ETV Bharat / bharat

Narendra Modi Birthday: হাতে ট্যাটু করে 'নমো'র জন্মদিন পালন বারাণসীর যুবকদের - নরেন্দ্র মোদির জন্মদিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (Narendra Modi Birthday) পালন করতে হাতে ট্যাটু (NAMO Tattoo) আঁকালেন 100 জনেরও বেশি যুবক ! তাঁরা সকলেই মোদির সংসদীয় এলাকা বারাণসীর (Varanasi) বাসিন্দা ৷

more than 100 young men in Varanasi done tattoo on their arms to celebrate Narendra Modi Birthday
Narendra Modi Birthday: হাতে ট্য়াট্টু খোদাই করে 'নমো'র জন্মদিন পালন বারাণসীর যুবকদের !
author img

By

Published : Sep 17, 2022, 5:43 PM IST

বারাণসী, 17 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (Narendra Modi Birthday) পালনে বিশেষ আয়োজন ৷ মোদির মুখের ছবি হাতে ট্যাটু করালেন 100 জনেরও বেশি যুবক ! বানালেন নমো ট্যাটু (NAMO Tattoo) ! শনিবার (17 সেপ্টেম্বর) 72 বছর পূর্ণ করেন মোদি ৷ সেই উপলক্ষেই হাতে ট্যাটু বানানোর সিদ্ধান্ত নেন উত্তরপ্রদেশের বারাণসীর (Varanasi) বাসিন্দা ওই যুবকরা ৷ কেউ কেউ আবার নিজেদের হাতে 'হর হর মোদি' লেখা ট্যাটুও করান ! প্রসঙ্গত, বারাণসী বিশ্বনাথের থান ৷ হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থভূমি ৷ সেখানে 'হর হর মহাদেব' গুঞ্জন সর্বত্রই শোনা যায় !

ইটিভি ভারত-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এক যুবক বলেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বারাণসীরই সাংসদ ৷ এটা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্য়ের বিষয় ৷ আজ তাঁর জন্মদিন ৷ আমরা তাই ভীষণ খুশি ৷ আমরা আনন্দ করে তাঁর জন্মদিন পালন করতে চাই ৷ প্রধানমন্ত্রীর প্রতি আমাদের অন্তরে যে ভালোবাসা রয়েছে, আমরা সেটাই ব্যক্ত করতে চেয়েছি ৷"

আরও পড়ুন: দেশে চিতা ফেরাতে আগে কেউই উদ্যাগ নেয়নি ! মোদির নিশানায় বিরোধীরা

যাঁরা এদিন মোদির ছবি এবং নামে ট্যাটু এঁকেছেন, তাঁদের অন্যতম হলেন সুমিত কুমার ৷ ইটিভি ভারতের সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, "গত দু'দিন ধরে ট্যাটু আঁকার কাজ চলছে ৷ যুবকরা নিজেদের হাতে মোদির ছবি আঁকাচ্ছেন ৷ কেউ নমো লেখাচ্ছেন ৷ কারও পছন্দ হর হর মোদি ! গত দু'দিনে 100 জনেরও বেশি যুবক ট্যাটু করিয়েছেন ৷"

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও আজকের দিনটি ছিল ব্যতিক্রমী ৷ তাঁর জন্মদিন উপলক্ষেই নামিবিয়া থেকে আটটি চিতা ভারতে আনা হয় ৷ সেগুলিকে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) ছাড়া হয় এদিন ৷ মোদি নিজেও কয়েকটি চিতাকে খাঁচামুক্ত করেন ৷ বিদেশি অতিথিদের ছবি তুলতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে ৷

বারাণসী, 17 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (Narendra Modi Birthday) পালনে বিশেষ আয়োজন ৷ মোদির মুখের ছবি হাতে ট্যাটু করালেন 100 জনেরও বেশি যুবক ! বানালেন নমো ট্যাটু (NAMO Tattoo) ! শনিবার (17 সেপ্টেম্বর) 72 বছর পূর্ণ করেন মোদি ৷ সেই উপলক্ষেই হাতে ট্যাটু বানানোর সিদ্ধান্ত নেন উত্তরপ্রদেশের বারাণসীর (Varanasi) বাসিন্দা ওই যুবকরা ৷ কেউ কেউ আবার নিজেদের হাতে 'হর হর মোদি' লেখা ট্যাটুও করান ! প্রসঙ্গত, বারাণসী বিশ্বনাথের থান ৷ হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থভূমি ৷ সেখানে 'হর হর মহাদেব' গুঞ্জন সর্বত্রই শোনা যায় !

ইটিভি ভারত-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এক যুবক বলেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বারাণসীরই সাংসদ ৷ এটা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্য়ের বিষয় ৷ আজ তাঁর জন্মদিন ৷ আমরা তাই ভীষণ খুশি ৷ আমরা আনন্দ করে তাঁর জন্মদিন পালন করতে চাই ৷ প্রধানমন্ত্রীর প্রতি আমাদের অন্তরে যে ভালোবাসা রয়েছে, আমরা সেটাই ব্যক্ত করতে চেয়েছি ৷"

আরও পড়ুন: দেশে চিতা ফেরাতে আগে কেউই উদ্যাগ নেয়নি ! মোদির নিশানায় বিরোধীরা

যাঁরা এদিন মোদির ছবি এবং নামে ট্যাটু এঁকেছেন, তাঁদের অন্যতম হলেন সুমিত কুমার ৷ ইটিভি ভারতের সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, "গত দু'দিন ধরে ট্যাটু আঁকার কাজ চলছে ৷ যুবকরা নিজেদের হাতে মোদির ছবি আঁকাচ্ছেন ৷ কেউ নমো লেখাচ্ছেন ৷ কারও পছন্দ হর হর মোদি ! গত দু'দিনে 100 জনেরও বেশি যুবক ট্যাটু করিয়েছেন ৷"

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও আজকের দিনটি ছিল ব্যতিক্রমী ৷ তাঁর জন্মদিন উপলক্ষেই নামিবিয়া থেকে আটটি চিতা ভারতে আনা হয় ৷ সেগুলিকে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) ছাড়া হয় এদিন ৷ মোদি নিজেও কয়েকটি চিতাকে খাঁচামুক্ত করেন ৷ বিদেশি অতিথিদের ছবি তুলতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.