হায়দরাবাদ, 25 অগস্ট: ফের গ্রেফতার করা হল তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং-কে (BJP MLA Raja Singh arrested again) ৷ বৃহস্পতিবার তাঁর বাড়িতে গিয়ে রাজা সিংকে গ্রেফতার করে পুলিশ ৷ পুরনো মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর ৷ ভারতীয় দণ্ডবিধির 41 এ ধারায় তাঁকে গ্রেফতার করে হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷
এদিন যখন রাজা সিংকে গ্রেফতার করা হচ্ছিল , সেসময় তাঁর বাড়ির চত্বরে উত্তেজনা ছড়ায় ৷ প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয় তাঁর বাড়ির সামনে ৷ বিধায়কের বাড়ির রাস্তার সামনে ব্যারিকেড তৈরি করা হয় ৷ এদিনই তাঁকে নামপল্লী আদালতে তোলার কথা ৷
আরও পড়ুন: বিলকিস বানোর 11 ধর্ষকের মুক্তি, গুজরাত ও কেন্দ্র সরকারের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, এদিনই এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি দাবি করেন, রাজা সিংয়ের বিতর্কিত মন্তব্যের জেরেই হায়দরাবাদে উত্তেজনা ছড়াচ্ছে ৷ তাঁকে দ্রুত গ্রেফতার করে জেলে পাঠানো উচিত ৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই পুরনো মামলায় অভিযুক্ত এই বিজেপি বিধায়ককে গ্রেফতার করে পুলিশ ৷ মঙ্গলহাট পুলিশ স্টেশনে রুজু হওয়া একটি মামলায় পিডি অ্যাক্টে এদিন তাঁকে গ্রেফতার করা হয় ৷ তাঁকে চেরলাপল্লীর কেন্দ্রীয় জেলে নিয়ে যাওয়া হয় (Telangana BJP MLA Raja Singh arrested again) ৷
আরও পড়ুন: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, বিধায়ককে বরখাস্ত করল বিজেপি
পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে 23 অগস্ট তাঁকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ ৷ পরে অবশ্য সেই মামলায় জামিন পান বিজেপি বিধায়ক টি রাজা সিং (Telangana BJP MLA Raja Singh) ৷ তবে, বিতর্কিত মন্তব্য করা-সহ একাধিক অভিযোগে ইতিমধ্যেই তাঁকে বরখাস্ত করেছে বিজেপি'র শৃঙ্খলারক্ষা কমিটি ৷ তাঁকে শো-কজও করা হয়েছে ৷ প্রয়োজনে রাজা সিংকে দল থেকে পাকাপাকিভাবে বহিষ্কারও করা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর ৷