ETV Bharat / bharat

গাড়ি পার্কিংকে ঘিরে গণ্ডগোলে গুলি-গণপিটুনি, বিহারে মৃত 4 - গাড়ি পার্কিং

Mob lynching in Aurangabad: গাড়ি পার্কিংকে ঘিরে গণ্ডগোলের জেরে প্রথমে চলল গুলি ৷ তাতে একজনের মৃত্যু হওয়ায় হল পালটা গণপিটুনি ৷ তার জেরে আবার মৃত্যু হল তিনজনের ৷ বিহারের ঔরঙ্গাবাদের ঘটনা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 8:01 PM IST

ঔরঙ্গাবাদ, 15 জানুয়ারি: বিহারের ঔরঙ্গাবাদে গুলি ও গণপিটুনির ঘটনায় মৃত্যু হল চারজনের ৷ একটি দোকানে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ৷ তার জেরেই গাড়ির চালক গুলি চালান বলে অভিযোগ ৷ গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হওয়ায় উত্তেজিত জনতা ওই গাড়িতে থাকা তিনজনকে পিটিয়ে মেরে ফেলেন বলে অভিযোগ উঠেছে ৷ আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন ৷

বিহারের ঔরঙ্গাবাদের নবীনগর থানা এলাকার তেতরিয়া মোড়ে ঘটনাটি ঘটেছে । জানা গিয়েছে, রবিবার রাতে সেখানকার একটি দোকানের সামনে একটি গাড়ি পার্কিং করেন এক চালক ৷ দোকানের কাছে গাড়িটি দাঁড় করানো মাত্রই দোকানদার গাড়ির চালককে দ্রুত সেখান থেকে গাড়িটি সরিয়ে নিতে বলেন । দোকানদারের দাবি, তাঁর দোকানের সামনে গাড়ি দাঁড় করানো যাবে না ৷

এই নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় দু'জনের মধ্যে । ক্রমেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ ক্ষেপে গিয়ে গাড়ির চালক তাঁর বন্দুক বের করে ওই দোকানদারকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন । তবে দোকানদার কোনও মতে বেঁচে যান আর সেই গুলি গিয়ে লাগে দোকানদারের পাশে বসে থাকা এক ব্যক্তির গায়ে ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ জানা গিয়েছে, মৃতের নাম রাম শরণ চৌহান ৷ তিনি মহুয়ারি গ্রামের বাসিন্দা ছিলেন ।

এই ঘটনায় তেলে বেগুনে জ্বলে ওঠেন স্থানীয় মানুষজন ৷ তাঁরা ওই গাড়িতে থাকা চার যুবককে গাড়ি থেকে বের করে এনে বেধড়ক পেটাতে থাকেন ৷ বেদম প্রহারে ঘটনাস্থলেই গাড়ির দুই আরোহীর মৃত্যু হয় ৷ আর একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে আর বাঁচানো যায়নি ৷ গাড়িতে থাকা আরও এক যুবকের চিকিৎসা চলছে ।

মৃত গাড়ির আরোহীরা ঝাড়খণ্ডের পালামু জেলার হায়দারনগরের বাসিন্দা । তাঁরা গাড়িতে করে সাসারামে শের শাহ সুরির সমাধি দেখতে যাচ্ছিলেন । এই ঘটনার খবর পেয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার পাণ্ডে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন । তিনি বিষয়টি সদরের এসডিও মহম্মদ আমানুল্লাহ খানকে জানান । এফএসএল টিমও ঘটনাস্থলে পৌঁছেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. ফোন চুরির অভিযোগে 'শাস্তি', রাস্তায় ফেলে তিন যুবককে বিবস্ত্র করে মার স্থানীয়দের
  2. একটা-দু'টো নয়, মাংসের লোভে 8টি ময়ূর শিকার করে শ্রীঘরে অভিযুক্ত
  3. তালা ভেঙে শিক্ষিকার ফ্ল্যাটে হানা, বাঁকুড়া পুলিশের জালে এমএ পাশ চোর

ঔরঙ্গাবাদ, 15 জানুয়ারি: বিহারের ঔরঙ্গাবাদে গুলি ও গণপিটুনির ঘটনায় মৃত্যু হল চারজনের ৷ একটি দোকানে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ৷ তার জেরেই গাড়ির চালক গুলি চালান বলে অভিযোগ ৷ গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হওয়ায় উত্তেজিত জনতা ওই গাড়িতে থাকা তিনজনকে পিটিয়ে মেরে ফেলেন বলে অভিযোগ উঠেছে ৷ আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন ৷

বিহারের ঔরঙ্গাবাদের নবীনগর থানা এলাকার তেতরিয়া মোড়ে ঘটনাটি ঘটেছে । জানা গিয়েছে, রবিবার রাতে সেখানকার একটি দোকানের সামনে একটি গাড়ি পার্কিং করেন এক চালক ৷ দোকানের কাছে গাড়িটি দাঁড় করানো মাত্রই দোকানদার গাড়ির চালককে দ্রুত সেখান থেকে গাড়িটি সরিয়ে নিতে বলেন । দোকানদারের দাবি, তাঁর দোকানের সামনে গাড়ি দাঁড় করানো যাবে না ৷

এই নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় দু'জনের মধ্যে । ক্রমেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ ক্ষেপে গিয়ে গাড়ির চালক তাঁর বন্দুক বের করে ওই দোকানদারকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন । তবে দোকানদার কোনও মতে বেঁচে যান আর সেই গুলি গিয়ে লাগে দোকানদারের পাশে বসে থাকা এক ব্যক্তির গায়ে ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ জানা গিয়েছে, মৃতের নাম রাম শরণ চৌহান ৷ তিনি মহুয়ারি গ্রামের বাসিন্দা ছিলেন ।

এই ঘটনায় তেলে বেগুনে জ্বলে ওঠেন স্থানীয় মানুষজন ৷ তাঁরা ওই গাড়িতে থাকা চার যুবককে গাড়ি থেকে বের করে এনে বেধড়ক পেটাতে থাকেন ৷ বেদম প্রহারে ঘটনাস্থলেই গাড়ির দুই আরোহীর মৃত্যু হয় ৷ আর একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে আর বাঁচানো যায়নি ৷ গাড়িতে থাকা আরও এক যুবকের চিকিৎসা চলছে ।

মৃত গাড়ির আরোহীরা ঝাড়খণ্ডের পালামু জেলার হায়দারনগরের বাসিন্দা । তাঁরা গাড়িতে করে সাসারামে শের শাহ সুরির সমাধি দেখতে যাচ্ছিলেন । এই ঘটনার খবর পেয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার পাণ্ডে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন । তিনি বিষয়টি সদরের এসডিও মহম্মদ আমানুল্লাহ খানকে জানান । এফএসএল টিমও ঘটনাস্থলে পৌঁছেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. ফোন চুরির অভিযোগে 'শাস্তি', রাস্তায় ফেলে তিন যুবককে বিবস্ত্র করে মার স্থানীয়দের
  2. একটা-দু'টো নয়, মাংসের লোভে 8টি ময়ূর শিকার করে শ্রীঘরে অভিযুক্ত
  3. তালা ভেঙে শিক্ষিকার ফ্ল্যাটে হানা, বাঁকুড়া পুলিশের জালে এমএ পাশ চোর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.