ইদুক্কি (কেরল), 20 সেপ্টেম্বর: 'মেয়ে বিক্রি রয়েছে', বাবার ফেসবুকে থেকে পোস্ট সৎ মায়ের ৷ বিষয়টি নজরে আসতেই অভিযুক্ত ব্যক্তি ও তাঁর দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে কেরলের ইদুক্কি জেলায় ৷ জানা গিয়েছে, 'মেয়ে বিক্রি রয়েছে' বলে একটি পোস্ট করা হয় ফেসবুকে ৷ এই তথ্যের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে । মেয়েটির বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করা হয়েছে । বাবার প্রোফাইল থেকে সোশাল মিডিয়ায় পোস্টটি করা হয় ৷ তাতে লেখা হয়, প্রথম স্ত্রীর মেয়ে বিক্রির জন্য রয়েছে । ফেসবুকে কেউ কেউ বিষয়টি দেখে এবং পুলিশের নজরে আনে । যদিও পরে পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ।
থুদুপুঝা থানার হাউস অফিসার সুমেশ সুধাকরণ জানিয়েছেন, মামলাটি বিস্তারিত তদন্তের জন্য সাইবার সেলের কাছে হস্তান্তর করা হয়েছে এবং রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে । তবে মেয়েটির সৎ মা ফেসবুকে এটি পোস্ট করেছেন বলে তথ্য পাওয়া গিয়েছে এবং পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে । মেয়েটির বাবার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে পোস্টটি করা হয়েছে বলেও পুলিশ জানতে পেরেছে ।
পুলিশ জানিয়েছে, ফেসবুকে বিতর্কিত পোস্ট করার পর অভিযুক্ত মহিলা পরে তা মুছে দেন । একজন পুলিশ আধিকারিক বলেছেন, "স্থানীয়রা তাদের ফেসবুক অ্যাকাউন্টে লোকটির বিতর্কিত পোস্টটি দেখতে পায় ৷ এরপর সেটি সম্পর্কে আমাদের অবহিত করা হয় ৷ এরপরেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে ।" তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন বলে খবর ৷ অভিযুক্তের দাবি, তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি এমন কিছু পোস্ট করেননি ৷ এরপরেই পুলিশ তাঁর দ্বিতীয় স্ত্রীকে ঘটনায় জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করে ।
আরও পড়ুন: পরপর তিন কন্যা, 'অপরাধে' স্ত্রী-মেয়েদের কীটনাশক খাওয়ানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে
পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত মহিলা প্রথমে ঘটনার কথা অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তাঁর অপরাধ স্বীকার করেন । জানা গিয়েছে, স্বামীর সঙ্গে বিবাদের পর ওই নারী ফেসবুকে বিতর্কিত পোস্টটি করেন । পুলিশ জানিয়েছে যে মহিলার একটি ছ’মাসের বাচ্চা থাকায় তাকে গ্রেফতার করতে চ্যালেঞ্জের সম্মুখীণ হতে হচ্ছে ।