ETV Bharat / bharat

Border Dispute: কর্নাটক-মহারাষ্ট্র সীমানা বিবাদে বন্ধ 300 বাস, দুর্ভোগে যাত্রীরা - কর্নাটক পুলিশ

মহারাষ্ট্র ও কর্নাটকের মধ্যে সীমানা বিবাদ (Border Dispute) চলছে ৷ এই নিয়ে দুই রাজ্যের মধ্যে বাস চলাচলে প্রভাব পড়েছে ৷ সমস্যায় পড়েছেন যাত্রীরা ৷

More than 300 buses stopped plying between Karnataka-Maharashtra following border dispute escalation
Border Dispute: কর্নাটক-মহারাষ্ট্র সীমানা বিবাদে বন্ধ 300 বাস, দুর্ভোগে যাত্রীরা
author img

By

Published : Nov 25, 2022, 7:16 PM IST

বেলগাভি (কর্নাটক), 25 নভেম্বর: সীমানা নিয়ে লড়াই (Border Dispute) শুরু হয়েছে কর্নাটক (Karnataka) ও মহারাষ্ট্রের (Maharashtra) মধ্য়ে ৷ তার জেরে দুর্ভোগের মুখে পড়তে হল যাত্রীদের ৷ অভিযোগ, সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে মহারাষ্ট্রে আটকে দেওয়া হয়েছে 300টি বাস ৷ যে বাসগুলি ওই রাজ্য থেকে কর্নাটকের বেলগাভিতে আসার কথা ছিল ৷ এর জেরে বেলগাভি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা কর্নাটক প্রশাসনের ৷ তাই তারা সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করেছে ৷

অভিযোগ, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার দুয়ান্দ গ্রামে কিছু আন্দোলনকারী কর্নাটক সরকারের (Karnataka Government) বাসে কালো কালি দিয়ে রং করে দেয় ৷ ওই আন্দোলনকারীরা মারাঠিদের জন্য দাবি আদায়ে কাজ করে ৷ এই ঘটনার জেরেই আশঙ্কা তৈরি হয় যে বেলগাভিতে মহারাষ্ট্রের বাসগুলির উপর একই ঘটনা ঘটতে পারে ৷ তাই ওই বাস স্ট্যান্ডে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় ৷

কানাড়া-পক্ষ সংগঠনগুলিকে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটানোর জন্য সতর্কবার্তা দিয়েছে কর্নাটক পুলিশ (Karnataka Police) ৷ তবে ওই রাজ্যের বাসগুলি চলাচল করছে ৷ তা মহারাষ্ট্রে যাচ্ছে আবার ফিরে আসছে ৷ কিন্তু মহারাষ্ট্র থেকে কর্নাটকের বেলগাভি, চিক্কোডি এলাকাগুলিতে যে বাসগুলি আসে, সেগুলিকে আপাতত বন্ধ করে দিয়েছে ওই রাজ্যের পরিবহণ নিগম ৷

এদিকে সীমানা নিয়ে দ্বন্দ্ব গত কয়েকদিন ধরে চলছে ৷ মহারাষ্ট্রের দাবি, কর্নাটকের বেলগাম বা বেলগাভি জেলা ও ওই রাজ্যের মারাঠি ভাষায় কথা বলা হয় এমন 80টি গ্রাম ওই রাজ্যের ৷ কর্নাটক এই দাবিকে খারিজ করে দিয়েছে ৷ তাদের আবার দাবি, মহারাষ্ট্রের সোলাপুরের মতো যে এলাকাগুলিতে কানাড়াভাষীদের সংখ্যা বেশি, সেগুলিকে কর্নাটকের সঙ্গে জুড়ে দিতে হবে ৷ এই নিয়ে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই বিবৃতি দিয়েছে ৷ বৃহস্পতিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Karnataka CM Basavaraj Bommai) জানিয়েছিলেন যে মহারাষ্ট্রের সঙ্গে এই সমস্যা মেটাতে সর্বদলীয় বৈঠক ডাকা হবে ৷

আরও পড়ুন: হিন্দু রীতি মেনে কর্ণাটকের অটোচালকের সঙ্গে গাঁটছড়া বেলজিয়ামের কন্যের

বেলগাভি (কর্নাটক), 25 নভেম্বর: সীমানা নিয়ে লড়াই (Border Dispute) শুরু হয়েছে কর্নাটক (Karnataka) ও মহারাষ্ট্রের (Maharashtra) মধ্য়ে ৷ তার জেরে দুর্ভোগের মুখে পড়তে হল যাত্রীদের ৷ অভিযোগ, সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে মহারাষ্ট্রে আটকে দেওয়া হয়েছে 300টি বাস ৷ যে বাসগুলি ওই রাজ্য থেকে কর্নাটকের বেলগাভিতে আসার কথা ছিল ৷ এর জেরে বেলগাভি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা কর্নাটক প্রশাসনের ৷ তাই তারা সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করেছে ৷

অভিযোগ, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার দুয়ান্দ গ্রামে কিছু আন্দোলনকারী কর্নাটক সরকারের (Karnataka Government) বাসে কালো কালি দিয়ে রং করে দেয় ৷ ওই আন্দোলনকারীরা মারাঠিদের জন্য দাবি আদায়ে কাজ করে ৷ এই ঘটনার জেরেই আশঙ্কা তৈরি হয় যে বেলগাভিতে মহারাষ্ট্রের বাসগুলির উপর একই ঘটনা ঘটতে পারে ৷ তাই ওই বাস স্ট্যান্ডে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় ৷

কানাড়া-পক্ষ সংগঠনগুলিকে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটানোর জন্য সতর্কবার্তা দিয়েছে কর্নাটক পুলিশ (Karnataka Police) ৷ তবে ওই রাজ্যের বাসগুলি চলাচল করছে ৷ তা মহারাষ্ট্রে যাচ্ছে আবার ফিরে আসছে ৷ কিন্তু মহারাষ্ট্র থেকে কর্নাটকের বেলগাভি, চিক্কোডি এলাকাগুলিতে যে বাসগুলি আসে, সেগুলিকে আপাতত বন্ধ করে দিয়েছে ওই রাজ্যের পরিবহণ নিগম ৷

এদিকে সীমানা নিয়ে দ্বন্দ্ব গত কয়েকদিন ধরে চলছে ৷ মহারাষ্ট্রের দাবি, কর্নাটকের বেলগাম বা বেলগাভি জেলা ও ওই রাজ্যের মারাঠি ভাষায় কথা বলা হয় এমন 80টি গ্রাম ওই রাজ্যের ৷ কর্নাটক এই দাবিকে খারিজ করে দিয়েছে ৷ তাদের আবার দাবি, মহারাষ্ট্রের সোলাপুরের মতো যে এলাকাগুলিতে কানাড়াভাষীদের সংখ্যা বেশি, সেগুলিকে কর্নাটকের সঙ্গে জুড়ে দিতে হবে ৷ এই নিয়ে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই বিবৃতি দিয়েছে ৷ বৃহস্পতিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Karnataka CM Basavaraj Bommai) জানিয়েছিলেন যে মহারাষ্ট্রের সঙ্গে এই সমস্যা মেটাতে সর্বদলীয় বৈঠক ডাকা হবে ৷

আরও পড়ুন: হিন্দু রীতি মেনে কর্ণাটকের অটোচালকের সঙ্গে গাঁটছড়া বেলজিয়ামের কন্যের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.