ETV Bharat / bharat

Viral Video of Monkey: গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়ায় মৃত্যু বানরের, অমানবিক ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার 3 - Video Viral

বানরকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়ায় মৃত্যু ৷ ভাইরাল ভিডিয়ো দেখে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হতেই গ্রেফতার তিন ৷ কী ছিল সেই ভিডিয়ো ?

Etv Bharat
বানরকে টেনে নিয়ে যাচ্ছে ব্যক্তি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 12:18 PM IST

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখুন কীভাবে বানরটিকে টানতে টানতে নিয়ে গেল অভিযুক্ত

বুলন্দশহর (উত্তরপ্রদেশ), 20 সেপ্টেম্বর: 10 দিন আগেই উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে একটি বানরের মানবিকতা মুগ্ধ করেছিল নেটাগরিকদের ৷ সেখানে ভাইরাল ভিডিয়োর নেপথ্যে য়ে কাহিনি উঠে এসেছিল, তা হল এক কৃষক একটি বানরকে রোজ খাবার দিত ৷ বানরটিকে কোনওদিন কৃষক নিজের বাড়িতে নিয়ে আসেননি কিন্তু তাঁর উপকার মনে রেখেছিল বনের পশুটি ৷ কৃষকের মৃত্যুতে কোনওভাবে বাড়ি চিনে এসে একদা বন্ধু কৃষকের মৃতদেহের পাশে বসে বানরটির চোখের জল ফেলার দৃশ্য ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে ৷ কৃষকের প্রতি অবলা জীবের ভালোবাসা ব্যক্ত দেখে মুগ্ঘ হয়েছিল নেটপাড়া ৷ আর এই উত্তরপ্রদেশেরই বুলন্দশহরে বানরের মৃত্যুর কারণ হল তিন যুবকের অমানবিকতা ৷

একটি বানরের গলায় দড়ি বেঁধে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি ৷ এমনই ছবি দেখা গিয়েছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার গুলাভাথি থানা এলাকার সেকেন্দ্রাবাদ রোডে অবস্থিত একটি কারখানায় ৷ ওইভাবে টানতে টানতে নিয়ে যাওয়ার জন্য পরবর্তীতে বানরটির মৃত্যু হয় ৷ এখানেই শেষ নয়, এই ঘটনার ভিডিয়ো তৈরি করে সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেয় অভিযুক্তরা ৷ এক যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে ৷ এরপর তিনজনকেই গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয় ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

গুলাভাথি থানা এলাকার মহল্লা রামনগরের বাসিন্দা নিতিন কুমার অভিযোগ করে বলেন, দু'দিন আগে তিনি সেকেন্দ্রাবাদ রোডে অবস্থিত একটি কারখানায় দাঁড়িয়েছিলেন ৷ সেখানেই দেখেন অভিযুক্ত আকিল এবং তার সহযোগী নাসির ও ফয়সাল একটি বানরের গলায় দড়ি বেঁধে কারখানা থেকে টেনে নিয়ে যাচ্ছে ৷ এর ফলে বানরটি মারা যায় ৷ এখানেই শেষ নয়, অভিযুক্তরা পুরো ঘটনার ভিডিয়ো তৈরি করে তা আকিলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করে ৷ তারপরই তা নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায় ৷

এই ঘটনার মাধ্যমে অভিযুক্তরা এলাকার পরিবেশ নষ্ট করেছে বলে অভিযোগ ৷ এই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত আকিল, নাসির ও ফয়সালের বিরুদ্ধে পশুর প্রতি নিষ্ঠুরতা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসপি সিটি সুরেন্দ্রনাথ তিওয়ারি ৷ তিন অভিযুক্তকেই গ্রেফতার করে আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : পোষ্য নয়! তবুও কৃষকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ল বানর, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখুন কীভাবে বানরটিকে টানতে টানতে নিয়ে গেল অভিযুক্ত

বুলন্দশহর (উত্তরপ্রদেশ), 20 সেপ্টেম্বর: 10 দিন আগেই উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে একটি বানরের মানবিকতা মুগ্ধ করেছিল নেটাগরিকদের ৷ সেখানে ভাইরাল ভিডিয়োর নেপথ্যে য়ে কাহিনি উঠে এসেছিল, তা হল এক কৃষক একটি বানরকে রোজ খাবার দিত ৷ বানরটিকে কোনওদিন কৃষক নিজের বাড়িতে নিয়ে আসেননি কিন্তু তাঁর উপকার মনে রেখেছিল বনের পশুটি ৷ কৃষকের মৃত্যুতে কোনওভাবে বাড়ি চিনে এসে একদা বন্ধু কৃষকের মৃতদেহের পাশে বসে বানরটির চোখের জল ফেলার দৃশ্য ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে ৷ কৃষকের প্রতি অবলা জীবের ভালোবাসা ব্যক্ত দেখে মুগ্ঘ হয়েছিল নেটপাড়া ৷ আর এই উত্তরপ্রদেশেরই বুলন্দশহরে বানরের মৃত্যুর কারণ হল তিন যুবকের অমানবিকতা ৷

একটি বানরের গলায় দড়ি বেঁধে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি ৷ এমনই ছবি দেখা গিয়েছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার গুলাভাথি থানা এলাকার সেকেন্দ্রাবাদ রোডে অবস্থিত একটি কারখানায় ৷ ওইভাবে টানতে টানতে নিয়ে যাওয়ার জন্য পরবর্তীতে বানরটির মৃত্যু হয় ৷ এখানেই শেষ নয়, এই ঘটনার ভিডিয়ো তৈরি করে সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেয় অভিযুক্তরা ৷ এক যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে ৷ এরপর তিনজনকেই গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয় ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

গুলাভাথি থানা এলাকার মহল্লা রামনগরের বাসিন্দা নিতিন কুমার অভিযোগ করে বলেন, দু'দিন আগে তিনি সেকেন্দ্রাবাদ রোডে অবস্থিত একটি কারখানায় দাঁড়িয়েছিলেন ৷ সেখানেই দেখেন অভিযুক্ত আকিল এবং তার সহযোগী নাসির ও ফয়সাল একটি বানরের গলায় দড়ি বেঁধে কারখানা থেকে টেনে নিয়ে যাচ্ছে ৷ এর ফলে বানরটি মারা যায় ৷ এখানেই শেষ নয়, অভিযুক্তরা পুরো ঘটনার ভিডিয়ো তৈরি করে তা আকিলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করে ৷ তারপরই তা নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায় ৷

এই ঘটনার মাধ্যমে অভিযুক্তরা এলাকার পরিবেশ নষ্ট করেছে বলে অভিযোগ ৷ এই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত আকিল, নাসির ও ফয়সালের বিরুদ্ধে পশুর প্রতি নিষ্ঠুরতা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসপি সিটি সুরেন্দ্রনাথ তিওয়ারি ৷ তিন অভিযুক্তকেই গ্রেফতার করে আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : পোষ্য নয়! তবুও কৃষকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ল বানর, ভাইরাল ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.