বেঙ্গালুরু, 26 ফেব্রুয়ারি: ফের হামলার মুখে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)৷ এবার বেঙ্গালুরু-চেন্নাই রুটে চলা বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছুড়েছে দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটে শনিবার । কেআর পুরম (KR Puram) এবং ক্যান্টনমেন্ট স্টেশন (Cantonment station) রুটের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটেছে । ট্রেনের সি-4 ও সি-5 কোচের ছয়টি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এমনটাই জানা গিয়েছে রেলের আধিকারিকদের তরফে ।
এই ঘটনায় রেলওয়ে সুরক্ষা বাহিনীর আধিকারিকরা অভিযোগ দায়ের করেছেন । নিরাপত্তার জন্য রবিবার থেকে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে পুলিশ । জানা গিয়েছে, ক্যান্টনমেন্ট এবং বাইয়্যাপ্পানাহল্লি রেলওয়ে পুলিশ (Baiyyappanahalli railway police) আজ থেকে বন্দে ভারত এক্সপ্রেস যাওয়ার সময় ট্যানারি রোড ব্রিজ, কাল্লাপল্লি শ্মশান, জীবনহল্লি-সহ বিভিন্ন জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে । জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা । প্রসঙ্গত, গত বছরের 11 নভেম্বর এই রুটের বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ।
উল্লেখ্য, এ বছরের 1 জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ৷ তারপর থেকেই বন্দে ভারত এক্সপ্রেসের উপর একের পর এক আক্রমণের ঘটনা সামনে এসেছে ৷ মালদা, বোলপুর থেকে শুরু করে বিহার সংলগ্ন এলাকায় হামলা করা হয় বন্দে ভারত এক্সপ্রেসের উপর ৷ ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় ৷ যার জেরে ভেঙে যায় কাঁচ ৷ ক্ষতিগ্রস্থ হয় বন্দে ভারত এক্সপ্রেসের জানলার অংশ ৷
এই সমস্ত ঘটনায় ট্রেনের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ দেখে তদন্ত করে রেল ৷ সেই ভিডিয়ো ফুটেজ প্রকাশও করা হয় রেলের তরফে ৷ চতুর্থবার 9 জানুয়ারি বোলপুরে বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা ঘটে ৷ এরপর 21 জানুয়ারি পঞ্চমবার একই ঘটনা সামনে আসে ৷ বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি সপ্তাহে ছয়দিন পরিষেবা দেয় ৷ বর্তমানে এই ট্রেনের যাত্রাপথ 600 কিলোমিটার ৷
আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ! পঞ্চম হামলায় ফাটল সেমি বুলেট ট্রেনের কাঁচ