ETV Bharat / bharat

Miss World Karolina Bielawska: 'জম্মু-কাশ্মীরের সৌন্দর্য আমায় অবাক করেছে', মন্তব্য মিস ওয়ার্ল্ড ক্যারোলিনার

সোমবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরে এসেছিলেন বর্তমান মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা বিলাওয়াস্কা ৷ উপত্যকা ঘুরে দেখে তিনি আপ্লুত ৷ এবছরের শেষে দেশের মাটিতে আয়োজিত হবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা ৷ তার আগে এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 8:05 AM IST

Updated : Aug 29, 2023, 8:57 AM IST

ETV Bharat
জম্মু ও কাশ্মীরে মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা বিলাওয়াস্কা
জম্মু-কাশ্মীরের শ্রীনগরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এলেন 2022 সালের মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী ক্যারোলিনা বিলওয়াস্কা

শ্রীনগর, 29 অগস্ট: উপত্যকায় এলেন মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা বিলাওয়াস্কা ৷ সোমবার একদিন সফরে তিনি এবং অন্য বিশ্বসুন্দরী খেতাব জয়ীরা জম্মু-কাশ্মীরের শ্রীনগরে এসেছিলেন ৷ একটি অনুষ্ঠানে অংশগ্রহণ নিতেই তাঁদের এখানে আসা ৷ শ্রীনগর বিমানবন্দরে মিস ওয়ার্ল্ড-সহ বাকিদের স্বাগত জানানো হয় ৷

এদিন ক্যারোলিনা বিলাওয়াস্কার সঙ্গে ছিলেন মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া সিনি শেট্টি, মিস ওয়ার্ল্ড আমেরিকা শ্রী সৈনি, মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপার্সন জুলিয়া মোরলে, মিস ওয়ার্ল্ড ইংল্যান্ড জেসিকা গাগনোন, মিস ওয়ার্ল্ড এশিয়া প্রিসিলা কার্লা এবং অন্যরা ৷ এই বিষয়টি জানিয়েছেন মুম্বইয়ের উইমেন এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের সভাপতি রুবেল নেগি ৷

আরও পড়ুন: একে অপরের হাত ধরে 'সুইট 16' পার অভিষেক-ঐশ্বর্যর

এ বছরের শেষে 71তম মিস ওয়ার্ল্ড 2023 প্রতিযোগিতা হবে ভারতে ৷ তার আগেই বর্তমান বিশ্বসুন্দরীর এই ভারত তথা কাশ্মীর সফর ৷ কাশ্মীর ঘুরে দেখে 71তম মিস ওয়ার্ল্ড শীর্ষক সাংবাদিক বৈঠকে ক্যারোলিনা বলেন, "ভারতের এই সুন্দর জায়গাটি ঘুরে দেখার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ ৷ এতটা আশা করিনি ৷ কিন্তু এর সৌন্দর্য আমায় অবাক করেছে ৷ আমরা কাশ্মীর নিয়ে আলোচনা করছিলাম ৷ জানতাম যে, খুব সুন্দর দৃশ্য দেখতে পাব ৷ কিন্তু আমরা এখানে আজ যা দেখলাম, সত্যি আমাদের মন ভরে গেল ৷ সবাই আমাদের এত আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ৷ আমি 140টি দেশের প্রতিনিধিদের বলব, তাঁরাও এখানে এসে ঘুরে যান ৷"

শুধে দেশ নয়, মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা নিজের আত্মীয়স্বজনদেরও ভারতে এনে ঘুরে দেখাতে চান ৷ তিনি বলেন, "আমার আর তর সইছে না ৷ আমার সব বন্ধুদের এবং পরিবারের সদস্যদের নিয়ে ভারতের কাশ্মীর, দিল্লি, মুম্বইয়ের মতো জায়গাগুলি ঘুরে দেখতে চাই ৷ এ নিয়ে আমি তৃতীয়বার ভারতে এলাম ৷ তবে এটাই শেষ নয় ৷ প্রত্যেকবার এখানে আসি আর নতুন কিছু আবিষ্কার করি ৷ যদিও প্রত্যেক রাজ্যেই একটা জিনিস পেয়েছি, তা হল দারুণ আতিথেয়তা ৷"

সোমবারের এই অনুষ্ঠানের আয়োজক দেশের পিএমই এন্টারটেনমেন্ট নামক একটি সংস্থা ৷ তাদের সহযোগিতা করেছে জম্মু-কাশ্মীরের ট্যুরিজমের সভাপতি জামিল সইদি ৷ ভারত 6 বার মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছে ৷ তিন দশক পর আবার দেশে এই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে ৷ শেষবার 1996 সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজক দেশ ছিল ভারত ৷

জম্মু ও কাশ্মীর প্রশাসনের পর্যটন দফতরের সচিব সৈয়দ আবিদ রশিদ শাহ বলেন, "মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আগে এই অনুষ্ঠানটি হল ৷ জি-20 গোষ্ঠীর ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষ হলে দেশে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা হবে ৷" তিনি আরও জানান, জম্মু ও কাশ্মীরের পর্যটনে পরিবর্তন হচ্ছে ৷ এই অনুষ্ঠানেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে ৷ ভবিষ্যতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যাতে জম্মু-কাশ্মীরে করা যায়, সেই সব পরিকল্পনা চলছে ৷ শাহ আশা করেন, বহু মানুষের সমাগম হবে এবং তা রেকর্ড সৃষ্টি করবে ৷

আরও পড়ুন: কানের লাল গালিচায় শুভ্রবসনা মানুষী, আত্মপ্রকাশে মুগ্ধ করলেন বিশ্বসুন্দরী

এই প্রসঙ্গে পর্যটন দফতরের সচিব সৈয়দ আবিদ রশিদ শাহ বলেন, "বিগত 33 বছর ধরে উপত্যকায় বিদেশি পর্যটকদের ভিড়ে রেকর্ড তৈরি হচ্ছে ৷ এই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আগেই হওয়া এই ট্যুরের ফলে আশা করছি, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা জম্মু ও কাশ্মীরের সৌন্দর্য দেখতে আসবেন ৷ "

জম্মু-কাশ্মীরের শ্রীনগরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এলেন 2022 সালের মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী ক্যারোলিনা বিলওয়াস্কা

শ্রীনগর, 29 অগস্ট: উপত্যকায় এলেন মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা বিলাওয়াস্কা ৷ সোমবার একদিন সফরে তিনি এবং অন্য বিশ্বসুন্দরী খেতাব জয়ীরা জম্মু-কাশ্মীরের শ্রীনগরে এসেছিলেন ৷ একটি অনুষ্ঠানে অংশগ্রহণ নিতেই তাঁদের এখানে আসা ৷ শ্রীনগর বিমানবন্দরে মিস ওয়ার্ল্ড-সহ বাকিদের স্বাগত জানানো হয় ৷

এদিন ক্যারোলিনা বিলাওয়াস্কার সঙ্গে ছিলেন মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া সিনি শেট্টি, মিস ওয়ার্ল্ড আমেরিকা শ্রী সৈনি, মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপার্সন জুলিয়া মোরলে, মিস ওয়ার্ল্ড ইংল্যান্ড জেসিকা গাগনোন, মিস ওয়ার্ল্ড এশিয়া প্রিসিলা কার্লা এবং অন্যরা ৷ এই বিষয়টি জানিয়েছেন মুম্বইয়ের উইমেন এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের সভাপতি রুবেল নেগি ৷

আরও পড়ুন: একে অপরের হাত ধরে 'সুইট 16' পার অভিষেক-ঐশ্বর্যর

এ বছরের শেষে 71তম মিস ওয়ার্ল্ড 2023 প্রতিযোগিতা হবে ভারতে ৷ তার আগেই বর্তমান বিশ্বসুন্দরীর এই ভারত তথা কাশ্মীর সফর ৷ কাশ্মীর ঘুরে দেখে 71তম মিস ওয়ার্ল্ড শীর্ষক সাংবাদিক বৈঠকে ক্যারোলিনা বলেন, "ভারতের এই সুন্দর জায়গাটি ঘুরে দেখার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ ৷ এতটা আশা করিনি ৷ কিন্তু এর সৌন্দর্য আমায় অবাক করেছে ৷ আমরা কাশ্মীর নিয়ে আলোচনা করছিলাম ৷ জানতাম যে, খুব সুন্দর দৃশ্য দেখতে পাব ৷ কিন্তু আমরা এখানে আজ যা দেখলাম, সত্যি আমাদের মন ভরে গেল ৷ সবাই আমাদের এত আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ৷ আমি 140টি দেশের প্রতিনিধিদের বলব, তাঁরাও এখানে এসে ঘুরে যান ৷"

শুধে দেশ নয়, মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা নিজের আত্মীয়স্বজনদেরও ভারতে এনে ঘুরে দেখাতে চান ৷ তিনি বলেন, "আমার আর তর সইছে না ৷ আমার সব বন্ধুদের এবং পরিবারের সদস্যদের নিয়ে ভারতের কাশ্মীর, দিল্লি, মুম্বইয়ের মতো জায়গাগুলি ঘুরে দেখতে চাই ৷ এ নিয়ে আমি তৃতীয়বার ভারতে এলাম ৷ তবে এটাই শেষ নয় ৷ প্রত্যেকবার এখানে আসি আর নতুন কিছু আবিষ্কার করি ৷ যদিও প্রত্যেক রাজ্যেই একটা জিনিস পেয়েছি, তা হল দারুণ আতিথেয়তা ৷"

সোমবারের এই অনুষ্ঠানের আয়োজক দেশের পিএমই এন্টারটেনমেন্ট নামক একটি সংস্থা ৷ তাদের সহযোগিতা করেছে জম্মু-কাশ্মীরের ট্যুরিজমের সভাপতি জামিল সইদি ৷ ভারত 6 বার মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছে ৷ তিন দশক পর আবার দেশে এই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে ৷ শেষবার 1996 সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজক দেশ ছিল ভারত ৷

জম্মু ও কাশ্মীর প্রশাসনের পর্যটন দফতরের সচিব সৈয়দ আবিদ রশিদ শাহ বলেন, "মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আগে এই অনুষ্ঠানটি হল ৷ জি-20 গোষ্ঠীর ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষ হলে দেশে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা হবে ৷" তিনি আরও জানান, জম্মু ও কাশ্মীরের পর্যটনে পরিবর্তন হচ্ছে ৷ এই অনুষ্ঠানেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে ৷ ভবিষ্যতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যাতে জম্মু-কাশ্মীরে করা যায়, সেই সব পরিকল্পনা চলছে ৷ শাহ আশা করেন, বহু মানুষের সমাগম হবে এবং তা রেকর্ড সৃষ্টি করবে ৷

আরও পড়ুন: কানের লাল গালিচায় শুভ্রবসনা মানুষী, আত্মপ্রকাশে মুগ্ধ করলেন বিশ্বসুন্দরী

এই প্রসঙ্গে পর্যটন দফতরের সচিব সৈয়দ আবিদ রশিদ শাহ বলেন, "বিগত 33 বছর ধরে উপত্যকায় বিদেশি পর্যটকদের ভিড়ে রেকর্ড তৈরি হচ্ছে ৷ এই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আগেই হওয়া এই ট্যুরের ফলে আশা করছি, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা জম্মু ও কাশ্মীরের সৌন্দর্য দেখতে আসবেন ৷ "

Last Updated : Aug 29, 2023, 8:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.