নয়াদিল্লি, 6 অগস্ট: স্বাধীনতা দিবস আসছে ৷ তার সঙ্গেই জড়িয়ে দেশভাগের যন্ত্রণা ৷ ভিটেছাড়া হওয়ার সেই ভয়াবহ ঘটনা, আতঙ্ক, কষ্ট তুলে ধরা হবে দেশের রেল স্টেশন, বিমানবন্দর এবং মলগুলিতে ৷ 10-14 অগস্ট পর্যন্ত সময়কালে 'হররস অফ দ্য পার্টিশন' শীর্ষক এই প্রদর্শনীর আয়োজন করেছে মোদি সরকার ৷ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক, রেলমন্ত্রকের কাছে এই মর্মে চিঠিও পাঠিয়েছে, যাতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারে এই প্রদর্শনী (Modi Government organizes 'Horrors Of Partition' Exihibition at key Public Places in India) ৷
2021-এ 14 অগস্টকে 'পার্টিশন হররস রিমেমবারেন্স ডে' নামে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার সময় দেশবাসীকে এ কথা জানান তিনি ৷ এবছর স্বাধীনতার 75 বছর ৷ একদিকে চলছে আজাদি কি অমৃত মহোৎসব, হর ঘর তেরঙ্গা উৎসব ৷ পাশাপাশি দেশভাগের ট্র্যাজেডিও মনে করিয়ে দিতে বদ্ধপরিকর বিজেপি সরকার ৷
আরও পড়ুন: ইন্দো-চিন সীমান্তে দেশের শেষ গ্রাম, মানায় উড়বে তেরঙা
রেলস্টেশন ছাড়া ব্যাঙ্ক, পোস্ট অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, পেট্রল পাম্প, প্রশিক্ষণ কেন্দ্রগুলিতেও দেশভাগের যন্ত্রণার ছবি নানাভাবে প্রদর্শিত হবে ৷ ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হবে এই প্রদর্শনীগুলিকে ৷ সংস্কৃতি মন্ত্রকের সচিব গোবিন্দ মোহন রেলের কাছে লেখেন, "দেশভাগের ফলে লক্ষ লক্ষ মানুষের যন্ত্রণা, আতঙ্কের ছবিগুলি মানুষের সামনে তুলে ধরা হবে 'পার্টিশন হররস রিমেমবারেন্স ডে'-তে ৷ বিপুল সংখ্যক মানুষ দেশ ছেড়ে চলে গিয়েছে ৷ গত শতকে এটাই সবচেয়ে বড় মানুষের স্থানান্তর ৷ বহু মানুষ প্রাণ হারিয়েছে ৷ দেশকে সে সব দিনের কথা মনে করানো দরকার ৷" তিনি 700টি জায়গায় এই প্রদর্শনী আয়োজনের কথা জানিয়েছেন রেল বোর্ডকে ৷
'ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ' এবং 'ইন্দিরা গান্ধি ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস' একসঙ্গে এই প্রদর্শনী করছে, জানান সংস্কৃতি মন্ত্রকের সচিব ৷ আজাদি কা অমৃত মহোৎসবের (Azadi ka Amrit Mahotsav) ওয়েবসাইটেও এই প্রদর্শনীর ডিজিটাল ফরম্যাট দেখা যাবে ইংরেজি, এবং হিন্দি ভাষায় ৷ যন্ত্রণার এই প্রদর্শনী যেন সমাজের কোনও সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত না লাগে, সে বিষয়ে সচেতন সংস্কৃতি মন্ত্রক ৷ তাই এর জন্য এসওপি (standard operating procedure) জারি করা হয়েছে ৷