ETV Bharat / bharat

Rourkela Post Office: 100 কিমি পাড়ি দিতে 4 বছর ! শেষমেশ দাদার পাঠানো টাকা পেলেন বোন

ডিজিটাল যুগে কাউকে টাকা পাঠাতে এক মুহূর্ত যথেষ্ট ৷ শুধু একটা ক্লিকেই হয়ে যায় কাজ ৷ সেখানে ওড়িশার রৌরকেল্লায় মানিঅর্ডার পৌঁছতে কত সময় লাগল (Rourkela Post Office took 4 years for money order to travel 100 kms in Odisha) ?

Post Office Rourkela
ETV Bharat
author img

By

Published : Dec 2, 2022, 11:48 AM IST

রৌরকেল্লা, 2 ডিসেম্বর: মানি অর্ডার পৌঁছতে সময় লাগল চার-চারটে বছর ৷ ঘটনাটি ওড়িশার ৷ দাদা, বোনকে টাকা পাঠিয়েছিলেন মানি অর্ডারের মাধ্যমে ৷ সেই দূরত্ব 100 কিলোমিটার ৷ একশো কিলোমিটার পথ অতিক্রম করে বোনের কাছে দাদার টাকা এল 4 বছর পর ৷ এই ঘটনায় হতবাক হওয়ারই কথা ৷ ডিজিটাল যুগে একটা ক্লিকেই টাকা পাঠানো যায় পৃথিবীর দূর-দূরান্তে (Money order took four years to travel 100 kms in Odisha) ৷

জানা গিয়েছে, রৌরকেল্লার সেক্টর 8-এর বাসিন্দা প্রমোদ প্রধান তাঁর বোন সুমিত্রা বিশ্বালকে টাকা পাঠিয়েছিলেন ৷ তিনি সেক্টর 19-এর পোস্ট অফিস থেকে 2018 সালে মানি অর্ডার করেন ৷ তাঁর বোন সুমিত্রা থাকেন সুন্দরগড় জেলার টেনসায় ৷ রৌরকেল্লা থেকে যার দূরত্ব 100 কিমি৷ 'সাবিত্রী ব্রত' উপলক্ষ্যে পাঠানো সেই টাকা বোন পেলেন 26 নভেম্বর ৷

চার বছর আগে প্রমোদ সাবিত্রী অমাবস্যায় (Savitri Amavasya) বোন সুমিত্রাকে টাকা পাঠান ৷ তিনি ভেবেছিলেন বোন হয়তো টাকাটা পেয়ে গিয়েছেন ৷ অন্যদিকে বোন এ নিয়ে তেমন কিছু ভাবেননি৷ হয়তো দাদা টাকা জোগাড় করে উঠতে পারেননি ৷ দাদা ও বোন নিজেদের মধ্যে এ নিয়ে কোনও কথাও বলেননি ৷ সময়ের সঙ্গে সঙ্গে তা দু'জনেই ভুলে গিয়েছিলেন ৷

আরও পড়ুন: বিজ্ঞপ্তি ছাড়াই ডাকঘরের স্থানবদল, বিপাকে গ্রাহকরা

দীর্ঘ 4 বছর পর হঠাৎ সুমিত্রার কাছে পৌঁছয় মানি অর্ডার (Money Order) ৷ তখন তিনি বুঝতে পারেন দাদা তাঁর কর্তব্য পালন করেছেন ৷ এ নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় এলাকায় ৷ ডিজিটাল যুগে টাকা পাঠানো এবং পাওয়ায় এই দেরি হওয়ার কোনও কারণ নেই ৷ এতে পোস্ট অফিসের কাজে গাফিলতির ছবিটাই উঠে আসে ৷

রৌরকেল্লা পোস্ট অফিসের এসপি সর্বেশ্বর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ তিনি জানান, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে৷ তারপরই জানা যাবে ঠিক কোন জায়গায় পোস্ট অফিসের দেরি হয়েছে । তখনই সবটা নিশ্চিত করে বলা সম্ভব হবে ৷ ইতিমধ্যে, প্রমোদ প্রধান আইনি পথে পোস্ট অফিসের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন ৷

রৌরকেল্লা, 2 ডিসেম্বর: মানি অর্ডার পৌঁছতে সময় লাগল চার-চারটে বছর ৷ ঘটনাটি ওড়িশার ৷ দাদা, বোনকে টাকা পাঠিয়েছিলেন মানি অর্ডারের মাধ্যমে ৷ সেই দূরত্ব 100 কিলোমিটার ৷ একশো কিলোমিটার পথ অতিক্রম করে বোনের কাছে দাদার টাকা এল 4 বছর পর ৷ এই ঘটনায় হতবাক হওয়ারই কথা ৷ ডিজিটাল যুগে একটা ক্লিকেই টাকা পাঠানো যায় পৃথিবীর দূর-দূরান্তে (Money order took four years to travel 100 kms in Odisha) ৷

জানা গিয়েছে, রৌরকেল্লার সেক্টর 8-এর বাসিন্দা প্রমোদ প্রধান তাঁর বোন সুমিত্রা বিশ্বালকে টাকা পাঠিয়েছিলেন ৷ তিনি সেক্টর 19-এর পোস্ট অফিস থেকে 2018 সালে মানি অর্ডার করেন ৷ তাঁর বোন সুমিত্রা থাকেন সুন্দরগড় জেলার টেনসায় ৷ রৌরকেল্লা থেকে যার দূরত্ব 100 কিমি৷ 'সাবিত্রী ব্রত' উপলক্ষ্যে পাঠানো সেই টাকা বোন পেলেন 26 নভেম্বর ৷

চার বছর আগে প্রমোদ সাবিত্রী অমাবস্যায় (Savitri Amavasya) বোন সুমিত্রাকে টাকা পাঠান ৷ তিনি ভেবেছিলেন বোন হয়তো টাকাটা পেয়ে গিয়েছেন ৷ অন্যদিকে বোন এ নিয়ে তেমন কিছু ভাবেননি৷ হয়তো দাদা টাকা জোগাড় করে উঠতে পারেননি ৷ দাদা ও বোন নিজেদের মধ্যে এ নিয়ে কোনও কথাও বলেননি ৷ সময়ের সঙ্গে সঙ্গে তা দু'জনেই ভুলে গিয়েছিলেন ৷

আরও পড়ুন: বিজ্ঞপ্তি ছাড়াই ডাকঘরের স্থানবদল, বিপাকে গ্রাহকরা

দীর্ঘ 4 বছর পর হঠাৎ সুমিত্রার কাছে পৌঁছয় মানি অর্ডার (Money Order) ৷ তখন তিনি বুঝতে পারেন দাদা তাঁর কর্তব্য পালন করেছেন ৷ এ নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় এলাকায় ৷ ডিজিটাল যুগে টাকা পাঠানো এবং পাওয়ায় এই দেরি হওয়ার কোনও কারণ নেই ৷ এতে পোস্ট অফিসের কাজে গাফিলতির ছবিটাই উঠে আসে ৷

রৌরকেল্লা পোস্ট অফিসের এসপি সর্বেশ্বর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ তিনি জানান, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে৷ তারপরই জানা যাবে ঠিক কোন জায়গায় পোস্ট অফিসের দেরি হয়েছে । তখনই সবটা নিশ্চিত করে বলা সম্ভব হবে ৷ ইতিমধ্যে, প্রমোদ প্রধান আইনি পথে পোস্ট অফিসের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.