ETV Bharat / bharat

AAP BJP clash বিধায়কদের 20 কোটির প্রলোভন, অপারেশন লোটাস সামলাতে জরুরি বৈঠকে কেজরিওয়াল - আপ

অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) অভিযোগ, আপের বেশ কিছু বিধায়কের উপর চাপ সৃষ্টি করছে গেরুয়া শিবির ৷ ইডি-সিবিআইয়ের ভয় তো বটেই, প্রলোভন দেখানো হয়েছে কোটি কোটি টাকারও (BJP allegedly threatened AAP MLAs) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 24, 2022, 5:02 PM IST

Updated : Aug 24, 2022, 5:26 PM IST

নয়াদিল্লি, 24 অগস্ট: আপ বনাম বিজেপি দ্বৈরথে কয়েকদিন ধরেই উত্তাল দিল্লির রাজনীতি (AAP-BJP clash in Delhi) ৷ মণীশ সিসোদিয়া অভিযোগ করেছেন, আপ ভেঙে বিজেপিতে গেলে সমস্ত মামলা থেকে রেহাই পেতেন ৷ অফার ছিল 'মুখ্যমন্ত্রীত্বর'ও ৷ এবার তাতেই নতুন পরত চড়ালেন কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ রাজধানীর মুখ্যমন্ত্রীর দাবি, আপের বেশ কিছু বিধায়কের উপর চাপ সৃষ্টি করছে গেরুয়া শিবির ৷ ইডি-সিবিআইয়ের ভয় তো বটেই, প্রলোভন দেখানো হয়েছে কোটি কোটি টাকারও ৷ আপ প্রধান জানিয়েছেন, সেই সংখ্যাটা 20 কোটি (AAP MLAs threatened offered bribes to break party) ৷

রবিবার জানা গিয়েছিল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ 15 জনের বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করেছে সিবিআই ৷ দিনভর নাটক, টুইট যুদ্ধ চলার পর শেষপর্যন্ত জানা গিয়েছিল, সেরকম কিছু হয়নি ৷ ঠিক পরদিন সকালে একটি টুইট করে মণীশ সিসোদিয়া (Manish Sisodia) দাবি করেন, তাঁকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি ৷ বিনিময়ে ইডি, সিবিআই-সহ অন্যান্য তদন্তকারী সংস্থার হাত থেকে মুক্ত করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিল (Manish Sisodia Claims big on BJP ) ৷ একই সঙ্গে তিনি বলেন, "আমি সাফ জানিয়ে দিয়েছি, আমার বিরুদ্ধে দায়ের হওয়া প্রতিটি কেস ভুয়ো ৷ আমি কোনওভাবেই দুর্নীতিগ্রস্থদের দলে যোগ দেব না ৷"

  • BJP द्वारा Delhi Govt. गिराने की साजिश।
    "AAP के बहुत से MLAs हमारे संपर्क में हैं और अगर तुम भी BJP में आ जाओ तो तुमको ₹ 20 Crore देंगे।"
    मैंने मना किया तो धमकी दी कि
    "फ़िर @msisodia को CBI के झूठे Case में फंसाया वैसे तुम्हें भी फंसा देंगे।"
    मै डरने व बिकने वाला नहीं हू। pic.twitter.com/eJS11fjfOt

    — Ajay Dutt (@AjayDutt48) August 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : সিসোদিয়াকে ভারতরত্ন দেওয়া উচিত, দাবি জানালেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্নাটকের মতো দিল্লিতেও ‘অপারেশন লোটাস’ চালাচ্ছে পদ্মশিবির ৷ গত কয়েকদিন ধরেই বারবার এই দাবিতে সরব হয়েছে আপ নেতৃত্ব ৷ কেজরিওয়াল, সিসোদিয়া একাধিকবার প্রকাশ্যে অভিযোগ করেছেন, বিজেপি সরকার ফেলার চেষ্টা করছে । সাংবাদিক বৈঠকে সঞ্জয় সিং জানিয়েছেন, অজয় দত্ত, সঞ্জীব ঝাঁ, সোমনাথ ভারতী এবং কুলদীপকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে । অন্যথায়, প্রত্যেকের পেছনে ইডি-সিবিআই 'লেলিয়ে' দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : সিসোদিয়াকে ভারতরত্ন দেওয়া উচিত, দাবি জানালেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

তারপরেই মণীশ সিসোদিয়া টুইটে দাবি লেখেন, "আমাকে ভাঙাতে না পেরে অন্য আপ বিধায়কদের 20 কোটি টাকা করে ঘুষ দেওয়ার চেষ্টা করছে বিজেপি । আমরা অরবিন্দ কেজরিওয়ালের সৈনিক । ভগত সিংয়ের অনুগামী । মরে যাব তবু বিশ্বাসঘাতকতা করব না ।"

নয়াদিল্লি, 24 অগস্ট: আপ বনাম বিজেপি দ্বৈরথে কয়েকদিন ধরেই উত্তাল দিল্লির রাজনীতি (AAP-BJP clash in Delhi) ৷ মণীশ সিসোদিয়া অভিযোগ করেছেন, আপ ভেঙে বিজেপিতে গেলে সমস্ত মামলা থেকে রেহাই পেতেন ৷ অফার ছিল 'মুখ্যমন্ত্রীত্বর'ও ৷ এবার তাতেই নতুন পরত চড়ালেন কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ রাজধানীর মুখ্যমন্ত্রীর দাবি, আপের বেশ কিছু বিধায়কের উপর চাপ সৃষ্টি করছে গেরুয়া শিবির ৷ ইডি-সিবিআইয়ের ভয় তো বটেই, প্রলোভন দেখানো হয়েছে কোটি কোটি টাকারও ৷ আপ প্রধান জানিয়েছেন, সেই সংখ্যাটা 20 কোটি (AAP MLAs threatened offered bribes to break party) ৷

রবিবার জানা গিয়েছিল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ 15 জনের বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করেছে সিবিআই ৷ দিনভর নাটক, টুইট যুদ্ধ চলার পর শেষপর্যন্ত জানা গিয়েছিল, সেরকম কিছু হয়নি ৷ ঠিক পরদিন সকালে একটি টুইট করে মণীশ সিসোদিয়া (Manish Sisodia) দাবি করেন, তাঁকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি ৷ বিনিময়ে ইডি, সিবিআই-সহ অন্যান্য তদন্তকারী সংস্থার হাত থেকে মুক্ত করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিল (Manish Sisodia Claims big on BJP ) ৷ একই সঙ্গে তিনি বলেন, "আমি সাফ জানিয়ে দিয়েছি, আমার বিরুদ্ধে দায়ের হওয়া প্রতিটি কেস ভুয়ো ৷ আমি কোনওভাবেই দুর্নীতিগ্রস্থদের দলে যোগ দেব না ৷"

  • BJP द्वारा Delhi Govt. गिराने की साजिश।
    "AAP के बहुत से MLAs हमारे संपर्क में हैं और अगर तुम भी BJP में आ जाओ तो तुमको ₹ 20 Crore देंगे।"
    मैंने मना किया तो धमकी दी कि
    "फ़िर @msisodia को CBI के झूठे Case में फंसाया वैसे तुम्हें भी फंसा देंगे।"
    मै डरने व बिकने वाला नहीं हू। pic.twitter.com/eJS11fjfOt

    — Ajay Dutt (@AjayDutt48) August 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : সিসোদিয়াকে ভারতরত্ন দেওয়া উচিত, দাবি জানালেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্নাটকের মতো দিল্লিতেও ‘অপারেশন লোটাস’ চালাচ্ছে পদ্মশিবির ৷ গত কয়েকদিন ধরেই বারবার এই দাবিতে সরব হয়েছে আপ নেতৃত্ব ৷ কেজরিওয়াল, সিসোদিয়া একাধিকবার প্রকাশ্যে অভিযোগ করেছেন, বিজেপি সরকার ফেলার চেষ্টা করছে । সাংবাদিক বৈঠকে সঞ্জয় সিং জানিয়েছেন, অজয় দত্ত, সঞ্জীব ঝাঁ, সোমনাথ ভারতী এবং কুলদীপকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে । অন্যথায়, প্রত্যেকের পেছনে ইডি-সিবিআই 'লেলিয়ে' দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : সিসোদিয়াকে ভারতরত্ন দেওয়া উচিত, দাবি জানালেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

তারপরেই মণীশ সিসোদিয়া টুইটে দাবি লেখেন, "আমাকে ভাঙাতে না পেরে অন্য আপ বিধায়কদের 20 কোটি টাকা করে ঘুষ দেওয়ার চেষ্টা করছে বিজেপি । আমরা অরবিন্দ কেজরিওয়ালের সৈনিক । ভগত সিংয়ের অনুগামী । মরে যাব তবু বিশ্বাসঘাতকতা করব না ।"

Last Updated : Aug 24, 2022, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.