ETV Bharat / bharat

নজর এবার 'সুখী রাজ্য' মিজোরামে, এমএনএফ-র সঙ্গে তাল কাটায় কতটা শঙ্কিত বিজেপির ? - মিজোরামে শুরু ভোট গণনা

Mizoram Assembly Election Results 2023: মিজোরাম বিধানসভা নির্বাচন 2023-এর ভোট গণনা শুরু হল ৷ রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট গণনা করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। চারিদিকে আঁটসাট নিরাপত্তা ৷

মিজোরামে শুরু ভোট গণনা
Mizoram Assembly Election Results 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 8:30 AM IST

Updated : Dec 4, 2023, 9:44 AM IST

আইজল, 4 ডিসেম্বর: এবার নজরে উত্তর-পূর্বের রাজ্য মিজোরাম। সকাল আটটা থেকে শুরু হয়ে গেছে ভোট গণনা ৷ 2024-এর লোকসভা নির্বাচনের আগে চলতি বছর 5 রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ গতকাল 5 রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে গেরুয়া ঝড়ে সাফ হয়ে গিয়েছে কংগ্রেস ৷ তেলেঙ্গানায় জয় পেয়েছে কংগ্রেস ৷ আজ মিজোরামে ক্ষমতা ধরে রাখতে পারবে কি মিজো ন্যাশনাল ফ্রন্ট বা MNF (এমএনএফ)? যে দল বিজেপি নেতৃত্বাধীন জোট নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সদস্য । সুতরাং, এমএনএফের উপর ভরসা রেখেই বিজেপির মিজোরামে জায়গা দখলের লড়াই। যদিও সূত্রের খবর, বেশ কয়েকটি কারণে বিজেপির সঙ্গে সুসম্পর্ক নেই এমএনএফের । এর প্রভাব ভোটে কতটা পড়বে সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ।

অন্যদিকে মিজোরামের প্রধান বিরোধী দল জোরাম পিপলস মুভমেন্ট বা ZPM-র(জেডপিএম) সম্ভাবনাময় । মনে করা হচ্ছে এই বিধানসভা ভোটে তিন রাজ্যে গেরুয়া ঝড় বয়ে গেলেও, মোদি-শাহের পথে মিজোরাম কাঁটা থেকে যাবে। এর বড় কারণ মণিপুর হিংসা । যেখানে বিজেপির বিরোধিতায় খোদ শাসক দল ও জোট সঙ্গী এমএনএফ । সেখানে জোরাম পিপলস মুভমেন্ট নিয়ে বাড়ছে আশা । করণ, এই দলটি গঠন করেছেন প্রাক্তন আইপিএস লালডুহোমা, যিনি ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিরাপত্তা ব্যবস্থার নেতৃত্বে। সূত্রে খবর, লালডুহোমা মিজোরামে বেশ জনপ্রিয় নেতা।

রবির পরিবর্তে কেন সোমে ভোট গণনা? রবিবার ভোট গণনা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আজ, সোমবার করা হয় ৷ রাজনৈতিক দলগুলি রবিবার ভোট গণনা না করার জন্য অনুরোধ করেছিল। ওই দলগুলোর তরফে বলা হয়েছিল, রবিবার খ্রিস্টানরা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে, তাই ভোট গণনা করলে সাধারণ মানুষের সমস্যা হতে পারে। আবেদনকারীদের দাবি, মিজোরামের প্রায় 88 শতাংশ মানুষ খ্রিস্টান। রবিবার তাঁদের কাছে গির্জায় গিয়ে প্রার্থনার দিন। ফলে সেদিন ভোটগণনা হলে অসুবিধা হবে। নির্বাচন কমিশন এই দাবির পর ভোট গণনার সময় একদিন বাড়িয়ে সোমবার ধার্য করা হয়েছে ৷

মিজোরামে মোট 40টি বিধানসভা আসন রয়েছে। এই আসনে মোট 174 জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা আজ। গত 7 নভেম্বর রাজ্যে ভোট হয়েছে। এখানে সরকারের মেয়াদ শেষ হচ্ছে 17 ডিসেম্বর। এক্সিট পোল অনুযায়ী মিজোরামে সরকার বদল হতে পারে।

আরও পড়ুন:

  1. এবিভিপি'র ছায়ায় উত্থান, তেলেঙ্গানায় কংগ্রেসের প্রথম মুখ্যমন্ত্রী সম্ভবত সেই রেভান্ত রেড্ডিই
  2. সোমে বিধানসভায় বিজয়োল্লাস বিজেপির, তিন রাজ্যে জয় উদযাপনে হবে মিষ্টি বিতরণ: শুভেন্দু
  3. ফলাফলে হতাশ খাড়গে, রাহুল বললেন 'আদর্শের লড়াই চলবে'

আইজল, 4 ডিসেম্বর: এবার নজরে উত্তর-পূর্বের রাজ্য মিজোরাম। সকাল আটটা থেকে শুরু হয়ে গেছে ভোট গণনা ৷ 2024-এর লোকসভা নির্বাচনের আগে চলতি বছর 5 রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ গতকাল 5 রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে গেরুয়া ঝড়ে সাফ হয়ে গিয়েছে কংগ্রেস ৷ তেলেঙ্গানায় জয় পেয়েছে কংগ্রেস ৷ আজ মিজোরামে ক্ষমতা ধরে রাখতে পারবে কি মিজো ন্যাশনাল ফ্রন্ট বা MNF (এমএনএফ)? যে দল বিজেপি নেতৃত্বাধীন জোট নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সদস্য । সুতরাং, এমএনএফের উপর ভরসা রেখেই বিজেপির মিজোরামে জায়গা দখলের লড়াই। যদিও সূত্রের খবর, বেশ কয়েকটি কারণে বিজেপির সঙ্গে সুসম্পর্ক নেই এমএনএফের । এর প্রভাব ভোটে কতটা পড়বে সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ।

অন্যদিকে মিজোরামের প্রধান বিরোধী দল জোরাম পিপলস মুভমেন্ট বা ZPM-র(জেডপিএম) সম্ভাবনাময় । মনে করা হচ্ছে এই বিধানসভা ভোটে তিন রাজ্যে গেরুয়া ঝড় বয়ে গেলেও, মোদি-শাহের পথে মিজোরাম কাঁটা থেকে যাবে। এর বড় কারণ মণিপুর হিংসা । যেখানে বিজেপির বিরোধিতায় খোদ শাসক দল ও জোট সঙ্গী এমএনএফ । সেখানে জোরাম পিপলস মুভমেন্ট নিয়ে বাড়ছে আশা । করণ, এই দলটি গঠন করেছেন প্রাক্তন আইপিএস লালডুহোমা, যিনি ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিরাপত্তা ব্যবস্থার নেতৃত্বে। সূত্রে খবর, লালডুহোমা মিজোরামে বেশ জনপ্রিয় নেতা।

রবির পরিবর্তে কেন সোমে ভোট গণনা? রবিবার ভোট গণনা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আজ, সোমবার করা হয় ৷ রাজনৈতিক দলগুলি রবিবার ভোট গণনা না করার জন্য অনুরোধ করেছিল। ওই দলগুলোর তরফে বলা হয়েছিল, রবিবার খ্রিস্টানরা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে, তাই ভোট গণনা করলে সাধারণ মানুষের সমস্যা হতে পারে। আবেদনকারীদের দাবি, মিজোরামের প্রায় 88 শতাংশ মানুষ খ্রিস্টান। রবিবার তাঁদের কাছে গির্জায় গিয়ে প্রার্থনার দিন। ফলে সেদিন ভোটগণনা হলে অসুবিধা হবে। নির্বাচন কমিশন এই দাবির পর ভোট গণনার সময় একদিন বাড়িয়ে সোমবার ধার্য করা হয়েছে ৷

মিজোরামে মোট 40টি বিধানসভা আসন রয়েছে। এই আসনে মোট 174 জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা আজ। গত 7 নভেম্বর রাজ্যে ভোট হয়েছে। এখানে সরকারের মেয়াদ শেষ হচ্ছে 17 ডিসেম্বর। এক্সিট পোল অনুযায়ী মিজোরামে সরকার বদল হতে পারে।

আরও পড়ুন:

  1. এবিভিপি'র ছায়ায় উত্থান, তেলেঙ্গানায় কংগ্রেসের প্রথম মুখ্যমন্ত্রী সম্ভবত সেই রেভান্ত রেড্ডিই
  2. সোমে বিধানসভায় বিজয়োল্লাস বিজেপির, তিন রাজ্যে জয় উদযাপনে হবে মিষ্টি বিতরণ: শুভেন্দু
  3. ফলাফলে হতাশ খাড়গে, রাহুল বললেন 'আদর্শের লড়াই চলবে'
Last Updated : Dec 4, 2023, 9:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.