ETV Bharat / bharat

Shocking Incident in Satara: ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা মেয়ের সদ্যোজাত সন্তানকে খুনে অভিযুক্ত বাবা - পকসো আইন

ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা নাবালিকা (Pregnant after Torture) ৷ পকসো আইনে গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷ পরে বাড়িতে প্রসব ৷ কিন্তু সদ্যোজাতর কান্না সহ্য করতে না পেরে নাবালিকার বাবা শিশুটিকে খুন করে বলে অভিযোগ ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Shocking Incident in Satara
Shocking Incident in Satara
author img

By

Published : Mar 8, 2023, 1:10 PM IST

সাতারা (মহারাষ্ট্র), 8 মার্চ: নাবালিকা মেয়ের সন্তান জন্ম দেওয়ার খবর লুকোতে সদ্যোজাতকে খুন করার অভিযোগ উঠল (Shocking Incident in Patan Taluka) ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাতারার পাটান তালুকের একটি গ্রামে ৷ অভিযোগ, নাবালিকার বাবা ওই সদ্যোজাতের ধড় থেকে মাথা আলাদা করে নর্দমায় ফেলে দেন ৷ কারণ, ওই শিশুর কান্নায় প্রতিবেশীরা ওই নাবালিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পেরে যেত ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে ৷ মেয়েটি ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল ৷ এই ঘটনায় আগেই পকসো আইনে (POCSO Act) মামলা দায়ের হয়েছে ৷ অভিযুক্ত যুবকও পুলিশি হেফাজতে রয়েছেন ৷

পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, ধর্ষণের (Rape) ঘটনাটি প্রায় সাড়ে আটমাসের পুরনো ৷ পুলিশের কাছে অভিযোগ আসার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ অভিযোগে মেয়েটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল ৷ কিন্তু স্বাস্থ্য পরীক্ষার সময় মেয়েটির গর্ভধারণের কোনও প্রমাণ না মেলায় চিকিৎসকদের সন্দেহ হয় ৷ প্রাথমিকভাবে মনে করা হয় যে মেয়েটি মিথ্যা অভিযোগ করেছে ৷

তখন পুলিশের তরফে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ শুরু হয় ৷ সেই সময় পুলিশের কাছে মেয়েটি যা বলে, তা শুনে রীতিমতো হতবাক হয়ে যান তদন্তকারীরা ৷ পুলিশের একটি সূত্র থেকে জানানো হয়েছে যে মেয়েটি তদন্তকারীদের কাছে দাবি করেছে, সে সাড়ে আটমাসের অন্তঃসত্ত্বা ছিল ৷ বাড়িতেই তার সন্তানের জন্ম হয় ৷ জন্মের পর সন্তানের কান্না যাতে প্রতিবেশীরা শুনতে না পায়, সেই কারণে তার বাবা প্রথমে বাচ্চাটির মাথা মুখ দিয়ে চিবিয়ে দেয় ৷ তার পর ধড় থেকে মাথা আলাদা করে নর্দমায় ফেলে দেয় ৷ নাবালিকার দাবি, প্রতিবেশীদের কাছ থেকে তার গর্ভধারণের বিষয়টি লুকোতেই এমন কাজ তার বাবা করেছে ৷

পুলিশ মেয়েটির বয়ান অনুযায়ী সংশ্লিষ্ট জায়গায় তল্লাশি চালায় ৷ সেখান থেকে মাথা ও ধড় উদ্ধার করে ৷ নাবালিকার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পসকো আইনে ধর্ষণের মামলা যেমন চলছিল, তেমনই সদ্যোজাতকে হত্যার মামলার তদন্তও আলাদা করে চালাচ্ছে পুলিশ ৷

আরও পড়ুন: স্ত্রীর গায়ে স্যানিটাইজার ঢেলে আগুন ধরাল স্বামী !

সাতারা (মহারাষ্ট্র), 8 মার্চ: নাবালিকা মেয়ের সন্তান জন্ম দেওয়ার খবর লুকোতে সদ্যোজাতকে খুন করার অভিযোগ উঠল (Shocking Incident in Patan Taluka) ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাতারার পাটান তালুকের একটি গ্রামে ৷ অভিযোগ, নাবালিকার বাবা ওই সদ্যোজাতের ধড় থেকে মাথা আলাদা করে নর্দমায় ফেলে দেন ৷ কারণ, ওই শিশুর কান্নায় প্রতিবেশীরা ওই নাবালিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পেরে যেত ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে ৷ মেয়েটি ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল ৷ এই ঘটনায় আগেই পকসো আইনে (POCSO Act) মামলা দায়ের হয়েছে ৷ অভিযুক্ত যুবকও পুলিশি হেফাজতে রয়েছেন ৷

পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, ধর্ষণের (Rape) ঘটনাটি প্রায় সাড়ে আটমাসের পুরনো ৷ পুলিশের কাছে অভিযোগ আসার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ অভিযোগে মেয়েটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল ৷ কিন্তু স্বাস্থ্য পরীক্ষার সময় মেয়েটির গর্ভধারণের কোনও প্রমাণ না মেলায় চিকিৎসকদের সন্দেহ হয় ৷ প্রাথমিকভাবে মনে করা হয় যে মেয়েটি মিথ্যা অভিযোগ করেছে ৷

তখন পুলিশের তরফে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ শুরু হয় ৷ সেই সময় পুলিশের কাছে মেয়েটি যা বলে, তা শুনে রীতিমতো হতবাক হয়ে যান তদন্তকারীরা ৷ পুলিশের একটি সূত্র থেকে জানানো হয়েছে যে মেয়েটি তদন্তকারীদের কাছে দাবি করেছে, সে সাড়ে আটমাসের অন্তঃসত্ত্বা ছিল ৷ বাড়িতেই তার সন্তানের জন্ম হয় ৷ জন্মের পর সন্তানের কান্না যাতে প্রতিবেশীরা শুনতে না পায়, সেই কারণে তার বাবা প্রথমে বাচ্চাটির মাথা মুখ দিয়ে চিবিয়ে দেয় ৷ তার পর ধড় থেকে মাথা আলাদা করে নর্দমায় ফেলে দেয় ৷ নাবালিকার দাবি, প্রতিবেশীদের কাছ থেকে তার গর্ভধারণের বিষয়টি লুকোতেই এমন কাজ তার বাবা করেছে ৷

পুলিশ মেয়েটির বয়ান অনুযায়ী সংশ্লিষ্ট জায়গায় তল্লাশি চালায় ৷ সেখান থেকে মাথা ও ধড় উদ্ধার করে ৷ নাবালিকার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পসকো আইনে ধর্ষণের মামলা যেমন চলছিল, তেমনই সদ্যোজাতকে হত্যার মামলার তদন্তও আলাদা করে চালাচ্ছে পুলিশ ৷

আরও পড়ুন: স্ত্রীর গায়ে স্যানিটাইজার ঢেলে আগুন ধরাল স্বামী !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.