নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : হিরে ও অন্যান্য রত্নে 5 শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (modi govt announces customs duty cut on diamonds) ৷ মঙ্গলবার সংসদে বাজেট বক্তৃতায় এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman tabled Budget 2022) ৷
এদিন তিনি 2022-23 আর্থিক বছরের বাজেট পেশ করেন ৷ সেখানে তিনি জানান, গয়না শিল্পকে আরও চাঙ্গা করতে কেন্দ্রীয় সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হল ৷ চলতি বছরের জুন থেকে একটি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে ৷ যাতে ই-কমার্সের মাধ্যমে গয়না রফতানি করা যায় ৷
এছাড়া তিনি জানান, মোবাইল ফোনের চার্জার, মোবাইল ক্যামেরার লেন্স, মোবাইলে ব্যবহৃত সামগ্রীর উপর কর কমানো হচ্ছে, যাতে এই ধরনের বৈদ্যুতিন সামগ্রী দেশেই তৈরি হয় ৷ এর ফলে এই সামগ্রীগুলির দাম কমবে ৷
পেট্রোলিয়াম রিফাইনারির উপর থেকে শুল্ক কমানোর কথাও ঘোষণা করেছেন নির্মলা সীতারমন ৷ এছাড়া তিনি জানান, ছাতায় 20 শতাংশ আমদানি শুল্ক বাড়ছে ৷ কৃষি ক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্র ভারতে তৈরি হলে, তাতে প্রয়োজন অনুযায়ী ছাড় দেওয়া হবে ৷ স্টিল স্ক্র্যাপে শুল্ক ছাড়া দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Union Budget 2022: অপরিবর্তিত আয়কর কাঠামো, সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য