শনিবার সকাল পর্যন্ত মুম্বইয়ে (Mumbai) সব মিলিয়ে 38 হাজারেরও বেশি গণেশ মূর্তি বিসর্জন (Ganesh Idol Immersion) দেওয়া হয়েছে ৷ আরব সাগর ছাড়াও বিভিন্ন জলাশয়, পুকুর প্রভৃতিতে সারা হয়েছে নিরঞ্জনের প্রক্রিয়া ৷ এর মধ্যে দক্ষিণ মুম্বইয়ে মূলত গিরগাঁও সৈকতেই মূর্তি বিসর্জন দিয়েছেন গণেশ ভক্তরা ৷ তার মধ্য়ে লালবাউচা রাজা, গণেশ গাল্লি-সহ মুম্বইয়ের বড় এবং নামজাদা পুজোগুলির প্রতিমাও রয়েছে ৷ এছাড়াও শিবাজি পার্ক, বান্দ্রা, জুহু এবং মালাডের সমুদ্র সৈকতেও লাগাতার নিরঞ্জনের প্রক্রিয়া চলেছে ৷ শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এই জায়গাগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ সঙ্গে ছিল বিষাদের আবহ ৷

প্রসঙ্গত, করোনা আবহে 2020 এবং 2021 সালে গণেশ চতুর্থীর উৎসব পালন করতে পারেননি মুম্বইকররা ৷ তাই এবছরের পুজো নিয়ে বাড়তি উন্মাদনা ছিল ৷ মুম্বই পৌর প্রশাসনের হিসাবে অনুসারে, শনিবার সকাল 9টা পর্যন্ত মুম্বইয়ে সব মিলিয়ে 38 হাজার 214টি গণেশ মূর্তির বিসর্জন দেওয়া হয়েছে ৷ যার মধ্য়ে বাড়ির পুজোর মূর্তি সংখ্যা ছিল 31 হাজার 259টি এবং সর্বজনীন পুজোর প্রতিমা ছিল 6 হাজার 647টি ৷ এছাড়াও দেবী গৌরীর 308টি মূর্তি এই সময়ের মধ্যেই বিসর্জন দেওয়া হয় ৷

আরও পড়ুন: হরিয়ানায় গণেশ পুজোর বিসর্জনে ডুবে মৃত্যু 6 জনের

প্রতিমা নিরঞ্জনের জন্য সৈকতের ভিড় কমাতে মুম্বই শহরের বিভিন্ন জায়গায় অস্থায়ী জলাশয় ও পুকুর খোঁড়া হয়েছিল ৷ এই সমস্ত জলাশয় ও পুকুরে শনিবার সকাল পর্যন্ত মোট 9 হাজার 751টি মূর্তি বিসর্জন দেওয়া হয়েছে ৷ যার মধ্যে সর্বজনীন পুজোর মূর্তি ছিল 796টি ৷ প্রসঙ্গত, মুম্বইয়ে সবথেকে জনপ্রিয় এবং বিরাট আকারের গণেশ মূর্তিগুলির মধ্যে অন্যতম হল লালবাউগচা রাজা ৷ শনিবার সকাল 9টা 15 মিনিটে সেই পুজোর মূর্তি নিরঞ্জন করা হয় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিসর্জন উপলক্ষে উদ্যোক্তাদের তরফে বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয় ৷ তাতে অংশ নেন হাজার হাজার মানুষ ৷ বাপ্পার মূর্তির সঙ্গেই সেই শোভাযাত্রা পৌঁছয় গিরগাঁও সৈকতে ৷ তারপর শুরু হয় নিরঞ্জনের প্রক্রিয়া ৷

বিএমসি (BMC)-এর তরফ থেকে জানানো হয়েছে, গণেশ বিসর্জন উপলক্ষে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷ তবে, শনিবার দুপুর পর্যন্ত নিরঞ্জনের পাট চোকেনি ৷ পৌর কর্তৃপক্ষের হিসাব বলছে, আরও কয়েক ঘণ্টা এই প্রক্রিয়া চলবে ৷ তাদের আশা, এই শেষ কয়েক ঘণ্টাও নির্বিঘ্নেই কেটে যাবে ৷ প্রসঙ্গত, গণেশ বিসর্জন উপলক্ষে শনিবার মুম্বইয়ের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় ৷ নিরাপত্তায় মোতায়েন করা হয় 20 হাজারেরও বেশি পুলিশকর্মী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.