ETV Bharat / bharat

Tomatoes with Mobile: মোবাইল কিনলেই 1 কেজি টমেটো ! অদ্ভুত অফার দোকানদারের

টমেটোর দাম এখন আকাশছোঁয়া ৷ এমন সময়ে মোবাইল কিনলে 1 কেজি টমেটো হাতে ধরিয়ে দেবেন দোকানদার ৷ এমন অভিনব অফার দিয়েছেন উত্তরপ্রদেশের বাগপেটের উপেন্দ্র ৷

ETV Bharat
মোবাইল কিনলে টমেটো ফ্রি
author img

By

Published : Jul 2, 2023, 10:33 AM IST

Updated : Jul 2, 2023, 10:54 AM IST

বাগপত (উত্তর প্রদেশ), 2 জুলাই: টমেটোর দামে ছ্যাঁকা লাগছে আমজনতার ৷ এই সময় 1 কেজি টমেটো বিনামূল্যে মিললে কেমন লাগবে ? তেমনটা জানিয়েছেন এক ব্যবসায়ী ৷ তবে তার জন্য একটিই শর্ত ৷ দোকানির দোকান থেকে মোবাইল কিনতে হবে ৷ তাহলে মিলবে 1 কেজি টমেটো অর্থাৎ 100 টাকার টমেটো ৷ হ্যাঁ, ফল হয়েছে হাতেনাতে ৷ দোকানে মোবাইল কিনতে ভিড় হচ্ছে বলে জানা গিয়েছে ৷

সূত্রে জানা গিয়েছে, বাগপতের একটি গ্রামে উপেন্দ্র কুমারের একটি মোবাইল বিক্রির দোকান রয়েছে ৷ মুদ্রাস্ফীতির কারণে দোকানে বিক্রিবাট্টা তেমন হচ্ছিল না ৷ ক্রেতা আসছিল না ৷ তখন একটি অদ্ভুত অফার ঘোষণা করেন দোকানদার উপেন্দ্র ৷ মোবাইল কিনলে ক্রেতাদের এক কেজি টমেটো বিনামূল্যে দেওয়ার কথা জানান তিনি ৷ স্বাভাবিক ভাবে, দোকানে এসে মোবাইলের সঙ্গে টমেটো নিয়ে যাচ্ছেন ক্রেতারা ৷ টমেটোর দাম বেড়েছে ৷ তাও টমেটো দেওয়া বন্ধ করেননি দোকান মালিক ৷

এখন বাজারে টমেটোর দামে আগুন ৷ এই অবস্থায় সাধারণ মানুষের স্বার্থে উপেন্দ্র তাঁর সিদ্ধান্ত থেকে পিছু হঠেননি ৷ তাই এখনও মোবাইলের সঙ্গে এক কেজি টমেটোও মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে ৷ দোকানে আসা ক্রেতা মনোজ কুমার বলেন, "আমাদের ফোন নিতে হবে ৷ এলাকার কয়েকজন জানান, ফোন দিয়ে এক কেজি টমেটো ফ্রি দেওয়া হচ্ছে ৷ তাই আমরা ভেবেছিলাম এই অজুহাতে টমেটোও ঘরে আসবে ৷"

আরও পড়ুন: সবজির দামের আঁচ পিছনে ফেলেছে ভোটের উত্তাপকেও, ময়দানে নবান্নের টাস্ক ফোর্স

আরেক মোবাইল ক্রেতা হরিশ কুমার জানান, মোবাইল কিনতে এসে ফোনের সঙ্গে এক কেজি টমেটোও পাওয়া যাবে ৷ দাম বাড়ায় এখন টমেটো ছাড়াই সবজি তৈরি হচ্ছে ৷ মোবাইল কোথাও না কোথাও থেকে কিনতেই হত ৷ তিনি ভাবলেন, এখান থেকে নিলে এক কেজি টমেটো পাওয়া যাবে ৷ টমেটোর এখন শোরুম পর্যন্ত গড়িয়েছে ৷

বাগপত (উত্তর প্রদেশ), 2 জুলাই: টমেটোর দামে ছ্যাঁকা লাগছে আমজনতার ৷ এই সময় 1 কেজি টমেটো বিনামূল্যে মিললে কেমন লাগবে ? তেমনটা জানিয়েছেন এক ব্যবসায়ী ৷ তবে তার জন্য একটিই শর্ত ৷ দোকানির দোকান থেকে মোবাইল কিনতে হবে ৷ তাহলে মিলবে 1 কেজি টমেটো অর্থাৎ 100 টাকার টমেটো ৷ হ্যাঁ, ফল হয়েছে হাতেনাতে ৷ দোকানে মোবাইল কিনতে ভিড় হচ্ছে বলে জানা গিয়েছে ৷

সূত্রে জানা গিয়েছে, বাগপতের একটি গ্রামে উপেন্দ্র কুমারের একটি মোবাইল বিক্রির দোকান রয়েছে ৷ মুদ্রাস্ফীতির কারণে দোকানে বিক্রিবাট্টা তেমন হচ্ছিল না ৷ ক্রেতা আসছিল না ৷ তখন একটি অদ্ভুত অফার ঘোষণা করেন দোকানদার উপেন্দ্র ৷ মোবাইল কিনলে ক্রেতাদের এক কেজি টমেটো বিনামূল্যে দেওয়ার কথা জানান তিনি ৷ স্বাভাবিক ভাবে, দোকানে এসে মোবাইলের সঙ্গে টমেটো নিয়ে যাচ্ছেন ক্রেতারা ৷ টমেটোর দাম বেড়েছে ৷ তাও টমেটো দেওয়া বন্ধ করেননি দোকান মালিক ৷

এখন বাজারে টমেটোর দামে আগুন ৷ এই অবস্থায় সাধারণ মানুষের স্বার্থে উপেন্দ্র তাঁর সিদ্ধান্ত থেকে পিছু হঠেননি ৷ তাই এখনও মোবাইলের সঙ্গে এক কেজি টমেটোও মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে ৷ দোকানে আসা ক্রেতা মনোজ কুমার বলেন, "আমাদের ফোন নিতে হবে ৷ এলাকার কয়েকজন জানান, ফোন দিয়ে এক কেজি টমেটো ফ্রি দেওয়া হচ্ছে ৷ তাই আমরা ভেবেছিলাম এই অজুহাতে টমেটোও ঘরে আসবে ৷"

আরও পড়ুন: সবজির দামের আঁচ পিছনে ফেলেছে ভোটের উত্তাপকেও, ময়দানে নবান্নের টাস্ক ফোর্স

আরেক মোবাইল ক্রেতা হরিশ কুমার জানান, মোবাইল কিনতে এসে ফোনের সঙ্গে এক কেজি টমেটোও পাওয়া যাবে ৷ দাম বাড়ায় এখন টমেটো ছাড়াই সবজি তৈরি হচ্ছে ৷ মোবাইল কোথাও না কোথাও থেকে কিনতেই হত ৷ তিনি ভাবলেন, এখান থেকে নিলে এক কেজি টমেটো পাওয়া যাবে ৷ টমেটোর এখন শোরুম পর্যন্ত গড়িয়েছে ৷

Last Updated : Jul 2, 2023, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.