নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ৷ 4 শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বৃদ্ধি করা হচ্ছে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ চলতি বছরের 1 জুলাই থেকে এই বর্ধিত ডিএ লাগু হবে ৷
বুধবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ৷ তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রস্তাব পাস করেছে ৷ এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকরা 34 শতাংশ হারে ডিএ পেতেন ৷ 2022 এর 1 জুলাই থেকে তাঁরা 38 শতাংশ হারে ডিএ পাবেন ৷
উৎসবের মরশুমের মুখে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত কর্মচারী ও পেনশন প্রাপকদের কাছে অবশ্যই সুখবর ৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্ধিত হারে ডিএ পেলেও রাজ্য সরকারই কর্মীদের ডিএ বৃদ্ধি হয়নি এখনও ৷ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ডিএ দেওয়া নিয়ে একাধিকবার নির্দেশ দিলেও এখনও রাজ্য সরকার এই নিয়ে কোনও ঘোষণা করেনি ৷ তাই পুজোর আগে এই নিয়ে কোনও ভালো খবর তাঁরাও পান কি না, সেই অপেক্ষাতেই রয়েছেন রাজ্য সরকারের কর্মচারীরা ৷
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে ৷ সেই সিদ্ধান্ত ঘোষণা করা হয় প্রতি বছর মার্চ ও সেপ্টেম্বরে ৷ আর তা কার্যকর হয় ওই বছরের 1 জানুয়ারি ও 1 জুলাই থেকে ৷ এবারও সেই নিয়মেই ডিএ বাড়ল ৷ চলতি বছর মার্চে 3 শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার ৷
আরও পড়ুন : কেন্দ্রীয় হারেই দিতে হবে মহার্ঘ ভাতা, রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ হাইকোর্টের