নৈনিতাল, 8 ডিসেম্বর: ধর্ষণের শিকার নাবালিকাকে গর্ভপাতের (Abortion) অনুমতি দিল উত্তরাখণ্ড হাইকোর্ট ৷ বুধবার উত্তরাখণ্ড হাইকোর্টের তরফে নাবালিকার বয়স এবং তাঁর সঙ্গে ঘটে যাওয়া অপরাধের কারণে দ্রুত তাঁর গর্ভপাত করাতে নির্দেশ দিয়েছে আদালত (Minor Rape Victim Allowed Pregnancy Termination by Uttarakhand HC) ৷ এনিয়ে দেরাদুনের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে আদালত নির্দেশ দিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হোক ৷ সেই বোর্ড নাবালিকার শারীরিক পরিস্থিতি পরীক্ষা করে দেখবে এবং 9 ডিসেম্বর সেই রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে ৷
জানা গিয়েছে ওই নাবালিকার মাত্র 13 বছর বয়স ৷ আর বর্তমানে সে 25 সপ্তাহ ও 4 দিনের অন্তঃসত্ত্বা ৷ অর্থাৎ, 1971 সালের গর্ভবতী আইন অনুযায়ী, 24 সপ্তাহের পরে গর্ভপাত করানো যাবে না ৷ কিন্তু, ওই নাবালিকার বাবা উচ্চ আদালতে এনিয়ে আর্জি জানান ৷ সেই আবেদনের ভিত্তিতে উত্তরাখণ্ড হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কুমার মিশ্রের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয় ৷ সেখানেই ওই নাবালিকার বয়সকে মাথায় রেখে শর্তসাপেক্ষে গর্ভপাতের অনুমতি দিয়েছেন ৷ তবে, এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে এই গর্ভপাত হবে ৷
আরও পড়ুন: 'মা হতে রাজি নই', অন্তঃসত্ত্বা কুমারীর গর্ভপাতে সম্মতি সুপ্রিম কোর্টের
ওই নির্যাতিতা নাবালিকা এবং তাঁর বাবা গতকাল ভার্চুয়ালি আদালতের শুনানিতে উপস্থিত হন ৷ আবেদনে নির্যাতিতার বাবা জানিয়েছেন, তাঁর মেয়ের এই গর্ভধারণ অনাকাঙ্খিত ৷ একজন আত্মীয়ের দ্বারা তাঁর মেয়ের উপর হওয়া নির্যাতনের ফলে এই গর্ভধারণ ৷ সেই কারণে, তিনি মেয়ের গর্ভপাত করাতে চান ৷ তবে, আদালত এই শর্তেই গর্ভপাতের অনুমতি দিয়েছে যে, এর ফলে ওই নাবালিকার স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা যাতে না হয়, তা নিশ্চিত করতে হবে ৷ তবেই গর্ভপাত করানো যাবে ৷