ETV Bharat / bharat

ওড়িশায় মোবাইল চুরির চেষ্টার অভিযোগে দু’জনকে পিটিয়ে খুন, একজন আশঙ্কাজনক - মোবাইল চুরির চেষ্টা

Mob Lynching in Bargarh: ওড়িশায় দু’জনকে পিটিয়ে খুন করেছে উন্মত্ত জনতা ৷ একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ মোবাইল চুরির চেষ্টার অভিযোগে এই ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ ৷ তিনজনের এক সঙ্গী এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে ৷

Mob Lynching in Bargarh
Mob Lynching in Bargarh
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 8:19 PM IST

বারগড় (ওড়িশা), 22 নভেম্বর: মোবাইল ফোন চুরির চেষ্টার অভিযোগ ৷ সেই কারণে দু’জন গণপিটুনি দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে ৷ মঙ্গলবার ওড়িশার বারগড় জেলার সাহুতিকরা রোড ও ভেদেন রোডে এই ঘটনা ঘটেছে । মৃতদের নাম বিজয় বাগ এবং সম্বলপুরের বিকু জল । বিজয় পান্ড্রিপাটারের বাসিন্দা ৷ আর বিকুর বাড়ি সম্বলপুরে৷ আহতের নাম সুরজ কর্মা ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বারগড়-বেদেন সড়কে লুটেরাদের দাপাদাপি বেড়েছে ৷ এই নিয়ে পুলিশের কাছে একাধিকবার অভিযোগ করা হয়েছে ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ ফলে ছিনতাইকারীদের অত্যাচার ক্রমশ বাড়ছে ৷ ওই এলাকা দিয়ে যাতায়াতকারী অনেকের টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে । এই জন্য স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ বাড়ছিল ৷ সেই ক্ষোভের শিকার হল দু’জন ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল 4টের দিকে সাহুটিক্রা সাব রোডে চারজন ছিনতাইকারী এক ব্যক্তিকে থামিয়ে তাঁর মোবাইল ফোন ও টাকা লুট করার চেষ্টা করে । তা দেখে স্থানীয় লোকজন তৎপর হয়ে তিনজন ছিনতাইকারীকে আটক করেন এবং একজন পালিয়ে যায় । এরপর উত্তেজিত জনতা ওই তিনজনকে বেধড়ক মারধর করে । পরে গ্রামবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনকে উদ্ধার করে ৷ তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বারগড় পুরাতন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

ওই তিনজনের মধ্যে একজন সেখানে মারা যায় ৷ বাকি দু’জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের বুরলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় ৷ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক ৷

আরও পড়ুন:

মোদি-যোগীকে খুনের হুমকি দিয়ে ফোন, মুম্বইয়ে গ্রেফতার 29-এর যুবক

বারগড় (ওড়িশা), 22 নভেম্বর: মোবাইল ফোন চুরির চেষ্টার অভিযোগ ৷ সেই কারণে দু’জন গণপিটুনি দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে ৷ মঙ্গলবার ওড়িশার বারগড় জেলার সাহুতিকরা রোড ও ভেদেন রোডে এই ঘটনা ঘটেছে । মৃতদের নাম বিজয় বাগ এবং সম্বলপুরের বিকু জল । বিজয় পান্ড্রিপাটারের বাসিন্দা ৷ আর বিকুর বাড়ি সম্বলপুরে৷ আহতের নাম সুরজ কর্মা ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বারগড়-বেদেন সড়কে লুটেরাদের দাপাদাপি বেড়েছে ৷ এই নিয়ে পুলিশের কাছে একাধিকবার অভিযোগ করা হয়েছে ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ ফলে ছিনতাইকারীদের অত্যাচার ক্রমশ বাড়ছে ৷ ওই এলাকা দিয়ে যাতায়াতকারী অনেকের টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে । এই জন্য স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ বাড়ছিল ৷ সেই ক্ষোভের শিকার হল দু’জন ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল 4টের দিকে সাহুটিক্রা সাব রোডে চারজন ছিনতাইকারী এক ব্যক্তিকে থামিয়ে তাঁর মোবাইল ফোন ও টাকা লুট করার চেষ্টা করে । তা দেখে স্থানীয় লোকজন তৎপর হয়ে তিনজন ছিনতাইকারীকে আটক করেন এবং একজন পালিয়ে যায় । এরপর উত্তেজিত জনতা ওই তিনজনকে বেধড়ক মারধর করে । পরে গ্রামবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনকে উদ্ধার করে ৷ তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বারগড় পুরাতন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

ওই তিনজনের মধ্যে একজন সেখানে মারা যায় ৷ বাকি দু’জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের বুরলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় ৷ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক ৷

আরও পড়ুন:

মোদি-যোগীকে খুনের হুমকি দিয়ে ফোন, মুম্বইয়ে গ্রেফতার 29-এর যুবক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.