ETV Bharat / bharat

গরু চোর সন্দেহে যুবককে বেধড়ক মার নীতি পুলিশদের, জ্বালিয়ে দেওয়া হল তাঁর অটো - নীতি পুলিশি

Moral Policing in Assam: অসমের ঢোলাইতে গরু চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল একদল নীতি পুলিশের বিরুদ্ধে ৷ জ্বালিয়ে দেওয়া হয় তাঁর অটোও ৷

Moral Policing
গরু চোর সন্দেহে যুবককে বেধড়কর মার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 11:05 AM IST

শিলচর, 22 ডিসেম্বর: নীতি পুলিশির এক ভয়ংকর ঘটনার সাক্ষী অসম ৷ গরু চুরির অভিযোগে এক অটোচালককে নির্মম ভাবে বেধড়ক পেটাল জনতা ৷ শুধু তাই নয়, জ্বালিয়ে দেওয়া হয় তাঁর অটোটি ৷ ওই অটোচালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর পরিস্থিতি সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

কাছাড় জেলার ধোলাইয়ে এই ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, অসমের ধোলাই পুনিখালের বাসিন্দা তাজিম উদ্দিন নামে এক অটোচালক বুধবার রাতে অটো চালিয়ে বাড়ি ফিরছিলেন । তিনি গরু চোর বলে সন্দেহ হয় একদল স্থানীয় লোকের ৷ তাঁরা গরু চুরির সন্দেহে ওই অটোচালককে আচমকা ঘিরে ধরেন বলে অভিযোগ । আর তার পরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ অভিযোগ, গরু চুরির সন্দেহে নিজেদের হাতে আইন তুলে নিয়ে অটোচালককে ধরে নির্দয় ভাবে পেটাতে শুরু করে উত্তেজিত জনতা ৷ গণপিটুনির জেরে ওই অটোচালক অজ্ঞান হয়ে পড়েন ৷ এতেও রাগ কমেনি জনতার ৷ তাঁরা তখন মহাসড়কের উপর আক্রান্ত ব্যক্তির অটোটিতে আগুন ধরিয়ে দেন ৷

এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে ৷ তাঁকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় । জানা গিয়েছে, জনতার হামলায় তাজিম উদ্দিনের হাত ও পা ভেঙে গিয়েছে । বর্তমানে তিনি শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৷ তাঁর অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

এই ঘটনার পর তাজিম উদ্দিনের পরিবার অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে ধোলাই থানায় একটি অভিযোগ দায়ের করেছে ।

আরও পড়ুন:

  1. নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে খুনের মামলায় দোষী সাব্যস্তকে গণপিটুনি, মৃত্যু প্রৌঢ়ের
  2. মোরগ কেনা নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন
  3. ওড়িশায় মোবাইল চুরির চেষ্টার অভিযোগে দু’জনকে পিটিয়ে খুন, একজন আশঙ্কাজনক

শিলচর, 22 ডিসেম্বর: নীতি পুলিশির এক ভয়ংকর ঘটনার সাক্ষী অসম ৷ গরু চুরির অভিযোগে এক অটোচালককে নির্মম ভাবে বেধড়ক পেটাল জনতা ৷ শুধু তাই নয়, জ্বালিয়ে দেওয়া হয় তাঁর অটোটি ৷ ওই অটোচালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর পরিস্থিতি সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

কাছাড় জেলার ধোলাইয়ে এই ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, অসমের ধোলাই পুনিখালের বাসিন্দা তাজিম উদ্দিন নামে এক অটোচালক বুধবার রাতে অটো চালিয়ে বাড়ি ফিরছিলেন । তিনি গরু চোর বলে সন্দেহ হয় একদল স্থানীয় লোকের ৷ তাঁরা গরু চুরির সন্দেহে ওই অটোচালককে আচমকা ঘিরে ধরেন বলে অভিযোগ । আর তার পরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ অভিযোগ, গরু চুরির সন্দেহে নিজেদের হাতে আইন তুলে নিয়ে অটোচালককে ধরে নির্দয় ভাবে পেটাতে শুরু করে উত্তেজিত জনতা ৷ গণপিটুনির জেরে ওই অটোচালক অজ্ঞান হয়ে পড়েন ৷ এতেও রাগ কমেনি জনতার ৷ তাঁরা তখন মহাসড়কের উপর আক্রান্ত ব্যক্তির অটোটিতে আগুন ধরিয়ে দেন ৷

এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে ৷ তাঁকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় । জানা গিয়েছে, জনতার হামলায় তাজিম উদ্দিনের হাত ও পা ভেঙে গিয়েছে । বর্তমানে তিনি শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৷ তাঁর অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

এই ঘটনার পর তাজিম উদ্দিনের পরিবার অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে ধোলাই থানায় একটি অভিযোগ দায়ের করেছে ।

আরও পড়ুন:

  1. নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে খুনের মামলায় দোষী সাব্যস্তকে গণপিটুনি, মৃত্যু প্রৌঢ়ের
  2. মোরগ কেনা নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন
  3. ওড়িশায় মোবাইল চুরির চেষ্টার অভিযোগে দু’জনকে পিটিয়ে খুন, একজন আশঙ্কাজনক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.