ETV Bharat / bharat

3 জুন কেরলে ঢুকবে বর্ষা, আগামী 5 দিন উত্তর-পূর্বে প্রাক বর্ষার পূর্বাভাস

সংক্রিয় মৌসুমি বায়ুর ফলে কেরল ও মাহে তে বিচ্ছিন্নভাবে আগামী 5 দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ যেখানে বলা হয়েছে কর্নাটকের উপকূলে 1 জুন এবং 3 জুন ভারী বৃষ্টি হবে ৷ দক্ষিণ কর্নাটকের ভিতরের দিকে 2 জুন এবং 3 জুন ভারী বৃষ্টি হবে ৷

monsoon-likely-to-hit-kerala-by-june-3
3 জুন কেরলে ঢুকবে বর্ষা, আগামী 5 দিন উত্তর-পূর্বে প্রাক বর্ষার পূর্বাভাস
author img

By

Published : May 30, 2021, 8:31 PM IST

নয়াদিল্লি, 30 মে : 3 জুন কেরলে প্রবেশ করতে পারে বর্ষা ৷ মৌসম ভবনের তরফে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ আগামী মঙ্গলবার থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও শক্তিশালী হবে বলে জানানো হয়েছে মৌসম ভবনের তরফে ৷ আর তার ফলে আগামী পাঁচদিনে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রাক বর্ষার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

সংক্রিয় এই মৌসুমি বায়ুর ফলে কেরল ও মাহে-তে বিচ্ছিন্নভাবে আগামী 5 দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ যেখানে বলা হয়েছে কর্নাটকের উপকূলে 1 জুন এবং 3 জুন ভারী বৃষ্টি হবে ৷ দক্ষিণ কর্নাটকের ভিতরের দিকে 2 জুন এবং 3 জুন ভারী বৃষ্টি হবে ৷

আরও পড়ুন : আগামিকালই বর্ষার বৃষ্টি শুরুর পূর্বাভাস আবহাওয়া দফতরের

পরবর্তী পাঁচদিনে পূর্ব-মধ্য আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বলেও জানিয়েছে মৌসম ভবন ৷ যে ঘূর্ণাবর্তটি কর্নাটক উপকূলের সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উপরে অবস্থান করবে ৷ আর তার ফলে আগামী 2-3 দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও শক্তিশালী হবে

নয়াদিল্লি, 30 মে : 3 জুন কেরলে প্রবেশ করতে পারে বর্ষা ৷ মৌসম ভবনের তরফে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ আগামী মঙ্গলবার থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও শক্তিশালী হবে বলে জানানো হয়েছে মৌসম ভবনের তরফে ৷ আর তার ফলে আগামী পাঁচদিনে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রাক বর্ষার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

সংক্রিয় এই মৌসুমি বায়ুর ফলে কেরল ও মাহে-তে বিচ্ছিন্নভাবে আগামী 5 দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ যেখানে বলা হয়েছে কর্নাটকের উপকূলে 1 জুন এবং 3 জুন ভারী বৃষ্টি হবে ৷ দক্ষিণ কর্নাটকের ভিতরের দিকে 2 জুন এবং 3 জুন ভারী বৃষ্টি হবে ৷

আরও পড়ুন : আগামিকালই বর্ষার বৃষ্টি শুরুর পূর্বাভাস আবহাওয়া দফতরের

পরবর্তী পাঁচদিনে পূর্ব-মধ্য আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বলেও জানিয়েছে মৌসম ভবন ৷ যে ঘূর্ণাবর্তটি কর্নাটক উপকূলের সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উপরে অবস্থান করবে ৷ আর তার ফলে আগামী 2-3 দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও শক্তিশালী হবে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.