ETV Bharat / bharat

Molestation Allegation: আঠারোর তরুণীকে 'যৌন নির্যাতন', কাঠগড়ায় বিবাহিতা দিদি ! - Pune News Updates

24 বছরের দিদির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন 18 বছরের বোন (Molestation Allegation against Elder Sister) ! মহারাষ্ট্রের (Maharashtra) পুণের (Pune) ঘটনায় রহস্য়ের গন্ধ পাচ্ছে পুলিশ ৷

Molestation Allegation against Elder Sister lodged by Teenage Girl
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 27, 2023, 10:46 PM IST

পুনে, 27 জানুয়ারি: দিদির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন 18 বছরের এক তরুণী (Molestation Allegation against Elder Sister) ৷ মহারাষ্ট্রের (Maharashtra) পুনের (Pune) এই ঘটনায় কিছুটা হলেও অবাক হয়েছেন পুলিশের কর্মী ও আধিকারিকরা ৷ তাঁদের বক্তব্য, পরিবারের পুরুষ সদস্যদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন কিছু নয় ৷ কিন্তু, এক তরুণীর বিরুদ্ধে তাঁরই বোন এই ধরনের অভিযোগ করছেন, তাঁরা অন্তত আগে এমনটা দেখেননি ৷ বিষয়টি নিয়ে অভিযোগকারিণী এবং অভিযুক্তের পরিবারের বাকি সদস্যরা প্রকাশ্য়ে কোনও কথা বলতে রাজি হননি ৷ তবে, তাতে পুলিশের তদন্ত থেমে থাকেনি ৷ তারা তাদের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ৷

গত মঙ্গলবার সকালে পুণে বিমানবন্দর থানায় এসে হাজির হন 18 বছরের ওই তরুণী ৷ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ৷ কাঠগড়ায় তোলেন নিজেরই দিদিকে ! পুলিশকে অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি একটি হলঘরে তাঁর দিদির সঙ্গে শুয়ে ছিলেন ৷ সেই সময়েই তাঁর দিদি তাঁকে যৌন নিগ্রহ করেন ! পরবর্তীতে পুলিশ জানতে পারে, পুলিশের কাছে আসার আগে অভিযোগকারিণীর সঙ্গে তাঁর দিদির রীতিমতো ঝগড়া হয় ৷ তারপরই তিনি থানায় আসার সিদ্ধান্ত নেন ৷

আরও পড়ুন: মাদক খাইয়ে যৌন হেনস্তার চেষ্টা দুই বোনকে, গ্রেফতার মহিলা-সহ 3

বিষয়টি নিয়ে সরাসরি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি নন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা ৷ কারণ, এই ঘটনা অত্যন্ত সংবেদনশীল ৷ তাই সতর্কভাবে তাঁরা তদন্তের কাজ সারতে চান ৷ তবে, পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, অভিযুক্ত তরুণীর বয়স 24 বছর ৷ তিনি বিবাহিতা ৷ কিন্তু, স্বামীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই ৷

নাম গোপন রাখার শর্তে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "বিয়ের পরও ওই তরুণী বাপের বাড়িতেই থাকছিলেন ৷ এই নিয়ে পরিবারে অশান্তি চলছিল ৷ ওই তরুণীর বিরুদ্ধে ওঠা যৌন নিগ্রহের অভিযোগ আদৌ সত্যি কিনা, আগে সেটা আমাদের যাচাই করে দেখতে হবে ৷ ওই তরুণী বিবাহিতা হওয়া সত্ত্বেও বাপের বাড়িতে থাকছিলেন, এটা পরিবারের বাকি সদস্যদের পছন্দ ছিল না ৷ সেই কারণেই তাঁর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনা হল কিনা, সেটা অবশ্যই খতিয়ে দেখা দরকার ৷"

পুনে, 27 জানুয়ারি: দিদির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন 18 বছরের এক তরুণী (Molestation Allegation against Elder Sister) ৷ মহারাষ্ট্রের (Maharashtra) পুনের (Pune) এই ঘটনায় কিছুটা হলেও অবাক হয়েছেন পুলিশের কর্মী ও আধিকারিকরা ৷ তাঁদের বক্তব্য, পরিবারের পুরুষ সদস্যদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন কিছু নয় ৷ কিন্তু, এক তরুণীর বিরুদ্ধে তাঁরই বোন এই ধরনের অভিযোগ করছেন, তাঁরা অন্তত আগে এমনটা দেখেননি ৷ বিষয়টি নিয়ে অভিযোগকারিণী এবং অভিযুক্তের পরিবারের বাকি সদস্যরা প্রকাশ্য়ে কোনও কথা বলতে রাজি হননি ৷ তবে, তাতে পুলিশের তদন্ত থেমে থাকেনি ৷ তারা তাদের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ৷

গত মঙ্গলবার সকালে পুণে বিমানবন্দর থানায় এসে হাজির হন 18 বছরের ওই তরুণী ৷ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ৷ কাঠগড়ায় তোলেন নিজেরই দিদিকে ! পুলিশকে অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি একটি হলঘরে তাঁর দিদির সঙ্গে শুয়ে ছিলেন ৷ সেই সময়েই তাঁর দিদি তাঁকে যৌন নিগ্রহ করেন ! পরবর্তীতে পুলিশ জানতে পারে, পুলিশের কাছে আসার আগে অভিযোগকারিণীর সঙ্গে তাঁর দিদির রীতিমতো ঝগড়া হয় ৷ তারপরই তিনি থানায় আসার সিদ্ধান্ত নেন ৷

আরও পড়ুন: মাদক খাইয়ে যৌন হেনস্তার চেষ্টা দুই বোনকে, গ্রেফতার মহিলা-সহ 3

বিষয়টি নিয়ে সরাসরি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি নন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা ৷ কারণ, এই ঘটনা অত্যন্ত সংবেদনশীল ৷ তাই সতর্কভাবে তাঁরা তদন্তের কাজ সারতে চান ৷ তবে, পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, অভিযুক্ত তরুণীর বয়স 24 বছর ৷ তিনি বিবাহিতা ৷ কিন্তু, স্বামীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই ৷

নাম গোপন রাখার শর্তে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "বিয়ের পরও ওই তরুণী বাপের বাড়িতেই থাকছিলেন ৷ এই নিয়ে পরিবারে অশান্তি চলছিল ৷ ওই তরুণীর বিরুদ্ধে ওঠা যৌন নিগ্রহের অভিযোগ আদৌ সত্যি কিনা, আগে সেটা আমাদের যাচাই করে দেখতে হবে ৷ ওই তরুণী বিবাহিতা হওয়া সত্ত্বেও বাপের বাড়িতে থাকছিলেন, এটা পরিবারের বাকি সদস্যদের পছন্দ ছিল না ৷ সেই কারণেই তাঁর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনা হল কিনা, সেটা অবশ্যই খতিয়ে দেখা দরকার ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.