হায়দরাবাদ, 30 মার্চ: হায়দরাবাদে বিষ খাইয়ে মেরে ফেলা হল শতাধিক পথকুকুরকে (Dogs Died of Poisonous Injection in Hyderabad) ৷ সিদ্দিপেট জেলার জগদেবপুর জোনের তিগুল গ্রামের ঘটনা ৷
এক গ্রামবাসী হায়দরাবাদের স্টে অ্যানিম্যাল প্রোটেকশন ফাউন্ডেশন অফ চ্যারিটিতে অভিযোগ জানান যে, তাঁর পোষ্য কুকুরটির মৃত্যু হয়েছে ৷ এরপর সেই সংস্থার সদস্যরা তদন্তের জন্য রবিবার রাতে গ্রামে গিয়ে পৌঁছলে গোটা ঘটনা তাঁদের গোচরে আসে ৷ দেখা যায়, ওই এলাকায় মৃত্যু হয়েছে শতাধিক পথকুকুরের (100 Dogs Died of Poisonous Injection) ৷
সংস্থার সদস্য শশীকলা ও গৌতম সাংবাদিকদের সামনে নানা তথ্য তুলে ধরেছেন ৷ তাঁদের অভিযোগ, গ্রামবাসীরা বারবার পথকুকুরদের নিয়ে পঞ্চায়েতে অভিযোগ জানানোয়, সরপঞ্চ কাপ্পারা ভানুপ্রকাশ ও পঞ্চায়েত সচিব রাজ গোপাল কুকুরদের বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছেন ৷ শতাধিক পথকুকুরের মৃত্যু হওয়ার পর তাদের দেহ গ্রামের পুরনো কুয়োগুলিতে পুঁতে ফেলা হয় বলে অভিযোগ ৷
আরও পড়ুন: পথকুকুর মারার অভিযোগ রায়গঞ্জে গ্রেপ্তার 2
এ বিষয়ে জগদেবপুর থানায় অভিযোগ জানাতে গেলে বিশেষ পুলিশি তৎপরতা দেখা যায়নি ৷ তখন ঘটনাটি জাতীয় পশুকল্যাণ সংস্থার প্রতিনিধি মানেকা গান্ধির নজরে আনেন সংস্থার সদস্যরা ৷ এ বিষয়ে এসআই কৃষ্ণমূর্তি বলেছেন, কুকুরদের বিষ ইঞ্জেকশন দেওয়ার জন্য সোমবার সচিবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে ৷