ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসে মোদির জামনগরের রাজ-পাগড়ি - Pagdi

72 তম সাধারণতন্ত্র দিবসের অন্যতম আকর্ষণ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাগড়ি ৷ প্রতি বছর বিভিন্ন ধরনের পাগড়ি মাথায় দেন নরেন্দ্র মোদি ৷ এবার প্রধানমন্ত্রীর মাথায় ছিল গুজরাতের জামনগরের রাজ পরিবারের পাগড়ি ৷

সাধারণতন্ত্র দিবসে মোদির জামনগরের রাজ-পাগড়ি
সাধারণতন্ত্র দিবসে মোদির জামনগরের রাজ-পাগড়ি
author img

By

Published : Jan 26, 2021, 4:16 PM IST

দিল্লি, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে সেই 2015 সাল থেকে অন্যতম আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর পাগড়ি ৷ প্রতি বছর বিভিন্ন ধরনের পাগড়ি মাথায় দেন নরেন্দ্র মোদি৷ ফলে সাধারণতন্ত্র দিবসে মোদি এবার কি পাগড়ি ব্যবহার করতে চলেছেন, তা নিয়ে জল্পনা চলে প্রতিবারই৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷

মঙ্গলবার দিল্লি রাজপথে 72 তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান পালন করতে প্রধানমন্ত্রী একটি বিশেষ পাগড়ি পরে হাজির হন৷ তিনি গাড়ি থেকেই নামতেই তা নজরকাড়ে ৷ কারণ, গত কয়েক বছরে যে পাগড়ি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী, তাতে অনেকটা কাপড় পিছনে ঝুলতে দেখা গিয়েছে৷ এবার তা ছিল না৷

স্বাভাবিক ভাবেই তাই আলোচনা শুরু হয় এবারের পাগড়ি নিয়ে৷ সঙ্গে সঙ্গেই অনেকে মোদির মাথার পাগড়ির ইতিহাস খুঁজতে শুরু করেন৷ দেখা যায় যে এই পাগড়ি আসলে গুজরাতের জামনগরের রাজ পরিবারের৷ এই পাগড়ি রাজ পরিবারের তরফেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : আকাশে ‘ত্রিশূল’ রাফালের, প্যারেডে রামমন্দির থেকে মৈত্রী বুদ্ধ

এদিন দিল্লির রাজপথে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী গিয়েছিলেন ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে ৷ তিনি সেখানে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেন ৷ তার পর সেখান থেকে তিনি চলে আসেন রাজপথে ৷ সেখানে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ তার পর প্রধানমন্ত্রী সেখানে দাঁড়িয়ে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্বাগত জানান৷ তার আগে তিনি সেখানে উপস্থিত অতিথিদের সঙ্গেও কুশল বিনিময় করেন ৷

দিল্লি, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে সেই 2015 সাল থেকে অন্যতম আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর পাগড়ি ৷ প্রতি বছর বিভিন্ন ধরনের পাগড়ি মাথায় দেন নরেন্দ্র মোদি৷ ফলে সাধারণতন্ত্র দিবসে মোদি এবার কি পাগড়ি ব্যবহার করতে চলেছেন, তা নিয়ে জল্পনা চলে প্রতিবারই৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷

মঙ্গলবার দিল্লি রাজপথে 72 তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান পালন করতে প্রধানমন্ত্রী একটি বিশেষ পাগড়ি পরে হাজির হন৷ তিনি গাড়ি থেকেই নামতেই তা নজরকাড়ে ৷ কারণ, গত কয়েক বছরে যে পাগড়ি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী, তাতে অনেকটা কাপড় পিছনে ঝুলতে দেখা গিয়েছে৷ এবার তা ছিল না৷

স্বাভাবিক ভাবেই তাই আলোচনা শুরু হয় এবারের পাগড়ি নিয়ে৷ সঙ্গে সঙ্গেই অনেকে মোদির মাথার পাগড়ির ইতিহাস খুঁজতে শুরু করেন৷ দেখা যায় যে এই পাগড়ি আসলে গুজরাতের জামনগরের রাজ পরিবারের৷ এই পাগড়ি রাজ পরিবারের তরফেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : আকাশে ‘ত্রিশূল’ রাফালের, প্যারেডে রামমন্দির থেকে মৈত্রী বুদ্ধ

এদিন দিল্লির রাজপথে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী গিয়েছিলেন ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে ৷ তিনি সেখানে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেন ৷ তার পর সেখান থেকে তিনি চলে আসেন রাজপথে ৷ সেখানে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ তার পর প্রধানমন্ত্রী সেখানে দাঁড়িয়ে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্বাগত জানান৷ তার আগে তিনি সেখানে উপস্থিত অতিথিদের সঙ্গেও কুশল বিনিময় করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.