নয়াদিল্লি, 30 জানুয়ারি: 2024 সালের লোকসভা নির্বাচনের আগে দ্বিগুণ অর্থ খরচ করে আরও আধুনিক স্পাইওয়্যার (More advanced Spyware Ahead Of 2024) পেতে পারে কেন্দ্রীয় সরকার ৷ পেগাসাস নিয়ে নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর, এই ভাষাতেই কেন্দ্রকে কটাক্ষ করলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম (Chidambaram attacks Centre Over Pegasus) ৷ ধারাবাহিক টুইটে এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেন তিনি ৷
সম্প্রতি মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের (NYT report on Pegasus) একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আড়ি পাতার জন্যই 2017 সালে ইজরায়েলের থেকে পেগাসাস কিনেছিল কেন্দ্রীয় সরকার ৷ "দ্য ব্যাটল ফর দ্য ওয়ার্ল্ড'স মোস্ট পাওয়ারফুল সাইবারওয়েপন" শীর্ষক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফরের সময়ই সে দেশ থেকে প্রতিরক্ষা ও গোয়েন্দা নজরদারি সরঞ্জাম কিনতে 200 কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছিল দু‘দেশের মধ্যে ৷ সেই চুক্তিতেই ছিল ফোনে আড়ি পাতার স্পাইওয়্যার পেগাসাসের কথা ৷ একে ব্যবহার করে 2020 সালে দেশের বিরোধী নেতা-নেত্রীদের ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে ৷
-
PM said that it is the best time to set new goals in the India-Israel relationship
— P. Chidambaram (@PChidambaram_IN) January 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Of course, it is the best time to ask Israel if they have any advanced version of the Pegasus spyware
">PM said that it is the best time to set new goals in the India-Israel relationship
— P. Chidambaram (@PChidambaram_IN) January 30, 2022
Of course, it is the best time to ask Israel if they have any advanced version of the Pegasus spywarePM said that it is the best time to set new goals in the India-Israel relationship
— P. Chidambaram (@PChidambaram_IN) January 30, 2022
Of course, it is the best time to ask Israel if they have any advanced version of the Pegasus spyware
আরও পড়ুন : India Bought Pegasus : পেগাসাস স্পাইওয়্যার কিনেছিল ভারত সরকার, দাবি রিপোর্টে
এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর কেন্দ্র এব্যাপারে নীরব থাকলেও কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং নিউ ইয়র্ক টাইমসকে 'সুপারি মিডিয়া' বলে তোপ দেগেছিলেন ৷ তাঁর সেই মন্তব্যের তীব্র কটাক্ষ করে চিদম্বরম টুইটে লেখেন, "ওয়াটারগেট কেলেঙ্কারি ও পেন্টাগন পেপারস ফাঁসে এই সংবাদপত্রের ভূমিকার কথা তিনি আদৌ জানেন কি না, তা নিয়ে আমার সন্দেহ রয়েছে ৷ তিনি যদি ইতিহাস পড়তে অনিচ্ছুক হন, তাহলে অন্তত ফিল্মগুলি দেখে নিন ৷"
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ভিত্তি করেই চিদম্বরম কেন্দ্রকে খোঁচা দিয়ে লিখেছেন, "শেষ চুক্তিটি ছিল 2 বিলিয়ন ডলারের ৷ এবার ভারত আরও ভাল সুযোগ পেতে পারে ৷ 2024 সালের নির্বাচনের আগে আমরা যদি আরও অত্যাধুনিক স্পাইওয়্যার পাই, তাহলে আমরা 4 বিলিয়ন ডলার পর্যন্ত দিতে পারি ৷"
-
The last deal was for $2 billion. India can do better this time. If we get more sophisticated spyware ahead of the 2024 elections, we can give them even $4 billion
— P. Chidambaram (@PChidambaram_IN) January 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The last deal was for $2 billion. India can do better this time. If we get more sophisticated spyware ahead of the 2024 elections, we can give them even $4 billion
— P. Chidambaram (@PChidambaram_IN) January 30, 2022The last deal was for $2 billion. India can do better this time. If we get more sophisticated spyware ahead of the 2024 elections, we can give them even $4 billion
— P. Chidambaram (@PChidambaram_IN) January 30, 2022
আরও পড়ুন: Rahul Attacks Modi Government : পেগাসাস কিনে দেশদ্রোহ করেছে মোদি সরকার, আক্রমণ রাহুলের
এর পরের টুইটে চিদম্বরম সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তিনি লিখেছেন, "প্রধানমন্ত্রী বলেছেন যে, ভারত-ইজরায়েল সম্পর্ককে নয়া লক্ষ্যমাত্রায় পৌঁছে দেওয়ার জন্য এটাই সেরা সময় ৷ কাজেই এটাই সেরা সময় যখন ইজরায়েলকে জিজ্ঞাসা করা যায় যে, তাদের কাছে পেগাসাস স্পাইওয়্যারের আধুনিক ভার্সান আছে কি না ৷"