নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: দিল্লিতে নিখোঁজ হওয়া একটি 14 বছর বয়সি বিশেষভাবে সক্ষম শিশুকে পায় পুলিশ ৷ তাকে জিজ্ঞেস করা হয় সে কোথায় যাচ্ছিল ৷ উত্তরে ছেলেটি জানায়, সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দেখা করতে যাচ্ছে ৷
ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ) চন্দন চৌধুরি বলেন, রবিবার রাত 9.45 মিনিটের দিকে পিসিআরে একটি কল আসে ৷ তাতে বলা হয়, আম্বেদকর নগর থানা এলাকায় পুষ্প ভবনের কাছে একটি কিশোরকে পাওয়া গিয়েছে । এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির কাছ থেকে বাড়ির খোঁজখবর নেওয়ার চেষ্টা করে ৷ কিন্তু সে তার নিজের নাম ছাড়া কিছুই বলতে পারে না ৷ বাবা-মার নাম ও তার ঠিকানা সম্পর্কেও কিছুই বলতে পারেনি । সে কেবল বলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যাচ্ছে (Missing child said he was Going to meet PM Modi) ।
আরও পড়ুন: 25 কোটির লটারি জিতলেন অটো চালক
দক্ষিণপুরী এলাকায় খোঁদ-খবর করে অবশেষে শিশুটির বাবা-মায়ের সন্ধান পাওয়া যায় । জিজ্ঞাসাবাদে শিশুটির বাবা জানান, তাঁর ছেলের অসুস্থতার জন্য দু'বার অস্ত্রোপচার করা হয়েছে । এরপর রবিবার সন্ধ্যায় শিশুটি নিখোঁজ হয়েছিল ৷ অপারেশন মিলাপের অধীনে ওই কিশোরকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয় ৷