ETV Bharat / bharat

COVID Orphaned : কোভিডে অনাথ 4 হাজার শিশু, রাজ্যসভায় জানালেন স্মৃতি - কোভিডে অনাথ 4 হাজার শিশু

পিএম কেয়ার্সের অধীনে শিশুদের জন্য যে প্রকল্প রয়েছে, তাতে 4302টি আবেদন এসেছে কোভিডে মা-বাবা হারানো শিশুদের তরফ থেকে ৷ বুধবার রাজ্যসভায় এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্য়াণ মন্ত্রী স্মৃতি ইরানি (Modi Minister Smriti Irani says Over 4000 children orphaned during COVID-19 pandemic) ৷

Over 4000 children orphaned during COVID 19 pandemic
কোভিডে অনাথ 4 হাজার শিশু
author img

By

Published : Mar 16, 2022, 8:59 PM IST

নয়াদিল্লি, 16 মার্চ : পিএম কেয়ার্সের অধীনে শিশুদের জন্য যে প্রকল্প রয়েছে, তাতে 8973টি আবেদন এসেছে ৷ তার মধ্যে 4302টি আবেদন এসেছে কোভিডে মা-বাবা হারানো শিশুদের তরফে ৷ ওই শিশুদের প্রত্যেককেই কেন্দ্রের এই প্রকল্পের অধীনে সমস্ত রকম সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ বুধবার রাজ্যসভায় এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্য়াণ মন্ত্রী স্মৃতি ইরানি (Modi Minister Smriti Irani says Over 4000 children orphaned during COVID-19 pandemic) ৷

তিনি জানান, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ওয়েবসাইটে এই তথ্যগুলি আপলোড করা হয়েছে ৷ গত 14 মার্চ পর্যন্ত যা আবেদন এসেছে, তার নিরিখেই তিনি এই তথ্য তুলে ধরেছেন বলে জানিয়েছেন ৷

স্মৃতি ইরানির দেওয়া তথ্য অনুযায়ী, 0-6 বছর পর্যন্ত 212 জন, 6-14 বছর পর্যন্ত 1670 জন এবং 14-18 বছর পর্যন্ত 2001 জন শিশু পিএম কের্য়াসের ওই প্রকল্পে সাহায্যের জন্য আবেদন করেছেন ৷ তিনি জানান, এছাড়া 18 থেকে 23 বছর বয়সী 418 জনকেও ওই প্রকল্পের অধীনে সাহায্য করার ব্যবস্থা করা হয়েছে ৷

তিনি জানান, মিশন বাৎসল্যের অধীনে চাইল্ড প্রোটেকশন সার্ভিসেস বা সিপিএস স্কিমে একটি প্রকল্প চালায় কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রক ৷ সেই প্রকল্পের সুবিধা শিশুদের কাছে পৌঁছে দেয় বিভিন্ন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ৷ এই প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন অংশে চাইল্ড কেয়ার ইনস্টিটিউটও তৈরি করা হচ্ছে ৷

আরও পড়ুন : PM Modi on Covid Vaccination : আজকের দিনটা গুরুত্বপূর্ণ, 12-14 বছর বয়সিদের টিকাকরণ নিয়ে টুইট মোদির

নয়াদিল্লি, 16 মার্চ : পিএম কেয়ার্সের অধীনে শিশুদের জন্য যে প্রকল্প রয়েছে, তাতে 8973টি আবেদন এসেছে ৷ তার মধ্যে 4302টি আবেদন এসেছে কোভিডে মা-বাবা হারানো শিশুদের তরফে ৷ ওই শিশুদের প্রত্যেককেই কেন্দ্রের এই প্রকল্পের অধীনে সমস্ত রকম সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ বুধবার রাজ্যসভায় এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্য়াণ মন্ত্রী স্মৃতি ইরানি (Modi Minister Smriti Irani says Over 4000 children orphaned during COVID-19 pandemic) ৷

তিনি জানান, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ওয়েবসাইটে এই তথ্যগুলি আপলোড করা হয়েছে ৷ গত 14 মার্চ পর্যন্ত যা আবেদন এসেছে, তার নিরিখেই তিনি এই তথ্য তুলে ধরেছেন বলে জানিয়েছেন ৷

স্মৃতি ইরানির দেওয়া তথ্য অনুযায়ী, 0-6 বছর পর্যন্ত 212 জন, 6-14 বছর পর্যন্ত 1670 জন এবং 14-18 বছর পর্যন্ত 2001 জন শিশু পিএম কের্য়াসের ওই প্রকল্পে সাহায্যের জন্য আবেদন করেছেন ৷ তিনি জানান, এছাড়া 18 থেকে 23 বছর বয়সী 418 জনকেও ওই প্রকল্পের অধীনে সাহায্য করার ব্যবস্থা করা হয়েছে ৷

তিনি জানান, মিশন বাৎসল্যের অধীনে চাইল্ড প্রোটেকশন সার্ভিসেস বা সিপিএস স্কিমে একটি প্রকল্প চালায় কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রক ৷ সেই প্রকল্পের সুবিধা শিশুদের কাছে পৌঁছে দেয় বিভিন্ন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ৷ এই প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন অংশে চাইল্ড কেয়ার ইনস্টিটিউটও তৈরি করা হচ্ছে ৷

আরও পড়ুন : PM Modi on Covid Vaccination : আজকের দিনটা গুরুত্বপূর্ণ, 12-14 বছর বয়সিদের টিকাকরণ নিয়ে টুইট মোদির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.