ETV Bharat / bharat

Brutal Murder in Pilibhit: বাবার সঙ্গে শত্রুতা, মেয়ের পেট কেটে দেহাংশ গমের ক্ষেতে ছড়াল প্রতিবেশী - পিলিভীত নাবালিকা ছাত্রীকে খুন

ভোরবেলা স্থানীয়দের চোখে পড়ে গমের ক্ষেতে ছড়িয়ে রয়েছে নাবালিকা নিখোঁজ ছাত্রীর দেহের পেটের বিভিন্ন অংশ ৷ অনুমান, এক প্রতিবেশীর সঙ্গে তার বাবার শত্রুতা ছিল ৷ যার জেরে এই খুন ৷ পিলিভিটের মাধোপুর (Madhopur) গ্রামের ঘটনা (Minor Student was Brutally Murdered at Pilibhit) ৷

Brutal Murder in Pilibhit
পিলিভীতে নাবালিকাকে খুন
author img

By

Published : Dec 4, 2022, 12:53 PM IST

Updated : Dec 4, 2022, 11:05 PM IST

পিলিভিট (উত্তরপ্রদেশ), 4 ডিসেম্বর: কতটা রাগ থাকলে এমনভাবে খুন হতে পারে এক নাবালিকা ছাত্রী ! এমনটাই ভাবাচ্ছে পুলিশকর্মীদের ৷ দিল্লির শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনার রেশ কাটতে না কাটতে এক নৃশংশ খুনের ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ ৷ স্থান-কাল আলাদা হলেও এই ধরনের ঘটনা সব নির্মমতাকে ছাপিয়ে যায় (Minor Student was Brutally Murdered at Pilibhit) ৷ মাত্র 9 বছর বয়সি এক ছাত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগে সরগরম হয়ে উঠল উত্তরপ্রদেশের পিলিভিটের অমরিয়া থানার মাধোপুর (Madhopur) গ্রাম ৷

জানা গিয়েছে, তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে নৃশংশভাবে খুনের পর তার পেট কেটে দেহাংশ গমের ক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, মেয়েটির বাবা জানিয়েছেন, শুক্রবার রাতে মেয়ে তার মামার সঙ্গে পাশের গ্রাম সরাইন্দা পট্টিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল । এরপর সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় । ওই রাতে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি ৷ অবশেষে শনিবার একটি গমের ক্ষেত থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয় । উদ্ধার হওয়ার সময় তখনও মেয়ের শ্বাস চলছিল ৷ এরপরই সঙ্গে সঙ্গে একটি অ্যাম্বুলেন্স ডাকা হয় ৷ হাসপাতালে যাওয়ার পথে মেয়ে অভিযুক্তের নাম বলার অনেক চেষ্টা করেছিল কিন্তু তা করার আগেই মারা যায় ৷

পুলিশ সুপার দীনেশ কুমার প্রভু পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন । পুলিশ স্থানীয় এক গ্রামবাসীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাকে হেফাজতে নিয়েছে । পুলিশের অনুমান, ওই প্রতিবেশীর সঙ্গে মেয়েটির বাবার পুরনো শত্রুতা ছিল । আসলে, একটি মামলার বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছিল এবং এটি এখনও আদালতে বিচারাধীন ।

আরও পড়ুন: তিহারে বসে ইংরেজি উপন্যাস চাইলেন 'ডেক্সটার' আফতাব

এসএইচও মুকেশ শুক্লা বলেন, "খুনের ঘটনাস্থল থেকে প্রায় 500 মিটার দূরের মাঠ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে । ফরেনসিক দল প্রয়োজনীয় সমস্ত প্রমাণ সংগ্রহ করেছে । অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি 302 (হত্যা) ধারায় মামলা করা হয়েছে ।" এসপি প্রভু বলেন, "ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আমরা ধর্ষণের কথা অস্বীকার করেছি । তবে এখনও পর্যন্ত তদন্ত চলছে । খুব শীঘ্রই দোষীরা ধরা পড়বে ৷"

পিলিভিট (উত্তরপ্রদেশ), 4 ডিসেম্বর: কতটা রাগ থাকলে এমনভাবে খুন হতে পারে এক নাবালিকা ছাত্রী ! এমনটাই ভাবাচ্ছে পুলিশকর্মীদের ৷ দিল্লির শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনার রেশ কাটতে না কাটতে এক নৃশংশ খুনের ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ ৷ স্থান-কাল আলাদা হলেও এই ধরনের ঘটনা সব নির্মমতাকে ছাপিয়ে যায় (Minor Student was Brutally Murdered at Pilibhit) ৷ মাত্র 9 বছর বয়সি এক ছাত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগে সরগরম হয়ে উঠল উত্তরপ্রদেশের পিলিভিটের অমরিয়া থানার মাধোপুর (Madhopur) গ্রাম ৷

জানা গিয়েছে, তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে নৃশংশভাবে খুনের পর তার পেট কেটে দেহাংশ গমের ক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, মেয়েটির বাবা জানিয়েছেন, শুক্রবার রাতে মেয়ে তার মামার সঙ্গে পাশের গ্রাম সরাইন্দা পট্টিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল । এরপর সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় । ওই রাতে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি ৷ অবশেষে শনিবার একটি গমের ক্ষেত থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয় । উদ্ধার হওয়ার সময় তখনও মেয়ের শ্বাস চলছিল ৷ এরপরই সঙ্গে সঙ্গে একটি অ্যাম্বুলেন্স ডাকা হয় ৷ হাসপাতালে যাওয়ার পথে মেয়ে অভিযুক্তের নাম বলার অনেক চেষ্টা করেছিল কিন্তু তা করার আগেই মারা যায় ৷

পুলিশ সুপার দীনেশ কুমার প্রভু পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন । পুলিশ স্থানীয় এক গ্রামবাসীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাকে হেফাজতে নিয়েছে । পুলিশের অনুমান, ওই প্রতিবেশীর সঙ্গে মেয়েটির বাবার পুরনো শত্রুতা ছিল । আসলে, একটি মামলার বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছিল এবং এটি এখনও আদালতে বিচারাধীন ।

আরও পড়ুন: তিহারে বসে ইংরেজি উপন্যাস চাইলেন 'ডেক্সটার' আফতাব

এসএইচও মুকেশ শুক্লা বলেন, "খুনের ঘটনাস্থল থেকে প্রায় 500 মিটার দূরের মাঠ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে । ফরেনসিক দল প্রয়োজনীয় সমস্ত প্রমাণ সংগ্রহ করেছে । অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি 302 (হত্যা) ধারায় মামলা করা হয়েছে ।" এসপি প্রভু বলেন, "ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আমরা ধর্ষণের কথা অস্বীকার করেছি । তবে এখনও পর্যন্ত তদন্ত চলছে । খুব শীঘ্রই দোষীরা ধরা পড়বে ৷"

Last Updated : Dec 4, 2022, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.