ETV Bharat / bharat

PM Modi in Rajya Sabha: যত বেশি কাদা ছুড়বেন, তত বেশি পদ্ম ফুটবে; রাজ্যসভায় বিরোধীদের স্লোগানের পালটা মোদির - নরেন্দ্র মোদি

রাজ্যসভায় (PM Modi in Rajya Sabha) রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখার সময় 'মোদি আদানি ভাই ভাই' স্লোগান তুললেন বিরোধী সাংসদরা ৷

PM Modi ETV Bharat
নরেন্দ্র মোদি
author img

By

Published : Feb 9, 2023, 3:20 PM IST

Updated : Feb 9, 2023, 3:34 PM IST

নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি: যত বেশি কাদা ছুড়বেন, তত বেশি পদ্ম ফুটবে ৷ রাজ্যসভায় (PM Modi in Rajya Sabha) বিরোধীদের বিক্ষোভের পালটা জবাব দিয়ে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের সময় বক্তব্য রাখতে উঠলে বিরোধী সাংসদদের একাংশ 'মোদি আদানি ভাই ভাই' বলে স্লোগান তোলেন ৷ তখনই প্রধানমন্ত্রী বলেন, "আমি এই সাংসদদের (বিরোধী সাংসদদের) বলতে চাই... আপনি আমাদের দিকে যত বেশি কাদা ছুড়বেন, তত আরও বেশি করে পদ্ম ফুটবে ৷"

এ দিন কংগ্রেসকে একহাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "তারা (কংগ্রেস) বলত 'গরীবি হটাও' ৷ কিন্তু 4 দশকেরও বেশি সময় ধরে কিছুই করেনি । দেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণে আমরা কঠোর পরিশ্রম করি ৷" নরেন্দ্র মোদির দাবি, দেশের মানুষ কংগ্রেসকে শাস্তি দিচ্ছে ৷ তিনি বলেছেন, "যুগ যুগ ধরে উপজাতীয় জনগোষ্ঠীর উন্নয়ন উপেক্ষিত ছিল । আমরা তাঁদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি ৷ দেশের মানুষ বারবার কংগ্রেসকে প্রত্যাখ্যান করছে । মানুষ তাদের দেখছে এবং শাস্তি দিচ্ছে ৷"

আরও পড়ুন: ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে কংগ্রেসের ধ্বংস নিয়ে পড়ানো হবে, লোকসভায় তোপ মোদির

প্রধানমন্ত্রী এ দিন বলেছেন, "আজ 350 টিরও বেশি বেসরকারি সংস্থা প্রতিরক্ষা খাতে এসেছে । আমাদের দেশ এ খাতে প্রায় 1 লাখ কোটি টাকার রফতানি করছে । খুচরা বিক্রেতা থেকে পর্যটন, প্রতিটি ক্ষেত্র সম্প্রসারিত হয়েছে ৷ প্রযুক্তির শক্তির মাধ্যমে আমরা কর্মসংস্কৃতিকে বদলে দিয়েছি । আমরা দেশে 110টি উচ্চাকাঙ্ক্ষার জেলা চিহ্নিত করেছি । অবিরত নজরদারি ও কর্মক্ষমতা পর্যালোচনার কারণে এই জেলাগুলিতে শিক্ষা, পরিকাঠামো এবং স্বাস্থ্যের উন্নতি হয়েছে । এতে উপকৃত হয়েছে 3 কোটিরও বেশি আদিবাসী ৷"

নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি: যত বেশি কাদা ছুড়বেন, তত বেশি পদ্ম ফুটবে ৷ রাজ্যসভায় (PM Modi in Rajya Sabha) বিরোধীদের বিক্ষোভের পালটা জবাব দিয়ে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের সময় বক্তব্য রাখতে উঠলে বিরোধী সাংসদদের একাংশ 'মোদি আদানি ভাই ভাই' বলে স্লোগান তোলেন ৷ তখনই প্রধানমন্ত্রী বলেন, "আমি এই সাংসদদের (বিরোধী সাংসদদের) বলতে চাই... আপনি আমাদের দিকে যত বেশি কাদা ছুড়বেন, তত আরও বেশি করে পদ্ম ফুটবে ৷"

এ দিন কংগ্রেসকে একহাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "তারা (কংগ্রেস) বলত 'গরীবি হটাও' ৷ কিন্তু 4 দশকেরও বেশি সময় ধরে কিছুই করেনি । দেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণে আমরা কঠোর পরিশ্রম করি ৷" নরেন্দ্র মোদির দাবি, দেশের মানুষ কংগ্রেসকে শাস্তি দিচ্ছে ৷ তিনি বলেছেন, "যুগ যুগ ধরে উপজাতীয় জনগোষ্ঠীর উন্নয়ন উপেক্ষিত ছিল । আমরা তাঁদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি ৷ দেশের মানুষ বারবার কংগ্রেসকে প্রত্যাখ্যান করছে । মানুষ তাদের দেখছে এবং শাস্তি দিচ্ছে ৷"

আরও পড়ুন: ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে কংগ্রেসের ধ্বংস নিয়ে পড়ানো হবে, লোকসভায় তোপ মোদির

প্রধানমন্ত্রী এ দিন বলেছেন, "আজ 350 টিরও বেশি বেসরকারি সংস্থা প্রতিরক্ষা খাতে এসেছে । আমাদের দেশ এ খাতে প্রায় 1 লাখ কোটি টাকার রফতানি করছে । খুচরা বিক্রেতা থেকে পর্যটন, প্রতিটি ক্ষেত্র সম্প্রসারিত হয়েছে ৷ প্রযুক্তির শক্তির মাধ্যমে আমরা কর্মসংস্কৃতিকে বদলে দিয়েছি । আমরা দেশে 110টি উচ্চাকাঙ্ক্ষার জেলা চিহ্নিত করেছি । অবিরত নজরদারি ও কর্মক্ষমতা পর্যালোচনার কারণে এই জেলাগুলিতে শিক্ষা, পরিকাঠামো এবং স্বাস্থ্যের উন্নতি হয়েছে । এতে উপকৃত হয়েছে 3 কোটিরও বেশি আদিবাসী ৷"

Last Updated : Feb 9, 2023, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.