ETV Bharat / bharat

Mobile Internet: সাড়ে চার মাস মণিপুরে শুরু হতে চলেছে মোবাইল ইন্টারনেট পরিষেবা - Manipur Violence

Mobile Internet Services to be Restored in Manipur: হিংসার জেরে গত 3 মে থেকে মণিপুরে বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট পরিষেবা ৷ সাড়ে চার মাস পর সেই পরিষেবা শুরু হতে চলেছে ৷ শনিবার জানালেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷

N Biren Singh
N Biren Singh
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 4:58 PM IST

ইম্ফল, 23 সেপ্টেম্বর: হিংসাত্মক পরিস্থিতির জেরে মণিপুরে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল ৷ তা শনিবার থেকে আবার চালু হতে চলেছে ৷ এ দিন এই কথা জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ গত 3 মে থেকে এই পরিষেবা বন্ধ করা ছিল ৷ একই সঙ্গে ভারত-মায়ানমার সীমান্তের উভয় দিকে অবাধ চলাচল বাতিল করার আহ্বান জানিয়েছেন ৷ উল্লেখ্য, ভারত-মায়ানমার সীমান্তের উভয় দিকের কাছাকাছি বসবাসকারী লোকজনকে কোনও নথি ছাড়াই একে অপরের ভূখণ্ডে 16 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয় । বীরেন সিং সেটাই বাতিল করার কথা বলেছেন ৷

এ দিন ইম্ফলে এক সাংবাদিক বৈঠক করেন মণিপুরের মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "ভুয়ো খবর, অপপ্রচার ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে পড়া আটকাতে সরকার গত 3 মে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছিল । তবে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে আজ থেকে সারা রাজ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা হবে ।"

তিনি জানান, সরকার অনুপ্রবেশকারীদের রুখতে অভিযান চালিয়ে যাবে ৷ তিনি ভারত-মায়ানমার সীমান্তে সম্পূর্ণ কাঁটাতারের বেড়া দেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছেন ৷ তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক মণিপুরে আন্তর্জাতিক সীমান্তের 60 কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়ার পদক্ষেপ করছে ৷

মণিপুরের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে তিনি সেখানে থাকা আগের সরকারগুলির উপরই কার্যত দায় চাপিয়ে দিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে বর্তমান পরিস্থিতি পূর্ববর্তী সরকারগুলির অপরিকল্পিত নীতির ফল ৷ পাশাপাশি এর পিছনে যে তাঁর সরকারের কোনও দায় নেই, সেটা বোঝাতে তিনি দাবি করেছেন যে বর্তমান পরিস্থিতি সাম্প্রতিক কোনও সিদ্ধান্তের তাৎক্ষণিক ফলাফল নয় ।

এন বীরেন সিং বলেন, "আমাদের সরকার অবাধ চলাচলের ব্যবস্থা বাতিল করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে অনুরোধ করেছে । এছাড়াও, নিরাপত্তা বাহিনী সঠিকভাবে সীমান্ত পাহারা দেয় না । জিরো পয়েন্টে মোতায়েন থাকার পরিবর্তে, তারা ভারতীয় ভূখণ্ডের ভিতরে 14-15 কিলোমিটার সীমান্ত পাহারা দিতে দেখা গিয়েছে ।"

মণিপুরের মুখ্যমন্ত্রী বনধের সংস্কৃতির বিরুদ্ধেও সরব হয়েছেন ৷ তাঁর দাবি, বিধায়ক, মন্ত্রী ও পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যাপক মৌখিক দুর্ব্যবহারের ঘটনাগুলি মানুষের নজর আসল সমস্যা থেকে সরিয়ে দিয়েছে ৷ এর ফলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছে । গত দু’মাসে মণিপুরের পরিস্থিতির উন্নতি হয়েছে ৷ ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করার ফলে গুলিবর্ষণের ঘটনা কমে এসেছে ৷

এন বীরেন সিং দাবি করেছেন যে একটি দেশব্যাপী সমীক্ষায় মণিপুরের যুবকদের মধ্যে মাদকের ব্যবহার বেড়েছে ৷ সেই কারণে 2018 সালে তাঁর সরকার মাদকের বিরুদ্ধে লড়াই শুরু করে ৷ তা এখনও অব্যাহত রয়েছে ৷ আগামিদিনেও অব্যাহত থাকবে ৷ তাছাড়া পাহাড়ে গাঁজার চাষ বন্ধ করতেও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

তিনি আরও জানান, পুলিশ পরিচয় দিয়ে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে মণিপুরে ৷ অপহরণ, তোলাবাজি বা অন্যান্য অপরাধের ঘটনাও ঘটছে ৷ এই বিষয়গুলিকে নির্মূল করাই মণিপুরের আসল লক্ষ্য হওয়া উচিত বলেই তিনি মনে করেন ৷ তিনি বলেন, "চূড়াচাঁদপুর, কাংপোকপি, মোরে ও ইম্ফলে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সরকার একাধিক উদ্যোগ নিচ্ছে ৷"

উল্লেখ্য, গত 3 মে মণিপুরে জাতিগত হিংসা শুরু হওয়ার পর থেকে 175 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন ৷ কয়েকশো মানুষ আহত হয়েছেন ৷

আরও পড়ুন: মণিপুরের ডিজিপি'কে তলব সুপ্রিম কোর্টের, পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ

ইম্ফল, 23 সেপ্টেম্বর: হিংসাত্মক পরিস্থিতির জেরে মণিপুরে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল ৷ তা শনিবার থেকে আবার চালু হতে চলেছে ৷ এ দিন এই কথা জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ গত 3 মে থেকে এই পরিষেবা বন্ধ করা ছিল ৷ একই সঙ্গে ভারত-মায়ানমার সীমান্তের উভয় দিকে অবাধ চলাচল বাতিল করার আহ্বান জানিয়েছেন ৷ উল্লেখ্য, ভারত-মায়ানমার সীমান্তের উভয় দিকের কাছাকাছি বসবাসকারী লোকজনকে কোনও নথি ছাড়াই একে অপরের ভূখণ্ডে 16 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয় । বীরেন সিং সেটাই বাতিল করার কথা বলেছেন ৷

এ দিন ইম্ফলে এক সাংবাদিক বৈঠক করেন মণিপুরের মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "ভুয়ো খবর, অপপ্রচার ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে পড়া আটকাতে সরকার গত 3 মে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছিল । তবে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে আজ থেকে সারা রাজ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা হবে ।"

তিনি জানান, সরকার অনুপ্রবেশকারীদের রুখতে অভিযান চালিয়ে যাবে ৷ তিনি ভারত-মায়ানমার সীমান্তে সম্পূর্ণ কাঁটাতারের বেড়া দেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছেন ৷ তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক মণিপুরে আন্তর্জাতিক সীমান্তের 60 কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়ার পদক্ষেপ করছে ৷

মণিপুরের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে তিনি সেখানে থাকা আগের সরকারগুলির উপরই কার্যত দায় চাপিয়ে দিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে বর্তমান পরিস্থিতি পূর্ববর্তী সরকারগুলির অপরিকল্পিত নীতির ফল ৷ পাশাপাশি এর পিছনে যে তাঁর সরকারের কোনও দায় নেই, সেটা বোঝাতে তিনি দাবি করেছেন যে বর্তমান পরিস্থিতি সাম্প্রতিক কোনও সিদ্ধান্তের তাৎক্ষণিক ফলাফল নয় ।

এন বীরেন সিং বলেন, "আমাদের সরকার অবাধ চলাচলের ব্যবস্থা বাতিল করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে অনুরোধ করেছে । এছাড়াও, নিরাপত্তা বাহিনী সঠিকভাবে সীমান্ত পাহারা দেয় না । জিরো পয়েন্টে মোতায়েন থাকার পরিবর্তে, তারা ভারতীয় ভূখণ্ডের ভিতরে 14-15 কিলোমিটার সীমান্ত পাহারা দিতে দেখা গিয়েছে ।"

মণিপুরের মুখ্যমন্ত্রী বনধের সংস্কৃতির বিরুদ্ধেও সরব হয়েছেন ৷ তাঁর দাবি, বিধায়ক, মন্ত্রী ও পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যাপক মৌখিক দুর্ব্যবহারের ঘটনাগুলি মানুষের নজর আসল সমস্যা থেকে সরিয়ে দিয়েছে ৷ এর ফলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছে । গত দু’মাসে মণিপুরের পরিস্থিতির উন্নতি হয়েছে ৷ ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করার ফলে গুলিবর্ষণের ঘটনা কমে এসেছে ৷

এন বীরেন সিং দাবি করেছেন যে একটি দেশব্যাপী সমীক্ষায় মণিপুরের যুবকদের মধ্যে মাদকের ব্যবহার বেড়েছে ৷ সেই কারণে 2018 সালে তাঁর সরকার মাদকের বিরুদ্ধে লড়াই শুরু করে ৷ তা এখনও অব্যাহত রয়েছে ৷ আগামিদিনেও অব্যাহত থাকবে ৷ তাছাড়া পাহাড়ে গাঁজার চাষ বন্ধ করতেও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

তিনি আরও জানান, পুলিশ পরিচয় দিয়ে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে মণিপুরে ৷ অপহরণ, তোলাবাজি বা অন্যান্য অপরাধের ঘটনাও ঘটছে ৷ এই বিষয়গুলিকে নির্মূল করাই মণিপুরের আসল লক্ষ্য হওয়া উচিত বলেই তিনি মনে করেন ৷ তিনি বলেন, "চূড়াচাঁদপুর, কাংপোকপি, মোরে ও ইম্ফলে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সরকার একাধিক উদ্যোগ নিচ্ছে ৷"

উল্লেখ্য, গত 3 মে মণিপুরে জাতিগত হিংসা শুরু হওয়ার পর থেকে 175 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন ৷ কয়েকশো মানুষ আহত হয়েছেন ৷

আরও পড়ুন: মণিপুরের ডিজিপি'কে তলব সুপ্রিম কোর্টের, পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.