ETV Bharat / bharat

সেন্ট্রাল ভিস্তা নিয়ে কংগ্রেসের অভিযোগের পালটা সমালোচনা মোদির মন্ত্রীর - ভারত সরকার

সেন্ট্রাল ভিস্তা নিয়ে কংগ্রেসের আক্রমণের জবাব দিলেন মোদি সরকারের মন্ত্রী হরদীপ পুরী ৷ সম্প্রতি এই প্রকল্প নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

সেন্ট্রাল ভিস্তা নিয়ে কংগ্রেসের অভিযোগের পালটা সমালোচনা মোদির মন্ত্রীর
সেন্ট্রাল ভিস্তা নিয়ে কংগ্রেসের অভিযোগের পালটা সমালোচনা মোদির মন্ত্রীর
author img

By

Published : May 8, 2021, 3:56 PM IST

নয়াদিল্লি, 8 মে : সেন্ট্রাল ভিস্তা নিয়ে কংগ্রেসের আক্রমণের জবাব দিলেন মোদি সরকারের মন্ত্রী হরদীপ পুরী ৷ তাঁর দাবি, যখন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ কেন্দ্রের ক্ষমতায় ছিল, তখন তারাও নয়া সংসদ ভবন নির্মাণের এই প্রকল্পের পক্ষে ছিল ৷

উল্লেখ্য, সম্প্রতি এই প্রকল্প নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ একদিকে যখন করোনা সংক্রমণের জেরে দেশের পরিস্থিতি বেসামাল, তখন কেন এই প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হল তিনি সেই প্রশ্ন তোলেন ৷ তিনি এই প্রকল্পকে ‘অপরাধমূলক অপব্যবহার’ বলেও কটাক্ষ করেছিলেন ৷

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী রাহুলের সেই অভিযোগেরই জবাব দিয়েছেন ৷ তিনি এই নিয়ে টুইটারে লিখেছেন যে সেন্ট্রাল ভিস্তার প্রকল্পের জন্য খরচ হচ্ছে 20 হাজার কোটি টাকা ৷ কিন্তু করোনার টিকাকরণের জন্য বরাদ্দ করা হয়েছে এর দ্বিগুন টাকা ৷ এমনকী, দেশের স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ 3 লক্ষ কোটি টাকা ৷

আরও পড়ুন : সংক্রমণ রুখতে ফের কয়েদিদের সাময়িক মুক্তির নির্দেশ সুুপ্রিম কোর্টের

একই সঙ্গে তিনি টুইটারে একাধিক ছবি দিয়ে বোঝাতে চেয়েছেন যে কংগ্রেস কীভাবে মহারাষ্ট্র, ছত্তীশগড়ে বিধায়কদের হস্টেল, নতুন বিধানসভা ভবন তৈরিতে খরচ করছে ৷ তার পর আবার কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে ৷

নয়াদিল্লি, 8 মে : সেন্ট্রাল ভিস্তা নিয়ে কংগ্রেসের আক্রমণের জবাব দিলেন মোদি সরকারের মন্ত্রী হরদীপ পুরী ৷ তাঁর দাবি, যখন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ কেন্দ্রের ক্ষমতায় ছিল, তখন তারাও নয়া সংসদ ভবন নির্মাণের এই প্রকল্পের পক্ষে ছিল ৷

উল্লেখ্য, সম্প্রতি এই প্রকল্প নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ একদিকে যখন করোনা সংক্রমণের জেরে দেশের পরিস্থিতি বেসামাল, তখন কেন এই প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হল তিনি সেই প্রশ্ন তোলেন ৷ তিনি এই প্রকল্পকে ‘অপরাধমূলক অপব্যবহার’ বলেও কটাক্ষ করেছিলেন ৷

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী রাহুলের সেই অভিযোগেরই জবাব দিয়েছেন ৷ তিনি এই নিয়ে টুইটারে লিখেছেন যে সেন্ট্রাল ভিস্তার প্রকল্পের জন্য খরচ হচ্ছে 20 হাজার কোটি টাকা ৷ কিন্তু করোনার টিকাকরণের জন্য বরাদ্দ করা হয়েছে এর দ্বিগুন টাকা ৷ এমনকী, দেশের স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ 3 লক্ষ কোটি টাকা ৷

আরও পড়ুন : সংক্রমণ রুখতে ফের কয়েদিদের সাময়িক মুক্তির নির্দেশ সুুপ্রিম কোর্টের

একই সঙ্গে তিনি টুইটারে একাধিক ছবি দিয়ে বোঝাতে চেয়েছেন যে কংগ্রেস কীভাবে মহারাষ্ট্র, ছত্তীশগড়ে বিধায়কদের হস্টেল, নতুন বিধানসভা ভবন তৈরিতে খরচ করছে ৷ তার পর আবার কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.