ETV Bharat / bharat

Minor Girl Stabbed to Death: প্রেমে প্রত্যাখানের জেরে মায়ের সামনেই নাবালিকাকে কুপিয়ে খুন ! গ্রেফতার অভিযুক্ত - one side love

11-Year-Old Girl Stabbed to Death in Front of Her Mother: 11 বছরের নাবালিকাকে মায়ের সামনেই কুপিয়ে খুনের অভিযোগ তরুণের বিরুদ্ধে ৷ প্রেমে প্রত্যাখানের জেরে এই ঘটনা বলে পুলিশের অনুমান ৷

Minor Girl Stabbed to Death
প্রেমে প্রত্যাখানের জেরে নাবালিকাকে কুপিয়ে খুন
author img

By

Published : Aug 17, 2023, 2:41 PM IST

থানে, 17 অগস্ট: প্রেমের প্রস্তাবে প্রত্যাখান ৷ ক্ষোভে 11 বছরের নাবালিকাকে মায়ের সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল এক তরুণ ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত 20 বছরের আদিত্য কাম্বলেকে ৷ বৃহস্পতিবার সন্ধে 8টা নাগাদ থানে কল্যাণ পূর্বের তিসগাঁও এলাকায় শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে। সঙ্গে সঙ্গে নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ্ত্যু হয়। কোলসেবাদি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে ৷

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় মায়ের সঙ্গে প্রাইভেট টিউশন ক্লাস থেকে বাড়ি ফিরছিল নাবালিকা। অভিযোগ, সেসময় সোসাইটির সিঁড়ি থেকে ঘরের পথে ফেরার সময় অভিযুক্ত পিছন থেকে এসে নাবালিকার মা'কে ধাক্কা দিয়ে ফেলে দেয় ৷ এরপর সাত থেকে আটবার নাবালিকাকে ছুরি দিয়ে আঘাত করে সে। নাবালিকার মা অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন। তবে নাছোড় তরুণ মেয়েটির উপর ক্রমাগত হামলা চালাতে থাকে। এর জেরে গুরুতর আহত হয় নাবালিকা ৷ নাবালিকার মায়ের চিৎকার শুনে সোসাইটির বাসিন্দারা ছুটে আসে। সে সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করে আদিত্য। তবে এলাকাবাসীরা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয় । অভিযুক্ত তিসগাঁওয়েরই বাসিন্দা বলে জানা গিয়েছে ।

ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন সহকারী পুলিশ কমিশনার কল্যাণজী ঘেটে এবং সিনিয়র পুলিশ ইন্সপেক্টর মহেন্দ্র দেশমুখ । গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে সঙ্গে সঙ্গে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসা শুরু হলেও পরে তার মৃত্যু হয় । মেয়েটির পরিবারের দাবি, আদিত্য দু'বার নাবালিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন ৷ তবে সে অস্বীকার করায় যুবক এই কাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের অনুমান ৷ এই ঘটনার পরই মেয়েদের নিরাপত্তার বিষয়টি আবারও সামনে এসেছে । কল্যাণ পূর্ব এলাকায় দিন দিন অপরাধ বৃদ্ধি পাওয়ায় নাগরিকদের মধ্যে উদ্বেগের পরিবেশ বিরাজ করছে ।

আরও পড়ুন: হোটেলের ঘরে ছুরির আঘাতে তরুণীর মৃত্যু ! গ্রেফতার বন্ধু

পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা সাতটা থেকে অভিযুক্ত আদিত্য নাবালিকার সোসাইটির আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলেন ৷ এমনকী তিনি বাসিন্দাদের জিজ্ঞাসা করেন, নাবালিকা কখন টিউশন থেকে বাড়ি ফেরে । তবে বাসিন্দারা তখন বুঝতে পারেননি কেন তিনি এই তথ্য চাইছেন । ওই সোসাইটিতেই মেয়েটির অপেক্ষায় বসেছিলেন আদিত্য । এরপর নাবালিকা ফিরলে তার উপর হামলা চালান তিনি বলে অভিযোগ ৷

থানে, 17 অগস্ট: প্রেমের প্রস্তাবে প্রত্যাখান ৷ ক্ষোভে 11 বছরের নাবালিকাকে মায়ের সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল এক তরুণ ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত 20 বছরের আদিত্য কাম্বলেকে ৷ বৃহস্পতিবার সন্ধে 8টা নাগাদ থানে কল্যাণ পূর্বের তিসগাঁও এলাকায় শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে। সঙ্গে সঙ্গে নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ্ত্যু হয়। কোলসেবাদি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে ৷

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় মায়ের সঙ্গে প্রাইভেট টিউশন ক্লাস থেকে বাড়ি ফিরছিল নাবালিকা। অভিযোগ, সেসময় সোসাইটির সিঁড়ি থেকে ঘরের পথে ফেরার সময় অভিযুক্ত পিছন থেকে এসে নাবালিকার মা'কে ধাক্কা দিয়ে ফেলে দেয় ৷ এরপর সাত থেকে আটবার নাবালিকাকে ছুরি দিয়ে আঘাত করে সে। নাবালিকার মা অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন। তবে নাছোড় তরুণ মেয়েটির উপর ক্রমাগত হামলা চালাতে থাকে। এর জেরে গুরুতর আহত হয় নাবালিকা ৷ নাবালিকার মায়ের চিৎকার শুনে সোসাইটির বাসিন্দারা ছুটে আসে। সে সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করে আদিত্য। তবে এলাকাবাসীরা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয় । অভিযুক্ত তিসগাঁওয়েরই বাসিন্দা বলে জানা গিয়েছে ।

ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন সহকারী পুলিশ কমিশনার কল্যাণজী ঘেটে এবং সিনিয়র পুলিশ ইন্সপেক্টর মহেন্দ্র দেশমুখ । গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে সঙ্গে সঙ্গে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসা শুরু হলেও পরে তার মৃত্যু হয় । মেয়েটির পরিবারের দাবি, আদিত্য দু'বার নাবালিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন ৷ তবে সে অস্বীকার করায় যুবক এই কাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের অনুমান ৷ এই ঘটনার পরই মেয়েদের নিরাপত্তার বিষয়টি আবারও সামনে এসেছে । কল্যাণ পূর্ব এলাকায় দিন দিন অপরাধ বৃদ্ধি পাওয়ায় নাগরিকদের মধ্যে উদ্বেগের পরিবেশ বিরাজ করছে ।

আরও পড়ুন: হোটেলের ঘরে ছুরির আঘাতে তরুণীর মৃত্যু ! গ্রেফতার বন্ধু

পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা সাতটা থেকে অভিযুক্ত আদিত্য নাবালিকার সোসাইটির আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলেন ৷ এমনকী তিনি বাসিন্দাদের জিজ্ঞাসা করেন, নাবালিকা কখন টিউশন থেকে বাড়ি ফেরে । তবে বাসিন্দারা তখন বুঝতে পারেননি কেন তিনি এই তথ্য চাইছেন । ওই সোসাইটিতেই মেয়েটির অপেক্ষায় বসেছিলেন আদিত্য । এরপর নাবালিকা ফিরলে তার উপর হামলা চালান তিনি বলে অভিযোগ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.