ETV Bharat / bharat

এফআইআর খারিজ করতে চেয়ে হাইকোর্টে আবেদন মহাগুরুর - বিজেপি-র ব্রিগেড সমাবেশ

ব্রিগেড সমাবেশে বিজেপির সমাবেশে নিজের সিনেমার ডায়লগ বলে উদ্বুদ্ধ করেছিলেন মহাগুরু ৷ সে সময় অনেকেই ভেবেছিলেন, এই ডায়লগ আসলে রাজ্যের কোনও রাজনৈতিক দলের উদ্দেশে ৷ এফআইআর দায়ের করা হয় মিঠুনের বিরুদ্ধে ৷ সেই মামলা খারিজ করতে চেয়ে হাইকোর্টের দারস্থ হলেন ‘জাত গোখরো’ ৷

মিঠুনের পাল্টা মামলা
মিঠুনের পাল্টা মামলা
author img

By

Published : Jun 8, 2021, 3:22 PM IST

কলকাতা, 8 জুন : বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে মানিকতলা থানায় এফআইআর দায়ের হয়েছিল । সেই এফআইআর খারিজ করতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী । রাজ্যে একুশের বিধানসভা নির্বাচনের আগে মার্চে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা-নেতা মিঠুন । 7 মার্চ বিজেপি-র ব্রিগেড সমাবেশে আনুষ্ঠানিকভাবে তাঁর আত্মপ্রকাশ ৷ সেখানে নিজের সিনেমার বিভিন্ন জনপ্রিয় ডায়লগ, "আমি জলঢোঁড়া নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি করে দেব" বলে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন । নাম না করে কোনও রাজনৈতিক দলের উদ্দেশে এই বার্তা ছিল বলে অনেকেই মনে করেছিলেন ৷

আরও পড়ুন : নাম না করে তৃণমূলকে ছবি করে দেওয়ার হুমকি মিঠুনের

এরপরই উস্কানিমূলক মন্তব্য করেছেন এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মানিকতলা থানায় 153 এ 504 ,505 ছাড়াও একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয় । তার মধ্যে হিংসা ছড়ানো, জনসাধারণের শান্তি বিঘ্নিত করার চেষ্টার মতো একাধিক অভিযোগ ছিল মহাগুরুর বিরুদ্ধে ৷ সেই এফআইআর খারিজ করতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মিঠুন চক্রবর্তী ।

মামলার বয়ানে দাবি করা হয়েছে, তিনি কোনও রকম উস্কানিমূলক মন্তব্য করেননি । তিনি তাঁর যে অসংখ্য ভক্তদের অনুরোধে তাঁদের বিনোদনের জন্যে তাঁর সিনেমার বিভিন্ন জনপ্রিয় ডায়লগ জনসভায় উল্লেখ করেছেন । এর পেছনে কোনও রকম উস্কানি, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার বা হিংসা ছড়ানোর অভিসন্ধি তার কখনওই ছিল না । আগামিকাল মামলার শুনানি হতে পারে বলে হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে ।

কলকাতা, 8 জুন : বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে মানিকতলা থানায় এফআইআর দায়ের হয়েছিল । সেই এফআইআর খারিজ করতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী । রাজ্যে একুশের বিধানসভা নির্বাচনের আগে মার্চে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা-নেতা মিঠুন । 7 মার্চ বিজেপি-র ব্রিগেড সমাবেশে আনুষ্ঠানিকভাবে তাঁর আত্মপ্রকাশ ৷ সেখানে নিজের সিনেমার বিভিন্ন জনপ্রিয় ডায়লগ, "আমি জলঢোঁড়া নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি করে দেব" বলে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন । নাম না করে কোনও রাজনৈতিক দলের উদ্দেশে এই বার্তা ছিল বলে অনেকেই মনে করেছিলেন ৷

আরও পড়ুন : নাম না করে তৃণমূলকে ছবি করে দেওয়ার হুমকি মিঠুনের

এরপরই উস্কানিমূলক মন্তব্য করেছেন এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মানিকতলা থানায় 153 এ 504 ,505 ছাড়াও একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয় । তার মধ্যে হিংসা ছড়ানো, জনসাধারণের শান্তি বিঘ্নিত করার চেষ্টার মতো একাধিক অভিযোগ ছিল মহাগুরুর বিরুদ্ধে ৷ সেই এফআইআর খারিজ করতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মিঠুন চক্রবর্তী ।

মামলার বয়ানে দাবি করা হয়েছে, তিনি কোনও রকম উস্কানিমূলক মন্তব্য করেননি । তিনি তাঁর যে অসংখ্য ভক্তদের অনুরোধে তাঁদের বিনোদনের জন্যে তাঁর সিনেমার বিভিন্ন জনপ্রিয় ডায়লগ জনসভায় উল্লেখ করেছেন । এর পেছনে কোনও রকম উস্কানি, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার বা হিংসা ছড়ানোর অভিসন্ধি তার কখনওই ছিল না । আগামিকাল মামলার শুনানি হতে পারে বলে হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.