ETV Bharat / bharat

বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি আততায়ীদের, নিহত 2 - বিহার

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে আচমকাই 10 আততায়ী আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঢোকে ৷ তারা এলাকার চা বিক্রেতা সুমিত কুমারের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ৷ ঘটনায় এক প্রবীণ মহিলা ও শিশুর মৃত্য়ু হয় বলে জানা গিয়েছে ৷

miscreants-shot-dead-two-injure-five-in-bihars-samastipur
আচমকাই এলোপাথাড়ি গুলি আঁততায়ীদের, ঘটনায় নিহত 2
author img

By

Published : Nov 15, 2020, 9:36 PM IST

সমস্তিপুর (বিহার), 15 নভেম্বর : অজ্ঞাত পরিচয় আততায়ীদের গুলিতে মৃত্য়ু হল 2 জনের ৷ ঘটনায় আহত হয়েছেন আরো 5 জন ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুরে ৷ নিহতদের মধ্য়ে একজন 60 বছরের প্রবীণ মহিলা এবং অপরজন 8 বছরের এক শিশু ৷

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে আচমকাই 10 আততায়ী আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঢোকে ৷ তারা এলাকার চা বিক্রেতা সুমিত কুমারের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ৷ ঘটনায় ওই প্রবীণ মহিলা ও শিশুর মৃত্য়ু হয় বলে জানা গিয়েছে ৷ বাকি 5 জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ আহতদের মধ্য়ে 3 জন মহিলা রয়েছেন ৷ তাঁদের সবাইকে জেলা সাব ডিভিশন হাসপাতালে চিকিৎসার জন্য় ভরতি করানো হয়েছে ৷

সূত্রের খবর, আচমকা এই হামলার পিছনে কী কারণ তা পুলিশ জানতে পারেনি ৷ তারা ঘটনার তদন্ত শুরু করেছে ৷

সমস্তিপুর (বিহার), 15 নভেম্বর : অজ্ঞাত পরিচয় আততায়ীদের গুলিতে মৃত্য়ু হল 2 জনের ৷ ঘটনায় আহত হয়েছেন আরো 5 জন ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুরে ৷ নিহতদের মধ্য়ে একজন 60 বছরের প্রবীণ মহিলা এবং অপরজন 8 বছরের এক শিশু ৷

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে আচমকাই 10 আততায়ী আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঢোকে ৷ তারা এলাকার চা বিক্রেতা সুমিত কুমারের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ৷ ঘটনায় ওই প্রবীণ মহিলা ও শিশুর মৃত্য়ু হয় বলে জানা গিয়েছে ৷ বাকি 5 জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ আহতদের মধ্য়ে 3 জন মহিলা রয়েছেন ৷ তাঁদের সবাইকে জেলা সাব ডিভিশন হাসপাতালে চিকিৎসার জন্য় ভরতি করানো হয়েছে ৷

সূত্রের খবর, আচমকা এই হামলার পিছনে কী কারণ তা পুলিশ জানতে পারেনি ৷ তারা ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.