ETV Bharat / bharat

Uttarakhand HC: ধর্ষণের শিকার নাবালিকাকে গর্ভপাতের অনুমতি উত্তরাখণ্ড হাইকোর্টের

গর্ভধারণের 24 সপ্তাহ পেরিয়ে হয়ে যাওয়ার পরেও, ধর্ষণের শিকার নাবালিকাকে গর্ভপাতের অনুমতি দিল উত্তরাখণ্ড হাইকোর্ট (Minor Rape Victim Allowed Pregnancy Termination by Uttarakhand HC) ৷ তবে, তার আগে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

Minor Rape Victim Allowed Pregnancy Termination by Uttarakhand HC
Minor Rape Victim Allowed Pregnancy Termination by Uttarakhand HC
author img

By

Published : Dec 8, 2022, 10:09 AM IST

নৈনিতাল, 8 ডিসেম্বর: ধর্ষণের শিকার নাবালিকাকে গর্ভপাতের (Abortion) অনুমতি দিল উত্তরাখণ্ড হাইকোর্ট ৷ বুধবার উত্তরাখণ্ড হাইকোর্টের তরফে নাবালিকার বয়স এবং তাঁর সঙ্গে ঘটে যাওয়া অপরাধের কারণে দ্রুত তাঁর গর্ভপাত করাতে নির্দেশ দিয়েছে আদালত (Minor Rape Victim Allowed Pregnancy Termination by Uttarakhand HC) ৷ এনিয়ে দেরাদুনের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে আদালত নির্দেশ দিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হোক ৷ সেই বোর্ড নাবালিকার শারীরিক পরিস্থিতি পরীক্ষা করে দেখবে এবং 9 ডিসেম্বর সেই রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে ৷

জানা গিয়েছে ওই নাবালিকার মাত্র 13 বছর বয়স ৷ আর বর্তমানে সে 25 সপ্তাহ ও 4 দিনের অন্তঃসত্ত্বা ৷ অর্থাৎ, 1971 সালের গর্ভবতী আইন অনুযায়ী, 24 সপ্তাহের পরে গর্ভপাত করানো যাবে না ৷ কিন্তু, ওই নাবালিকার বাবা উচ্চ আদালতে এনিয়ে আর্জি জানান ৷ সেই আবেদনের ভিত্তিতে উত্তরাখণ্ড হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কুমার মিশ্রের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয় ৷ সেখানেই ওই নাবালিকার বয়সকে মাথায় রেখে শর্তসাপেক্ষে গর্ভপাতের অনুমতি দিয়েছেন ৷ তবে, এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে এই গর্ভপাত হবে ৷

আরও পড়ুন: 'মা হতে রাজি নই', অন্তঃসত্ত্বা কুমারীর গর্ভপাতে সম্মতি সুপ্রিম কোর্টের

ওই নির্যাতিতা নাবালিকা এবং তাঁর বাবা গতকাল ভার্চুয়ালি আদালতের শুনানিতে উপস্থিত হন ৷ আবেদনে নির্যাতিতার বাবা জানিয়েছেন, তাঁর মেয়ের এই গর্ভধারণ অনাকাঙ্খিত ৷ একজন আত্মীয়ের দ্বারা তাঁর মেয়ের উপর হওয়া নির্যাতনের ফলে এই গর্ভধারণ ৷ সেই কারণে, তিনি মেয়ের গর্ভপাত করাতে চান ৷ তবে, আদালত এই শর্তেই গর্ভপাতের অনুমতি দিয়েছে যে, এর ফলে ওই নাবালিকার স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা যাতে না হয়, তা নিশ্চিত করতে হবে ৷ তবেই গর্ভপাত করানো যাবে ৷

নৈনিতাল, 8 ডিসেম্বর: ধর্ষণের শিকার নাবালিকাকে গর্ভপাতের (Abortion) অনুমতি দিল উত্তরাখণ্ড হাইকোর্ট ৷ বুধবার উত্তরাখণ্ড হাইকোর্টের তরফে নাবালিকার বয়স এবং তাঁর সঙ্গে ঘটে যাওয়া অপরাধের কারণে দ্রুত তাঁর গর্ভপাত করাতে নির্দেশ দিয়েছে আদালত (Minor Rape Victim Allowed Pregnancy Termination by Uttarakhand HC) ৷ এনিয়ে দেরাদুনের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে আদালত নির্দেশ দিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হোক ৷ সেই বোর্ড নাবালিকার শারীরিক পরিস্থিতি পরীক্ষা করে দেখবে এবং 9 ডিসেম্বর সেই রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে ৷

জানা গিয়েছে ওই নাবালিকার মাত্র 13 বছর বয়স ৷ আর বর্তমানে সে 25 সপ্তাহ ও 4 দিনের অন্তঃসত্ত্বা ৷ অর্থাৎ, 1971 সালের গর্ভবতী আইন অনুযায়ী, 24 সপ্তাহের পরে গর্ভপাত করানো যাবে না ৷ কিন্তু, ওই নাবালিকার বাবা উচ্চ আদালতে এনিয়ে আর্জি জানান ৷ সেই আবেদনের ভিত্তিতে উত্তরাখণ্ড হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কুমার মিশ্রের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয় ৷ সেখানেই ওই নাবালিকার বয়সকে মাথায় রেখে শর্তসাপেক্ষে গর্ভপাতের অনুমতি দিয়েছেন ৷ তবে, এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে এই গর্ভপাত হবে ৷

আরও পড়ুন: 'মা হতে রাজি নই', অন্তঃসত্ত্বা কুমারীর গর্ভপাতে সম্মতি সুপ্রিম কোর্টের

ওই নির্যাতিতা নাবালিকা এবং তাঁর বাবা গতকাল ভার্চুয়ালি আদালতের শুনানিতে উপস্থিত হন ৷ আবেদনে নির্যাতিতার বাবা জানিয়েছেন, তাঁর মেয়ের এই গর্ভধারণ অনাকাঙ্খিত ৷ একজন আত্মীয়ের দ্বারা তাঁর মেয়ের উপর হওয়া নির্যাতনের ফলে এই গর্ভধারণ ৷ সেই কারণে, তিনি মেয়ের গর্ভপাত করাতে চান ৷ তবে, আদালত এই শর্তেই গর্ভপাতের অনুমতি দিয়েছে যে, এর ফলে ওই নাবালিকার স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা যাতে না হয়, তা নিশ্চিত করতে হবে ৷ তবেই গর্ভপাত করানো যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.