ETV Bharat / bharat

Model Dies During Fashion Show: ফ্যাশন শো চলাকালীন লাইট ভেঙে মৃত্যু মডেলের, গুরুতর আহত 1 - fashion show in noida

রবিবার নয়ডার ফিল্ম সিটিতে এক ফ্যাশন শোয়ে লাইট ভেঙে পড়ে এক মডেলের উপরে ৷ মৃত্যু হয়েছে ওই মডেলের ৷ গুরুতর আহত হয়েছেন আরও একজন ৷

Model dies during fashion show
ফ্যাশন শো চলাকালীন লাইট ভেঙে মৃত্যু মডেলের
author img

By

Published : Jun 11, 2023, 10:32 PM IST

নয়াদিল্লি, 11 জুন: দিল্লির ফিল্ম সিটিতে ফ্যাশন শো চলাকালীন দুর্ঘটনা ৷ মঞ্চের লাইট ভেঙে পড়ল মডেলের উপরে ৷ কৈলাস হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয়েছে ওই মহিলা মডেলের ৷ গুরুতর আহত হয়েছেন আরও একজন ৷ রবিবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে ৷ মৃত মডেলের নাম বনশিকা চোপড়া ৷

জানা গিয়েছে, 24 বছর বয়সী মডেল বনশিকা রবিবার দুপুর নাগাদ নয়ডার ফিল্ম সিটিতে ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করেছিলেন ৷ মঞ্চে শো চলাকালীন আচমকাই ভেঙে পড়ে রঙিন লাইটের স্ট্যান্ড ৷ লোহার স্ট্যান্ডটি ভেঙে পড়ে বনশিকা ও উপস্থিত ববি রাজের উপরে ৷ তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় কাছের নিকটবর্তী কৈলাস হাসপাতালে ৷ সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বনশিকার ৷ অন্যদিকে গুরুতর আহত ববি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ৷ তিনি গোপাল পুড়ার বাসিন্দা ৷ তাঁর বাবা রাজ কুমারকে খবর দেওয়া হয়েছে ৷ অন্যদিকে, নিহত মডেলের পরিবারকেও খবর দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: উলট পুরাণ! রাজধানীতে এবার পুরুষ সঙ্গীকে ছুরির কোপ মহিলার

ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে পুলিশেও ৷ পুলিশ এসে ফ্যাশন শোয়ের উপস্থাপক ও যিনি লাইটের দায়িত্বে ছিলেন তাঁদের জিজ্ঞাসাবাদ করে ৷ গৌতম বুদ্ধ নগরের কমিশনারেটের মিডিয়া সেলের তরফ থেকে বলা হয়েছে, নিহত ও আহত পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যাঁরা তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ মডেলের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে ৷

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ যদি নিহত ও আহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় তাহলে এই বিষয়ে তদন্ত শুরু হবে ৷ তবে এই ঘটনার জন্য কে বা কারা দায়ী সেই বিষয়ে তদন্ত চলছে এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন: ঔরঙ্গাবাদে দুই নাবালিকাকে ধর্ষণ, একটি ঘটনায় অভিযুক্ত বাবা

নয়াদিল্লি, 11 জুন: দিল্লির ফিল্ম সিটিতে ফ্যাশন শো চলাকালীন দুর্ঘটনা ৷ মঞ্চের লাইট ভেঙে পড়ল মডেলের উপরে ৷ কৈলাস হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয়েছে ওই মহিলা মডেলের ৷ গুরুতর আহত হয়েছেন আরও একজন ৷ রবিবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে ৷ মৃত মডেলের নাম বনশিকা চোপড়া ৷

জানা গিয়েছে, 24 বছর বয়সী মডেল বনশিকা রবিবার দুপুর নাগাদ নয়ডার ফিল্ম সিটিতে ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করেছিলেন ৷ মঞ্চে শো চলাকালীন আচমকাই ভেঙে পড়ে রঙিন লাইটের স্ট্যান্ড ৷ লোহার স্ট্যান্ডটি ভেঙে পড়ে বনশিকা ও উপস্থিত ববি রাজের উপরে ৷ তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় কাছের নিকটবর্তী কৈলাস হাসপাতালে ৷ সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বনশিকার ৷ অন্যদিকে গুরুতর আহত ববি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ৷ তিনি গোপাল পুড়ার বাসিন্দা ৷ তাঁর বাবা রাজ কুমারকে খবর দেওয়া হয়েছে ৷ অন্যদিকে, নিহত মডেলের পরিবারকেও খবর দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: উলট পুরাণ! রাজধানীতে এবার পুরুষ সঙ্গীকে ছুরির কোপ মহিলার

ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে পুলিশেও ৷ পুলিশ এসে ফ্যাশন শোয়ের উপস্থাপক ও যিনি লাইটের দায়িত্বে ছিলেন তাঁদের জিজ্ঞাসাবাদ করে ৷ গৌতম বুদ্ধ নগরের কমিশনারেটের মিডিয়া সেলের তরফ থেকে বলা হয়েছে, নিহত ও আহত পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যাঁরা তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ মডেলের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে ৷

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ যদি নিহত ও আহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় তাহলে এই বিষয়ে তদন্ত শুরু হবে ৷ তবে এই ঘটনার জন্য কে বা কারা দায়ী সেই বিষয়ে তদন্ত চলছে এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন: ঔরঙ্গাবাদে দুই নাবালিকাকে ধর্ষণ, একটি ঘটনায় অভিযুক্ত বাবা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.